• নীরস-সরসিজ ঝামর-বয়না
    নীরস-সরসিজ ঝামর-বয়না। তুয়া গুণ গুণইতে চমকিত-নয়না।। খেণে মুখ গোই রোই খেণে হসই। হিয়া অভিলাষে চলত মহি খসই।। এ হরি পেখলুঁ সো গজ-গমনি। জিবইতে সংশয় কুল-বর রমনি।। অনুখণ-মনসিজ মন মাহা হনই। হিমকর-কিরণহিঁ থির নাহি মনই।। খেণে উঠে খেণে বৈসে শুতি রহু ধরণী বিষ-শরাঘাতে যৈছে কাতর হরিণী।। কত যে বিছায়ব কমল-দল শেজ। ছটফটি শয়নে জীউ নাহি তেজ।। […] keyboard_arrow_right
  • নীরাধিপভৃত্যরূপ
    নীরাধিপভৃত্যরূপ। হরল নন্দ ব্রজক ভূপ।। ঐছন শুনি গোপশূর। ত্বরিতে আইলা বরুণপূর।। হেরি বরুণ চরণে গীর। ধূলি লুঠয়ে ধূসর শীর।। সিংহাসন দেই তাহি। পূজল কত অবধি নাহি।। তাত লেই চলল পূর। ব্রজজনদুখ গেও দূর।। জীবন পাই নন্দরাণী। প্রেমে বিভোর কিছু না জানি।। ব্রজভূপতি চমক পাই। নিজগণে সব কহল যাই।। গোপীগণ পাওল সূখ। টূটল সব বিরহ দূখ।। […] keyboard_arrow_right
  • নীল কমল উতপল
    নীল কমল উতপল। রাই কানু মুখ ঝলমল।। নব ঘন উজোর বিজুরী। উছলয়ে দ্যুতি সুকুমারী।। দুহুঁ তনু ভুজলতা দিয়া। বান্ধি দোহে আছয়ে শুতিয়া।। নীল পীত বসন বদল। হেরি হিয়া হয়ে উতরল।। গলিত ভূষণ বেশ-ভার। টুটিয়াছে দুহুঁ হিয়ে হার।। সুকুসুম শেজে সুশয়ান। ধরি রহু বয়ানে বয়ান।। আঁখি মুন্দি নিন্দের আলিসে। শির ধরি বিচিত্র বালিসে।। প্রিয় সখী সুখে […] keyboard_arrow_right
  • নীল কমল-দল শ্রীমুখমণ্ডল
    নীল কমল-দল শ্রীমুখমণ্ডল ঈষত মধুর মৃদু হাস। নব ঘন জিনি কালা গলাএ গুঞ্জার মালা আভীর বালক চারি পাশ।। মণিময় ঝুরি মাথে অঙ্গদ বলয়া হাথে রতন-নূপুর রাঙ্গা পায়। হাসিতে খেলিতে যায় গোধূলি ধূসর গায় বরিহা উড়িছে মন্দ বায়।। নবীন রাখাল হরি নটবর-বেশ ধরি শিশু সঙ্গে গরুয়া চরাএ। ভূষণ বনের ফুল কি দিব তাহার তুল মুকুন্দ আনন্দে […] keyboard_arrow_right
  • নীল কলেবর পীত বসন ধর
    নীল কলেবর পীত বসন ধর চন্দন তিলক ধবলা। সামর মেঘ সৌদামিনি মণ্ডিত তথিহি উদিত সসিকলা।। হরি হরি অনতয় জনু পরচার। সপনে মোএ দেখল নন্দকুমার।। পুরুব দেখল পয় সপনে ন দেখিঅ ঐসনি ন করবি বুধা। রস সিঙ্গার পার কে পাওত অমোল মনোভব সিধা।। ভনই বিদ্যাপতি অরে বর জৌবতি জানল সকল মরমে । সিবসিংঘ রায় তোরা মন […] keyboard_arrow_right
  • নীল মাধব নাহি যাইয় কারু কাছে
    নীল মাধব নাহি যাইয় কারু কাছে। দুখিনীর বাছা তুমি থাকিয় মোর পাছে।। ঘুরিয়া ঘুরিয়া নাচিয় করতালী দিয়া। সাঁজো ননী খাইতে দিব চাঁদ মুখ চায়্যা।। গোরস লাড়ুকা দিব রস মনোহর। রাঙ্গা করে রাঙ্গা ছড়ি দেখিতে সুন্দর।। keyboard_arrow_right
  • নীল-নব-ঘন রূপ শোহন
    নীল-নব-ঘন রূপ শোহন শ্রবণ-কুণ্ডল-দোলনি। কনক-কামিনি থীর দামিনি মধুর-মধুরিম বোলনি।। দেখ সখি মুরতি মোহন-মোহনি। চারু-চিত্রিত বেশ বিরচিত পীত নীল-পট-শোহনি।।ধ্রু।। মত্ত-কুঞ্জর গমন মন্থর রাজ-হংসিনি-গামিনি। কেলি-তাণ্ডব তাল-পণ্ডিত মুখর-মঞ্জীর –বাজনি।। পুলিন-বিপিনে কুঞ্জ-ভবনে বেকত মনমথ-ভাঁতিয়া। দাস গৌরাঙ্গ চরণ পল্লব সতত রহু মতি মাতিয়া।। keyboard_arrow_right
  • নীলপদ্মকান্তি জিনি কিঙ্কিণী গোপাল
    নীলপদ্মকান্তি জিনি কিঙ্কিণী গোপাল। পরিধান পিঙ্গল বসন দেখি ভাল।। ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল। বেড়িয়া মালতি যূথি জাতী থরে থর।। গোরোচনা তিলক অলকাপাঁতি-কোলে। রতন কুণ্ডল ছবি ঝলকে কপোল।। সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে। পক্ক বিম্ব অধরে গাহিছে মৃদু বংশে।। নানা আভরণ অঙ্গে করে ঝলমল। উরপরে দোলে মালা নব গুঞ্জা ফল।। keyboard_arrow_right
  • নীলমণিঅঁকুর মুকুর নব আভা
    নীলমণিঅঁকুর মুকুর নব আভা। তাহে কি কহব শ্যাম শশিমুখশোভা।। চান্দ হেন বলি যদি বলিতে লাজাই। উহ কলঙ্কত ইথে কলঙ্ক না পাই।। অতি অপরূপ কালিন্দী নীপতলে। নব রঙ্গ ফুলমাল হিয়ায় হিলোলে।।ধ্রু।। চূড়ায় বরিহা নব মল্লিকা বকুল। গাঁথিয়া ভাতিয়া তথি মুকুতা অমূল।। অলি মধু পিয়ে তায় বসি থরে থরে। আজু পুণ্যে পরাণ লইয়া আইলুঁ ঘরে।। অঙ্গের তরঙ্গে […] keyboard_arrow_right
  • নীলাচল হৈতে শচীরে দেখিতে
    নীলাচল হৈতে শচীরে দেখিতে আইসে জগদানন্দ। রহি কথো দূরে দেখে নদীয়ারে গোকুলপুরের ছন্দ।। ভাবয়ে পণ্ডিত রায়। পাই কি না পাই শচীরে দেখিতে এই অনুমানে যায়।। তরুলতা যত দেখে শত শত অকালে খসিছে পাতা। রবির কিরণ না হয় স্ফুরণ মেঘগণ দেখে রাতা।। ডালে বসে পাখী মুদি দুটি আঁখি ফল জল তেয়াগিয়া। কান্দয়ে ফুকরি ডুকরি ডুকরি গোরাচাঁদ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ