গো সজনী সই নিকুঞ্জেতে মোর মন ঝুরে। কদম ডালে দহে হিয়া না দেখি তোমারে।। চাঁদরূপ না দেখিয়া আকুল হইয়াছি হিয়া। অন্তরেতে অনল জ্বলে মোর।। তুই বন্ধু আসিবে করি পন্থ নিরখিয়া ঝুরি। স্বরূপে হেরিতে রূপ তোর। প্রেমের ভিখারী আমি কৃপা যদি কর তুমি । ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর।। আমি দোষী অপরাধী দরশন দেও যদি, পাপ […]
keyboard_arrow_right