• নাচত গৌর সুনাগর-মণিয়া
    নাচত গৌর সুনাগর-মণিয়া। খঞ্জন-গঞ্জন পদযুগ-রঞ্জন রণরণি মঞ্জির মঞ্জুল-ধ্বনিয়া।। সহজই কাঞ্চন-কাঁতি কলেবর হেরইতে জগ-জন-মন-মোহনিয়া। তহি কত কোটি মদন-মন মুরছল অরুণ-কিরণ কিয়ে অম্বর বনিয়া।। ডগ মগ দেহ থেহ নাহি বান্ধই দুহুঁ দিঠি-মেহ সঘনে বরিখণিয়া। প্রেমক সায়রে ভুবন মজাওই লোচন-কোণে করুণ নিরখণিয়া।। ও রসে ভোর ওর নাহি পায়ই পতিত কোরে ধরি ভুবন বিয়াপি। কহ বলরাম লম্ফ ঘন হুঙ্কৃতি […] keyboard_arrow_right
  • নাচত গৌরবর রসিয়া
    নাচত গৌরবর রসিয়া। প্রেম-পয়োধি অবধি নাহি পাওত দিবস রজনী ফিরত ভাসি ভাসিয়া।।ধ্রু।। সোঙরি বৃন্দাবন শ্বাস ছাড়ে ঘন ঘন রাই রাই বোলে হাসি হাসিয়া। নিজমন মরম ভরম নাহি রাখত ত্রিভঙ্গ বাজাওত বাঁশিয়া।। মত্ত সিংহ সম ঘন ঘন গরজন চঞ্চল পদনখ-শশিয়া। কটিতটে অরুণ- বরণ বর অম্বর খেনে খেনে উড়ত পড়ত খসি খসিয়া।। পুলকাঞ্চিত সব গৌরকলেবর কাটত অখিল […] keyboard_arrow_right
  • নাচত নগরে নাগর গৌর
    নাচত নগরে নাগর গৌর হেরি মূরতি মদন ভোর যৈছন তড়িত রুচির অঙ্গ তঙ্গী নটবর শোহিনী। কাম কামান ভুরুক জোড় করতহি কেলি শ্রবণ ওর গীম শোহত রতনপদক জনজন মনোমোহিনী।। কুসুমে রচিত চিকুরপুঞ্জ চৌদিকে ভ্রমরা ভ্রমরী গুঞ্জ পিঠে দোলয়ে লোটন ভার শ্রবণে কুণ্ডল দোলনী। মাহিষ দধি রুচির বাস হৃদয়ে জাগত রাসবিলাস জিতল পুলক কদম্বকোরক অনুখন মন ভোলনি।। […] keyboard_arrow_right
  • নাচত নব নন্দ-লাল
    নাচত নব নন্দ-লাল রসবতি করি সঙ্গে। রবাব খবাব বিণ কপিনাস বাজত কত রঙ্গে।। কোই গায়ত কোই বায়ত কোই ধরত তাল। সখিগণ মিলি নাচই গাওই মোহিত নন্দ লাল।। শূক নাচিছে শারী নাচিছে বসিয়া তরুর ডালে। কপোত কপোতী দুজনে মিলিয়া ধরিছে কতই তালে।। চাতক চকোর আনন্দে নাচিছে বদনে নয়ন রাখি। কুরঙ্গ নাচিছে মউর নাচিছে নাচিছে কোকিল পাখী।। […] keyboard_arrow_right
  • নাচতরে নিতাই বরচাঁদ
    নাচতরে নিতাই বরচাঁদ। সিঞ্চই প্রেম- সুধা রস জগজনে অদভুত নটন সুছাঁদ।। পদতল-তাল খলিত মণি-মঞ্জরি চলতহি টলমল অঙ্গ। মেরু-শিখরে কিয়ে তনু অনুপামরে ঝলমল ভাব-তরঙ্গ।। রোয়ত হসত চলত গতি মন্থর হরি বলি মূরছি বিভোর। খেনে খেনে গৌর গৌর বলি ধাবই আনন্দে গরজত ঘোর।। পামর পঙ্গু অধম জড় আতুর দীন অবধি নাহি মান। অবিরত দুর্ল্লভ প্রেম রতন ধন […] keyboard_arrow_right
  • নাচয়ে গৌরঙ্গ পহুঁ সহচর সঙ্গ
    নাচয়ে গৌরঙ্গ পহুঁ সহচর সঙ্গ। শ্যামতনু গৌর ভেল বসন সুরঙ্গ।। পূরুবে দোহনভাণ্ড অনুভবি শেষে। করঙ্গ লইল গোরা সেই অভিলাষে।। ছাড়ি চূড়া শিখিপুচ্ছ কৈল কেশহীন। পীত বসন ছাড়ি পরিলা কৌপনী।। হইলেন দণ্ডাধারী ছাড়িয়া বাঁশরী। যদু কহে কৃষ্ণ এবে হৈলা গৌরহরি।। keyboard_arrow_right
  • নাচয়ে গৌরাঙ্গ গদাধরমুখ চাঞা
    নাচয়ে গৌরাঙ্গ গদাধরমুখ চাঞা। অন্তরে পরশরস উথলিল হিয়া।। দুহুঁ মুখ নিরখিতে দুহুঁ ভেল ভোর। দুহুঁ ভেল রসনিধি অমিয়া চকোর।। বুকে বুকে মিলি দুহেঁ কয়লহি কোর। কাঁপি পুলক দুহুঁ ঝাঁপই লোর।। তনু মন বাণী দুহুঁ একই পরাণ। প্রতি অঙ্গে পিরীতি অমিয়া নিরমাণ।। পণ্ডিতে মণ্ডিত ভেল গোরা নটরাজ। দূর সঞে দেখে সব নাগরীসমাজ।। নদীয়া নাগরীগণ বুঝিল মরমে। […] keyboard_arrow_right
  • নাচয়ে চৈতন্য চিন্তামণি
    নাচয়ে চৈতন্য চিন্তামণি। বুক বাহি পড়ে ধারা মুকুতা গাঁথনি।। প্রেমে গদগদ হৈয়া ধরণী লোটায়। হুহুঙ্কার দিয়া খেনে উঠিয়া দাঁড়ায়।। ঘন ঘন দেন পাক ঊর্দ্ধ্ববাহু করি। পতিত জনারে পহুঁ বোলায় হরি হরি।। হরিনাম করে গান জপে অনুক্ষণ। বুঝিতে না পারে কেহ বিরল লক্ষণ।। অপার মহিমাগুণ জগজনে গায়। বসু রামানন্দে তাহে প্রেমধন চায়।। keyboard_arrow_right
  • নাচহু রে তরুনীহু তেজহু লাজ
    নাচহু রে তরুনীহু তেজহু লাজ। আএল বসন্ত রিতু বনিক-রাজ।। হস্তিনি, চিত্রিনি, পদুমিনি নারি। গোরি সামরি এক বূঢ়ি বারি।। বিবিধ ভাঁতি কএলহ্নি সিঙ্গার। পহিরল পটোর গৃম ঝুল হার।। কেও অগর চন্দন ঘসি ভর কটোর। ককরহু খোইঁছা করপুর তমোর।। কেও কুঙ্কুম মরদাব আঁগ। ককরহু মোতিঅ ভল ছাজ মাঁগ।। keyboard_arrow_right
  • নাচিতে না জানি তমু নাচিয়ে গৌরাঙ্গ বলি
    নাচিতে না জানি তমু নাচিয়ে গৌরাঙ্গ বলি গাইতে না জানি তমু গাই। সুখে বা দুঃখেতে থাকি গৌরাঙ্গ বলিয়া ডাকি নিরন্তর এই মতি চাই।। বসুধা জাহ্নবী সহ নিতাইচাঁদেরে ডাকি সীতা সহিতে সীতাপতি। নরহরি গদাধর শ্রীবাসাদি সহচর ইহা সভার নামে যেন মাতি।। স্বরূপ রূপ সনাতন রঘুনাথ সকরুণ ভট্টযুগ জীব লোকনাথ। ইহা সবার সহকারী দীনপ্রায় সদা ফিরি যেন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ