চিন্তিত হইঞা রাজা কংসে তবে ধরনি ধরিঞা বসি। চানুর মুষ্টিক আর জত বীর ডাক দিতে সভে আসি– “শুনহে চানুর মুষ্টিক অসুর, শুনহ বৃত্তান্ত কথা। মোরে জে বধিবে প্রবল প্রতাপ শ্রীহরি জন্মিল ওথা।। গোকুলে জন্মিল জসদা-ঔদরে ভবানী বলিআ নাম। তাহারে আনিয়া আমারে ভাণ্ডিলা সুনিয়া তাহার ঠাম ।। তাহারে বধিতে শিলার উপরে জবে আহাড়িব লঞা। হাত পিছলিআ […]
keyboard_arrow_right