• কালিয় দমন
    কৃষ্ণের বাল্য-কৈশোরের নানা বীর-কাহিনীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং কৌতুহলোদ্দীপক কাহিনী হল কালিয়-দমন। কারণ কালিয় কংসের প্রেরিত কোনও অসুর-রাক্ষস নয়, সে নিজেই মূর্তিমতী বিপন্নতা। প্রবাহিনী যমুনার যে জল সমস্ত বৃন্দাবনবাসীর জীবনদায়িনী, সেই যমুনার জল বিষাক্ত করে তুলেছে কালিয়। কালিয়র পরিচয় হল – সে নাগরাজ। ভয়ঙ্কর বিষ তার মুখে, শরীরে। যেখানে সে থাকে, সেখানে জনমানব তো আসেই […] keyboard_arrow_right
  • গরুড়াসন
    গরুড় তাঁর বৈমাত্রেয় ভাই কদ্রূপুত্রদের জন্য অমৃত নিয়ে ফিরে আসছেন, এইসময় পথে শ্রীহরি বিষ্ণুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। গরুড় অমৃত লাভ করেও তা নিজে পান না করে অপরের জন্য নিয়ে যাচ্ছেন – পক্ষীরাজের এই লোভ সংবরণ গুণে শ্রীহরি মুগ্ধ হলেন। প্রসন্ন নারায়ণ গরুড়কে বরদান করতে চাইলে গরুড় বললেন—আমি আপনার উপরে স্থান পেতে ইচ্ছা করি এবং […] keyboard_arrow_right
  • বড়াই
    বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি, রাধা, কৃষ্ণ ও বড়াই। এর মধ্যে জন্মখণ্ড থেকে রাধাবিরহ খণ্ড পর্যন্ত রাধা ও কৃষ্ণ চরিত্রের বিকাশ ও পরিণতিতে যে চরিত্রের প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা, সে হলো বড়াই। সমগ্র কাব্য জুড়ে যে ঘটনাগুলি ঘটে যায়, তার প্রায় সবগুলিই এই বড়াই চরিত্রের প্ররোচনায় ও পরামর্শে। এই চরিত্রের যে পরিচয় এ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ