• কাঞ্চন বরণী কে বটে সে ধনী
    কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ী শোভে গায়।। দেখিত বদন মোহিত মদন নাসাতে দুলিছে দুল। সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরাল-কুল।। আঁখিতারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি।। কিবা দন্তভাতি মুকুতার পাঁতি জিনিয়া কুন্দক ঝুঁড়ি। সীঁথার সিন্দূর জিনিয়া […] keyboard_arrow_right
  • কাঞ্চনবরণী কে বটে সে ধনী
    কাঞ্চনবরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ী শোভে গায়।। দেখিতে বদন মোহিত মদন নাসাতে দুলিছে দুল। সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরালকুল।। আঁখিতারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। নীলপদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি।। কিবা দন্তভাতি মুকুতার পাঁতি জিনিয়া কুন্দক কুঁড়ি। সিঁথায় সিন্দুর জিনিয়া অরুণ কাণে […] keyboard_arrow_right
  • কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি
    কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি তিলেক নয়নে যার লাগে। ছাড়য়ে সকল কাজ তেজে কুলভয় লাজ মরমে কালিয়া অনুরাগে।। সই, আমার বচন যদি রাখ । ফিরিয়া নয়ন-কোণে ন চাহিও তার পানে কালিয়া বরণ যার দেখ ।।ধ্রু।। আরতি পীরিতি মনে যে করে কালিয়া সনে কখন তাহার নহে ভাল। কালিয়া রভস কালা মন-সূতে গাঁথি মালা ভাবিয়া জপিয়া প্রাণ […] keyboard_arrow_right
  • কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি
    কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি তিলেক নয়নে যদি লাগে। ছাড়িয়া সকল কাজ জাতি কুল শীল লাজ মরিবে কালিয়া অনুরাগে।। সই আমার বচন যদি রাখ। ফিরিয়া নয়নকোণে না চাহিও তার পানে কালিয়া বরণ যার দেখ।। পিরীতি আরতি মনে যে করে কালিয়া সনে কখন তাহার নহে ভাল। কালিয়া রভস কালা মনেতে গাঁথিয়া মালা জাগিয়া জপিয়া প্রাণ গেল।। […] keyboard_arrow_right
  • কানড় কুসুম যিনি কালিয়া বরণখানি
    কানড় কুসুম যিনি কালিয়া বরণখানি তিলেক নয়ানে যদি লাগে। ছাড়ায় সকল কাজ তেজি কুলভয় লাজ মরিব কালিয়া অনুরাগে।। সই, আমার বচন যদি রাখ। ফিরিয়া নয়ান-কোণে না চাহিও তার পানে কালিয়া বরণ যার দেখ।। পীরিতি আরতি মনে যে করে কালিয়া সনে কখন তাহার নহে ভাল। কালিয়া ভূষণ কালা মনেতে গাঁথিয়া মালা জাগিয়া জপিয়া প্রাণ গেল।। নিশি […] keyboard_arrow_right
  • কানুরে পিরিতি কুহকের রীতি
    কানুরে পিরিতি কুহকের রীতি সকলি মিছা রঙ্গ। দড়াদড়ি লয়ে গ্রামেতে চড়িয়ে ফিরয়ে করিয়ে সঙ্গ।। সই কানু বড় জানে বাজি। বাঁশ বংশী ধরি মদন সঙ্গে করি ঢোলক ঢালক সাজি।। মদন ঢুলিয়া বেড়ায় ফিরিয়া যুবতী বাহির করে। দুইটি গুটিকা লুফিয়া ফেলায়ে বুকের উপরে ধরে।। দড়ায়ে পায়ে উঠয়ে তাহে থাকি থাকি দেই ঝোঁকে । ধীরি ধীরি যায় ভঙ্গী […] keyboard_arrow_right
  • কালিন্দী কিনারে গো নাগর কালিয়া
    কালিন্দী কিনারে গো নাগর কালিয়া। জলেরে যাইতে একা সে অঙ্গে লাগিল ঠেকা মনে ছিল তমাল বলিয়া।। কানাইয়ে হেরিয়া আগে আবেশ লাগিল গো ধাধসে বান্ধিল দুই পায়। রূপের বাতাসে তনু কি জানি কি হইল গো কথা কহিতে পুলক পড়ে গায়।। নব কুবলয় দল তনু নিরমল গো রতন মুকুর বর হিয়া। কেমন বিধাতা তায় রসাল করিল গো […] keyboard_arrow_right
  • কি পেখলুঁ যমুনার তীরে
    কি পেখলুঁ যমুনার তীরে। কালিয়া-বরণ এক মানুষ-আকার গো বিকাইলুঁ তার আঁখি-ঠারে।। নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই কি খেনে বাড়াইলাম পা ঘরে। গুরুয়া গরব কুল নাশাইতে কুলবতী কলঙ্ক আগে আগে ফিরে।। কামের কামান জিনি ভুরুর ভঙ্গিমা গো হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। কালিয়া নয়ান বাণ মরমে হানিল গো কালাময় আমি সব দেখি।। চিকণ কালার […] keyboard_arrow_right
  • কি হৈল কি হৈল কালা কানুর পিরীতি
    কি হৈল কি হৈল কালা কানুর পিরীতি। আঁখি ঝুরে পুলকেতে প্রাণ কাঁদে নিতি।। শুইলে সোয়াস্তি নাই নিদ গেল দূরে। কানু কানু করি প্রাণ নিরবধি ঝুরে।। নবীন পাউষের মীন মরণ না জানে। নব অনুরাগে চিত ধৈরজ না মানে।। এনা রস যে না জানে সে না আছে ভাল। হৃদয়ে রহিল মোর কানুপ্রেমশেল।। নিগূঢ় পিরীতিখানি আরতির ঘর। ইথে […] keyboard_arrow_right
  • কি হৈল কি হৈল মোর কানুর পীরিতি
    কি হৈল কি হৈল মোর কানুর পীরিতি। আঁখি ঝোরে পুলকেতে প্রাণ কাঁদে নিতি।। শুইলে সোয়াস্তি নাই নিঁদ গেল দূরে। কানু কানু করি প্রাণ নিরবধি ঝুরে।। নবীন পাউসের মীন মরণ না জানে। নব অনুরাগে চিত নিষেধ না মানে।। এনা রস যে না জানে সেনা আছে ভাল। হৃদয়ে বিঁধিল মোর কানু-প্রেম-শেল।। নিগূঢ় পীরিতিখানি আরতির ঘর। ইথে চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ