• নামিয়া আসিয়া বসিল আসিয়া
    নামিয়া আসিয়া বসিল আসিয়া কহয়ে বেতন দায়। বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। সই বাজিকর নিবে কি । যত কিছু দিয়ে কিছুই না নিয়ে বলে ”মোর যোগ্য কি।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ-সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।। সুন্দরী গণে বুঝিল মনে ইহার গ্রাহক তুমি। […] keyboard_arrow_right
  • নামিয়া আসিয়া বসিল হাসিয়া
    নামিয়া আসিয়া বসিল হাসিয়া কহে যে- “বেতন দেও।” বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। “সই, বাজিকরে নিবে কি। যত কিছু দিয়ে কিছুই না লয়ে বলে –“আমার যোগ্য কি ।।ধ্রু।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।।” সুন্দরীর গণে বুঝিল মরমে– “ইহার […] keyboard_arrow_right
  • নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
    নাহ নিঠুরচিত ভেল কাহার চিত তঁহি রহল আজু রাতি। প্রাণ গুণি গুণি খোয়ানু রজনী সহজে অবলা নারীজাতি।। চণ্ডীদাস ভণে মরম সমানে না মিলল আর কান। জীবন যৌবন বৃথা অকারণ কেমনে ধরিব প্রাণ।। keyboard_arrow_right
  • নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
    নাহ নিঠুরচিত ভেল কাহার চিত তঁহি রহল আজু রাতি। প্রাণ গুনি গুনি ধোয়ানু রজনী সহজে অবলা নারীজাতি।। চণ্ডীদাস ভণে মরম সমানে না মিলল আর কান। জীবন যৌবন বৃথা অকারণ কেমনে ধরিব প্রাণ।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই
    নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই সঘনে কাঁপয়ে দেহ। নীল নিচোল সো তনু ঝাঁপল পবনে না রহে থেহ।। সুকুমারি কত না সহিবে দুখ। মন্দিরে রচিত তুলি পরিযঙ্ক তেজিয়া সে সব সুখ।। কপট কামুক পিরিতি লাগিয়া আয়ল সঙ্কেত গেহা। কোন কলাবতি সঞে বিলসয়ে তেজিয়া এ হেন নেহা।। এ ঘর বাহির করিতে কতই চমকিত হৈয়া চাহে। ঘন বসি উঠে […] keyboard_arrow_right
  • নিরমল গোরাতনু কষিল কাঞ্চন জনু
    নিরমল গোরাতনু কষিল কাঞ্চন জনু হেরইতে ভৈ গেলুঁ ভোর। ভাঙ ভুজঙ্গমে দংশল মঝু মন অন্তর কাঁপয়ে মোর।। সজনি যব হাম পেখলুঁ গোয়া।। আকুল দিগ্ বিদিগ্ নাহি পাইয়ে মদন লালসে মন ভোরা।।ধ্রু।। অরুণিত লোচনে তেরছ অবলোকনে বরিষে কুসুম শর সাধে। জীবইতে জীবনে থেহ নাহি পাওলুঁ ডুবলুঁ গঙ্গা অগাধে।। মন্ত্র মহৌষধি তুহুঁ যদি জানসি মঝু লাগি করবি […] keyboard_arrow_right
  • নিরুপম কাঞ্চন রুচির কলেবর
    নিরুপম কাঞ্চন- রুচির কলেবর লাবণি বরণি না হোয়। নিরমল বদন বচন অমিয়াসব লাজে সুধাকর রোয়।। হেরলুঁ রে সখি রসময় গৌর। বেশবিলাসে মদন ভেল ভোর।।ধ্রু।। লোল অলকাকুল তিলক সুরঞ্জিত নাসা খগপতি তূণ। ভাঙ কামান বাণ দৃগঞ্চল চন্দনরেখা তাহে গুণ।। কম্বুকণ্ঠে মণি- হার বিরাজিত কাম কলঙ্কিতশোভা। চরণ অলঙ্কৃত মঞ্জীর ঝঙ্কৃত রায়শেখর মনোলোভা।। keyboard_arrow_right
  • পদউধ কাক কোকিলের ডাক
    পদউধ কাক কোকিলের ডাক জাগিয়ে যামিনী শেষ। তুরিতে নাগর গেলা নিজ ঘরে বাঁধিতে বাঁধিতে কেশ।। অবশ আলিসে ঠেসনা বালিসে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। বসন ভূষণ হয়েছে বদল তখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা তোলে পরিবাদ । জানিলে এখন হইবে কেমন বড় দেখি পরমাদ।। চণ্ডীদাস কহে শুনলো সুন্দরী তুমি যে বড়ুয়ার বহু। শ্যামের […] keyboard_arrow_right
  • পদউধ কাক কোকিলের ডাক
    “পদউধ কাক কোকিলের ডাক শুনিয়ে যামিনী-শেষে। তুরিতে নাগর গেলা নিজ ঘর বাঁধিতে বাঁধিতে কেশে।। আমি সে অলসে ঠেসিয়া বালিসে ঘুমে ঢুলু ঢুলু আঁখি। বসন ভূষণ হ’য়াছে বদল তখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা তোলে পরিবাদ। না জানি এখন হইবে কেমন বড় দেখি পরমাদ।।” চণ্ডীদাস বানি শুন বিনোদিনী তুমি বড়ুয়ার বহু। শ্যামের মোহন […] keyboard_arrow_right
  • প্রণাম করিয়া মায়
    প্রণাম করিয়া মায় চলিলা যাদব রায় আগে পাছে ধায় শিশুগণ। ঘন বাজে শিঙ্গা বেণু গগনে গোখুররেণু শুনি সভার হরষিত মন।। আগে আগে বৎসপাল পাছে ধায় ব্রজপাল হৈ হৈ শবদ ঘন রোল। মধ্যে নাচি যায় শ্যাম দক্ষিণে সে বলরাম ব্রজবাসী হেরিয়া বিভোল।। নবীন রাখাল সব আবা আবা কলরব শিরে চূড়া নটবরবেশ। আসিয়া যমুনাতীরে নানা রঙ্গে খেলা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ