• মনের মরম কথা তোমারে কহিয়ে হেথা
    মনের মরম কথা তোমারে কহিয়ে হেথা শুন শুন পরাণের সই। স্বপনে দেখিলুঁ যে শ্যামল বরণ দে তাহা বিনু আর কারো নই।। রজনী শাঙন ঘন ঘন দেয়া গরজন রিমিঝিমি শবদে বরিষে। পালঙ্কে শয়ন রঙ্গে বিগলিত চীর অঙ্গে নিন্দ যাই মনের হরিষে।। শিখর শিখণ্ডরোল মত্ত দাদুরীবোল কোকিল কুহরে কুতূহলে। ঝিঁঝা ঝিনিকি বাজে ডাহুকী সে ঘন গাজে স্বপন […] keyboard_arrow_right
  • মন্দ মন্দ গতি চলন-চাতুরী
    মন্দ মন্দ গতি চলন-চাতুরী কুঞ্জর-গমনে চলি। যেমন কুঞ্জর চলন সুন্দর এ দুই চলন ভালি।। মদনমোহন নবঘন-শ্যাম ফিরায়ে আপন বেশ। কাঁধে লই বীণা নবঘন-শ্যাম পরিমলে ভুলে দেশ।। চলিতে চরণে বাজয়ে সুতানে বাজল নূপুর পায়। ফুলের সৌরভে অলিকূল যত যূথে যূথে সব ধায়।। দূর হৈতে রাই দেখি নবরামা বিস্মিত হইলা চিতে। কোন নবরামা কাঁধে যন্ত্র করি আমারে […] keyboard_arrow_right
  • মুরলীর স্বরে রহিবে কি ঘরে
    মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল-যুবতীগণে। আকুল হইয়া বাহির হইবে না চাবে কুলের পানে।। কি রঙ্গ-লীলা মিলায় শিলা শুনিলে সে ধ্বনি কানে। যমুনা পবন স্থগিত গমন ভুবন মোহিত গানে।। আনন্দ উদয় শুধ সুধাময় ভেদিয়া অন্তরে টানে। মরমে জ্বালা জীয়ে কি অবলা হানয়ে মদন-বাণে।। কুলবতী-কুল করে নিরমূল নিষেধ নাহিক মানে। চণ্ডীদাসে ভণে রাখিও মরমে কি মোহিনী […] keyboard_arrow_right
  • মুরলীর স্বরে রহিবে কি ঘরে
    মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে। আকুল হইয়া বাহির হইবে না চাবে কুলের পানে।। কি রঙ্গ লীলা মিলায় শিলা শুনিলে সে ধ্বনি কাণে। যমুনা পবন স্থগিত গমন ভুবন মোহিত গানে।। আনন্দ উদয় শুধু সুধাময় ভেদিয়া অন্তরে টানে। মরমে জ্বালা জীয়ে কি অবলা হানয়ে মদন বাণে।। কুলবতী কুল কৈল নিরমূল নিষেধ নাহিক মানে। চণ্ডীদাস ভণে […] keyboard_arrow_right
  • রজনি প্রভাতে বজরসম গাজল
    রজনি প্রভাতে বজরসম গাজল বাজল বিজয় নিসান। শুনি ব্রজলোক শোকদহে ডূবল ঊড়ল প্রিয়জন প্রাণ।।ধ্রু।। দৌ সখি কান্ধে দেই দৌ ভুজবর নিকসল বিরহিণি রাধা। পদে পদ লাগি চলল রথ নিকটে চাঁদ উয়ল জনু আঁধা।। সজনী অক্রূরমুখ জনি চাহ। কোমল প্রাণ কঠিন ভই যাওব হেরব বিচ্ছেদ নাহ।। মনহি মানস মঝু কানু দরশ করি তেজব দুখিনি পরাণ। নাহগমন […] keyboard_arrow_right
  • রাধা বলে শুন বিনোদ বড়াই
    রাধা বলে শুন ”বিনোদ বড়াই বড়ই বিষম শুনি। এ পথে জাগাত ঘাটে ঘাটীয়াল কখন নাহিক শুনি।। যে হয় সে হয় কাহে নাহি ভয় কহিব কংসেরে গিয়া। তোমার যোগানী তার হেন গতি রাখিবে ধরিয়া লয়া”।। বড়াই বলিছে ”শুন বিনোদিয়া তরুণী আগুলি পথে। এ কোন বিচার নহে ব্যবহার বড় হব অনুরথে।। একে সে অবলা তাহে সে গোয়ালা […] keyboard_arrow_right
  • রাধা বলে-শুন, বেদনী বড়াই
    রাধা বলে-“শুন, বেদনী বড়াই বড়ই বিষম শুনি। এ পথে জগাত ঘাটে ঘাটিয়াল কখন নাহিক জানি।। যে হয় সে হয় কারে নাহি ভয় কহিব কংসেরে গিয়া। ‘তোমার যোগানী তার হেন গতি’ রাখিবে ধরিয়া লয়া।।” বড়াই বলিছে– “শুন বিনোদিয়া তরুণী আগল পথে। এ কোন বিচার কোন ব্যবহার বড় দোষ পাবে ইথে।। একে সে অবলা তাহে সে গোয়ালা […] keyboard_arrow_right
  • শুন কমলিনি চল কুল রাখি
    শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম। সে যে কালিয়া মুরতি কালিয়া প্রকৃতি কালা খল নাম শ্যাম।। জনক জননী তেজিয়া আপনি অন্যের হইয়া মজে। রাম অবতারে জানকী সীতারে বিনি অপরাধে ত্যজে।। উহার চরিত আছয়ে বিদিত বালী বধিবার কালে। বলিকে ছলিয়া পাতালে লইল কি দোষ উহার পেলে।। উহার চরিত আছয়ে বিদিত হৃদয় পাষাণময়। উহার […] keyboard_arrow_right
  • শুন কমলিনি চল কুল রাখি
    শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম। সে যে কালিয়া মূরতি কালিয়া প্রকৃতি কালা খল নাম শ্যাম।। জনক জননী তেজিয়া আপনি অন্যের হইয়া মজে। রাম অবতারে জানকী সীতারে বিনি অপরাধে ত্যজে।। উহার চরিত আছয়ে বিদিত বালী বধিবার কালে। বলিকে ছলিয়া পাতালে লইল কি দোষ উহার পেলে।। উহার চরিত আছয়ে বিদিত হৃদয় পাষাণময়। উহার […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই মোর
    “শুন গো বড়াই মোর । আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যাদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর সে ঘর করণে ধরম সরম কাজ। কুল শীল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ