• ছট্ ফট্ করে ছায়া গেল দূরে
    ছট্ ফট্ করে ছায়া গেল দূরে ছাপিতে নাহিক ঠাঁই। ছলা করি ছট বেশ না করিব ছলা সে করিব নাই।। ছেনা ননী ঘৃত দধির পসরা ছান্দিব পসরা ‘পরে। ছন্দবন্ধ ছাঁদে ছলা যে করিব শাশুড়ী -ননদী-বোলে।। ছাঁদিয়া চরণ ছাঁদে দান সাধি ছেনা দধি নিব ছলে। ছল ছল ছল গোপিনী সকল ছি ছি ছি লো বলি বলে।। ছলা […] keyboard_arrow_right
  • ছট্ ফট্‌ করে ছায়া দূরে গেল
    ছট্ ফট্‌ করে ছায়া দূরে গেল ছাপিতে নাহিক ঠাঁই। ছলা করি ছট বেশ না করিব ছলা সে করিব নাই।। ছেনা ননী ঘৃত দধির পসরা ছান্দিব পসরা পরে। ছন্দ বন্ধ ছাঁদে ছলা যে করিব শাশুড়ী ননদী বোলে।। ছাঁদিয়া চরণ ছাঁদে দান সাধি ছেনা দধি নিব ছলে। ছল ছল ছল গোপিনী সকল ছি ছি ছি লো বলি […] keyboard_arrow_right
  • ছন ছন করে মন প্রাণ মোর কান্দে
    ছন ছন করে মন প্রাণ মোর কান্দে। যত যত বল হিয়া থির নাহিঁ বান্ধে।। মথুরা না যাবে যদি আমারে ছাড়িঞা। বল দেখি নিজ কর মোর মাথে দিঞা।। নারী না করিত যদি নিকরুণ বিধি। দেশে লঞা বেড়াতাম তোমা গুণনিধি।। কুলভয় না থাকিলে ভুজলতা দিঞা। হিয়ার মাঝারে তোমা রাখিতাম বান্ধিঞা।। হিয়া মণি মাণিক রতন যদি হত্যে। গলাএ […] keyboard_arrow_right
  • ছল করি বাণি কতয়ে পরলাপসি
    ছল করি বাণি কতয়ে পরলাপসি তোহারি বচন পরমাণ। চাবি পহর রাতি জাগিয়া পোহায়লুঁ আয়লি রাতিবিহান।। মাধব আজি বড় দেয়লি দূখ। আগে ইহ আরতি না বুঝিয়া অব তোহে হেরি পায়লুঁ বড় সূখ।।ধ্রু।। ভালহি সিন্দূর কাজরে পূরল বদনহি দশনক রেখ। হেরইতে তোহে লাজ মোহে হোয়ত যাবক রাগ পরতেখ।। কমলিনি পাই সরসরসে ভূললি না বুঝলি মালতিগন্ধ। কহই গোপাল- […] keyboard_arrow_right
  • ছল ছল জদুকুলরায়
    ছল ছল জদুকুলরায়। রাধা রাধা বলি গুণ গায়।। “কোথা মোর সে নব কিশোরি। না দেখিয়ে রূপের মাধুরি।। ব্রজলিলা সদা পড়ে মনে। ঐছন ভাবিয়ে নিশি দিনে।। উঠিল সে দারূণ আগুণে। সে কথা পড়িয়া গেল মনে।। সে মোর যতেক ব্রজবালা। কতি রহে কদম্বের তলা।। কেমত আছয়ে গোপনারি । কহ পিক বচন * * * ।। রাধা রাখা […] keyboard_arrow_right
  • ছল মনোরথ জৌবন ভেলে
    ছল মনোরথ জৌবন ভেলে কত ন করব রঙ্গ। সে সবে পেম ওড় ধরি ন রহল ভেল হৃদয় ভঙ্গ।। তথুহু উপর ছল মনোরথ আবে কি করব সাধ। অইসনি ভএ অপরাধিনি ভেলাহু জে ছল তথিহু বাধ।। মাধব আবে তঞো ই বড় দোস। জতএ জে কিছু বোলিঅ চালিঅ তথি গুরুজন রোস।। অবস নিকট আএব জাএব বিনয় কর সে […] keyboard_arrow_right
  • ছলিহু একাকিনি গথইতে হার
    ছলিহু একাকিনি গথইতে হার। সসরি খসল কুচ চীর অ হামার।। তখনে অকামিক আএল কান্ত। কুচ কী ঝাপব নিবিহুক অন্ত।। কি কহব সুন্দরি কৌতুক আজ। পহু রাখল মোর জাইতে লাজ।। ভেল ভাব ভরে সকল সরীর। কঅ জতনে বল রাখিঅ থীর।। ধসমস কর এ ধরি অ কুচ জাতি। সগর সরীর ধর এ কত ভান্তি।। লোপ লহি পারি […] keyboard_arrow_right
  • ছলিহু পুরুব ভোরে ন জাএব পিআ মোরে
    ছলিহু পুরুব ভোরে ন জাএব পিআ মোরে পানিক সুতলি ধনি কলহই। খনে একে জাগলি রোঅএ লাগলি পিআ গেল নিজ কর মুদলী দই।। দিনে দিনে তনু সেখ দিবস বরিস লেখ সুন কাহ্ন তোহ বিনু জৈসনি রমনী।। পরক বেদন দুখ ন বুঝএ মুরুখ পুরুস নিরাপন চপল মতী। রভস পললি বোল সত কএ তহ্নি লেল কি করতি অনাইতি […] keyboard_arrow_right
  • ছলে দরশায়ল উরজক ওর
    ছলে দরশায়ল উরজক ওর। আপনি নেহারি হেরল মোহে থোর।। বিহসি দশন আধ দরশন দেল। ভুজে ভুজ বান্ধি অলপ চলি গেল।। কি কহব রে সখি নারি সুজান। হরখে বরখে কত মনমথবাণ।। দূরহি মোহে পুন পালটি নেহারি। তোড়ল কানড় কুসুম উঘারি।। বসনক ওর ঝাঁপল তব গোরি। লীলাকমলে মুখ রোপলি থোরি।। বৈদগধি বিবিধ পসারল যেহ। কোন মুগধ তাহে […] keyboard_arrow_right
  • ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে
    ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে। বন্ধু শ্যাম কালিয়া, আইস প্রভু জগত বন্ধু রে।। নিষ্ঠুরজানিয়া মোরে নাযাইয়ো ছাড়িয়া। প্রাণরক্ষা কর মোর দরশন দিয়া রে।। প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি। শ্রবণেতে শুনি বাজে মুকুন্দ মুররী রে।। প্রেমসুরে বাইয়ো বাঁশী রসিক বন্ধুয়া। অবুলার প্রাণী নেও সুরেতে টানিয়া রে।। পবনেতে বাইয়োবাঁশী ডাকি’ নামধরি। যৌবতী সবের তুমি […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ