ঢর ঢর কাঁচা অঙ্গের লাবণি অবনী বহিয়া যায়। ঈষত হাসির তরঙ্গ-হিলোলে মদন মুরুছা পায়।। কি বা সে নাগর কি খনে দেখিলুঁ ধৈরজ রহল দূরে। নিরবধি মোর চিত বেয়াকুল কেন বা সদাই ঝুরে।। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়। নয়ান-কটাখে বিষম-বিশিখে পরাণ বিন্ধিতে ধায়।। মালতীফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে। উড়িয়া পড়িয়া মাতাল ভ্রমরা ঘুরিয়া […]
keyboard_arrow_right