• নদী বহে নয়নক নীরে
    নদী বহে নয়নক নীরে। মুরছি পড়ল তছু তীরে।। মাধব তোহারি করুণা অতি বঙ্কা। তোহে নাহি তিরিবধ শঙ্কা।। তৈখনে খীন ভেল শ্বাসা । কৌই নলিনীদলে করই বাতাসা।। চৌদশী চাঁদ সমান। তুয়া বিনে শূন ভেল প্রাণ।। কোই রোই রাই উপেখি। কোই শির ধুনি ধুনি দেখি।। কোই সখী পরিখই শ্বাস। হাম ধায়ল তুয়া পাশ।। পালটি চলহ নিজ গেহ। […] keyboard_arrow_right
  • নদীয়া আকাশে আসি উদিল গৌরাঙ্গশশী
    নদীয়া আকাশে আসি উদিল গৌরাঙ্গশশী ভাসিল সকলে কুতূহলে। লাজেতে গগনশশী মাখিল বদনে মসী কাল পেয়ে গ্রহণের ছলে।। বামাগণ উচ্চস্বরে জয় জয় ধ্বনি করে ঘরে ঘরে বাজে ঘন্টা শাঁখ। দামামা দগড় কাঁসি সানাই ভেঁউড় বাঁশী তুরী ভেরী আর জয়ঢাক।। মিশ্র জগন্নাথ মন মহানন্দে নিগমন শচীর সুখের সীমা নাই। দেখিয়া নিমাইমুখ ভুলিলা প্রসব দুখ অনিমিখে পুত্রমুখ চাই।। […] keyboard_arrow_right
  • নদীয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গসুন্দরে
    নদীয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গসুন্দরে। ডুবিল ভকত সব শোকের সাগরে।। কাঁদিছে অদ্বৈতাচার্য্য শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর।। মুকুন্দাদি নরহরি কএদে উচ্চ রায়। চন্দ্রশেখর কাঁদি ধূলায় লোটায়।। কাঁদিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া।। সুখময় কীর্তন করিত নদীয়ায়। সোঙরি সে সব বাসুর হিয়া ফাটি যায়।। keyboard_arrow_right
  • নদীয়া নগরে গেলা নিত্যানন্দ রায়
    নদীয়া নগরে গেলা নিত্যানন্দ রায়। দণ্ডবৎ হৈয়া পড়ে শচী মাতার পায়।। তারে কোলে করি শচী কান্দয়ে করুণে। নয়ানের জলে ভিজে অঙ্গের বসনে।। ফুকরি ফুকরি কান্দে কাতর হিয়ায়। গৌরাঙ্গের কথা কহি প্রবোধয়ে তায়।। নিত্যানন্দ বলে মাতা থির কর মন। কূশলে আছয়ে সুখে তোমার নন্দন।। তোমারে দেখিতে মোরে পাঠাইয়া দিল। তোর পদযুগে কত প্রণতি করিল।। কানুদাস কহে […] keyboard_arrow_right
  • নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে
    নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে কি শুনি দারুণ কথা। ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস কহিতে লাগএ বেথা।। ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস কহিতে লাগএ বেথা।। নিমাই পরাণ-পুতলি তুমি। তোমা না দেখিলে হিয়া বিদরিঞা মরিঞা যাইব আমি।। এ জরা-জননী যুবতী রমণী পাথারে ভাসাঞা যাবে। শুনি বিষ্ণুপ্রিয়া নিছনি লইঞা অনলে পশিবে তবে।। রাতুল কমল জিনি পদতল কেমনে হাঁটিবে তায়। […] keyboard_arrow_right
  • নদীয়া নাগরী সারি সারি সারি
    নদীয়া নাগরী সারি সারি সারি চলিলা গঙ্গার ঘাটে। হেন রূপছটা যেন বিধুঘটা গগন ছাড়িয়া বাটে।। শচীর নন্দন করয়ে নর্ত্তন সঙ্গে পারিষদ লৈয়া। দেখিবার তরে সুরধুনীতীরে আইলা আকুল হৈয়া।। গলিত অম্বর তাহা না সম্বর কাহারু গলিত বেণী। যেন – চিত্রের পুতলী রহে সভে মেলি দেখে গৌর গুণমণি।। ও রূপ মাধুরী দেখিয়া নাগরী সভাই বিভোর হৈয়া। অঙ্গ […] keyboard_arrow_right
  • ননদি মোর কৃষ্ণ নিধি ভাবে যারে মহেশ বিধি
    ননদি মোর কৃষ্ণ নিধি ভাবে যারে মহেশ বিধি হেন নিধি চিনিলি না নয়নে। সমুদ্রে করিয়া বাস তবু না হলো বিশ্বাস পিয়াসাতে মরিলি পরাণে।। ননদি মোরে ছাড়ি দেহ মিথ্যা ধরিবে দেহ অগ্রগামী হয়েছে পরাণ। এত শুনি কুটিলে ক্রোধে অগ্নি হেন জ্বলে নিজ গৃহে করল পয়ান।। মন দুখে মৌন হয়ে লয়ে সহচরি। বৃন্দাবনে প্রবেশিলা রসের মঞ্জরি।। বিনোদ-বিহারী […] keyboard_arrow_right
  • ননদিনী রস-বিনোদিনী
    ননদিনী রস-বিনোদিনী ও তোর কুবোল সহিতে নাহি আমি।।ধ্রু।। (ননদিনী) ঘরের ঘরণী জগত মোহিনী।। প্রত্যূষে যমুনাএ গেলি। বেলা অবশেষ নিশি পরবেশ কিসে বিলম্ব করিলি।। (শ্রীরাধা) প্রত্যুষে বেহানে কমল দেখিয়া পুষ্প তুলিবারে গেলাম। বেলা উদনে কমল মুদনে ভোমরা দংশনে মৈলাম।। কমল কন্টকে বিষম সঙ্কটে করের কঙ্কণ গেল। কঙ্কণ উখটিতে ডুব দিতে দিতে দিন অবশেষ ভেল।। শীর্ষের সিন্দূর […] keyboard_arrow_right
  • ননদিনী রস-বিনোদিনী, ও তোর কুবোল সহিতাম নারি
    ননদিনী রস-বিনোদিনী, ও তোর কুবোল সহিতাম নারি। ধু ঘরের ঘরিণী, জগত-মোহিনী, প্রত্যুষে যমুনাএ গেলি। বেলা অবশেষ, নিশি পরবেশ, কিসে বিলম্ব করিলি ? প্রত্যুষে বেহানে, কমল দেখিয়া , পুষ্প তুলিবারে গেলুম্‌। বেলা উদনে, কমল মুদনে, বোমরা দংশনে মৈলুম্‌।। কমল কন্টকে, বিষম সঙ্কটে, করের কঙ্কণ গেল। কঙ্কণ হেরিতে, ডুব দিতে দিতে, দিন অবশেষ ভেল।। শীষের সিন্দুর, নয়ানের […] keyboard_arrow_right
  • ননদিনী লো মিছাই লোকের কথা
    ননদিনী লো মিছাই লোকের কথা। যদি কানু সঙ্গে পিরিতি করি ত শপতি তোমার মাথা।।ধ্রু।। নিজ পতি বিনে আন নাহি জানি সেই সে আমার ভাল। কোন গুণে যাই রাখালে ভজিব তাহাতে বরণ কাল।। মণি মুকুতার অভরণ নাহি সাজনি বনের ফুলে। চূড়ার উপরে ভ্রমরা গুঞ্জরে তাহে কি রমণী ভুলে।। রাজা হৈয়া যারে দেখিতে না পারে মায়ে বোলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ