• বঁধু কহ না রসের কথা শুনি
    বঁধু, কহ না রসের কথা শুনি। কেমন কামিনী-সঙ্গে যাপিলা যামিনী রঙ্গে কত সুখে পোহালা রজনী।। নীল-নলিনী আভা কে নিলে অঙ্গের শোভা কাজরে মলিন অঙ্গখানি। চিকণ চূড়ার ছাঁদ কে নিল বরিহা ফাঁদ আজি কেন পিঠে দোলে বেণী।। ধন্য সে বরজ-বধূ যে পিয়ে অধর-মধু পাষাণে নিশান তার সাখী। রক্ত উৎপল ফুলে যৈছন ভ্রমর বুলে ঐছন ফিরয়ে দুটি […] keyboard_arrow_right
  • বঁধু কি আর ঘরের সাধ
    বঁধু, কি আর ঘরের সাধ। হেদে গো সজনি কহ মোর বাণী এ সুখে হইল বাদ।। যে জন ব্যথিত সে জন নৈরাশ মনে না পূরল সাধ।। কাষ্ঠের পুতলি রহে সারি সারি চাহিয়া নাগর পানে। যেন সে চাঁদের রসের লাগিয়া চকোর থাকয়ে ধ্যানে।। তেমতি নাগরী রসের গাগরি মুগধ তাহাতে বড়ি। যেন বা ক আশে ধনের লালসে তৈছন […] keyboard_arrow_right
  • বঁধু, কহ না রসের কথা শুনি
    “বঁধু, কহ না রসের কথা শুনি। কেমন কামিনী-সঙ্গে যাপিলা যামিনী রঙ্গে কত সুখে পোহালা রজনী।। নীল-নলিনী-আভা কে নিলে অঙ্গের শোভা কাজরে মলিন অঙ্গখানি। চিকণ চূড়ার ছাঁদ কে নিল বরিহা ফাঁদ আজি কেন পিঠে দোলে বেণী।। ধন্য সে বরজ-বধূ যে পিয়ে অধর-মধু পাষাণে নিশান তার সাখী। রক্ত উৎপল ফুলে যৈছন ভ্রমর বুলে ঐছন ফিরয়ে দুটি আঁখি।। […] keyboard_arrow_right
  • বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন
    বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন। তোমার প্রেমের ঘায়, দগধে জীবন কায়, নিত্য রাধা মদন অধীন।। ধু কি সাধ জীবনের অতি, ঘরে নাই প্রাণপতি, হৃদে মোর মদন প্রবল। পদ্মাপতি সুত বাণে, ধৈরয না লয় মনে, প্রজ্বলিত বিরহ আনল।। তেজিয়া কপট মায়া, শ্যামপদে দেও ছায়া, রাধা প্রেমদুঃখের তরাসী। ক্ষম অপরাধ নাথ, পূর্ণ কর মন সাধ জনমে […] keyboard_arrow_right
  • বরিহা চন্দ্র চিকুরে নব মালতি
    বরিহা চন্দ্র চিকুরে নব মালতি মল্লিকা মধুকরবৃন্দে। কত কত বিবিধ কুসুম পরিপাটিত রাজিত কলিকা কুন্দে।। সজনি সুন্দর শ্যাম কিশোর। অরুণায়ত আঁখি লহু অবলোকনে হিয়া জুড়ায়ল মোর ।।ধ্রু।। চন্দন চন্দ ভালে ভালি রঞ্জিত তরুণীনয়ানপরাণ। কুঞ্চিত অধরে মন্দ মৃদু বাজত মুরলী মধুরিম তান।। শ্রুতি মণিকুণ্ডল- কিরণ মনোহর মণিভূখন প্রতি অঙ্গে। জ্ঞানদাস কহ চিত থির না রহ হেরইতে […] keyboard_arrow_right
  • বলে বলুক মোরে মন্দ আছে যত জন
    বলে বলুক মোরে মন্দ আছে যত জন। ছাড়িতে নারিব মুই শ্যাম চিকণ ধন।। সে রূপলাবণ্য মোর হিয়ায় লাগি আছে। হিয়া হৈতে পাঁজর কাটি লইয়া যায় পাছে।। সই এই ভয় সদা মনে বড় বাসি। অচেতন নাহি থাকি জাগি দিবানিশি।। এমত পিয়ারে মোর ছাড়িতে লোকে বলে। তোমরা বলিবে যদি খাইব গরলে।। কালা রূপের নিছনি নিছিয়া দিনু কুলে। […] keyboard_arrow_right
  • বলে বলুক মোরে মন্দ আছে যত জন
    বলে বলুক মোরে মন্দ আছে যত জন। ছাড়িতে নারিব আমি শ্যাম চিকণ ধন।। সে রূপ-লাবণি মোর হিয়ায় লাগি আছে। হিয়া হৈতে পাঁজর কাটি লইয়া যায় পাছে।। সখি এই ভয় মনে বড় বাসি। অচেতন নাহি থাকি জাগি দিবা নিশি।। অলসে আইসে নিঁদ যদি দুটি আঁখে। শয়ন করিয়া থাকি ভুজ দিয়া কাঁখে।। এমন পিয়ারে মোর ছাড়িতে লোকে […] keyboard_arrow_right
  • বলে বলুক মোরে মন্দ আছে যত জন
    বলে বলুক মোরে মন্দ আছে যত জন। ছাড়িতে নারিব আমি শ্যাম চিকণ ধন।। সে রূপ-লাবণি মোর হিয়ায় লাগি আছে। হিয়া হৈতে পাঁজর কাটি লয়া যায় পাছে।। সখি এই ভয় মনে বড় বাসি। অচেতন নাহি থাকি, জাগি দিবানিশি।।ধ্রু।। অলসে আইসে নিঁদ যদি দুটি আঁখে। শয়ন করিয়া থাকি ভুজ দিয়া কাঁখে।। এমন পিয়ারে মোর ছাড়িতে লোকে বলে। […] keyboard_arrow_right
  • বামভুজ আঁখি সঘনে নাচিছে
    বামভুজ আঁখি সঘনে নাচিছে হৃদয়ে উঠিছে সুখ। প্রভাত স্বপন প্রতীত বচন দেখিলুঁ পিয়ার মুখ।। হাতের বাসন খসিয়া পড়িছে দুজনায় একই কথা। বন্ধু আসিবার নাম সোধাইতে নাগিনী নাচায় মাথা।। ভ্রমর কোকিল শবদ করয়ে শুনিয়ে সাধয়ে চিত। রুরু মৃগগণে করয়ে মিলনে যৈছন পূরব নীত।। খঞ্জন আসিয়া কমলে বৈসয়ে সারী শুক করে গান। বংশী কহয়ে এসব লক্ষণ কভু […] keyboard_arrow_right
  • বিবিধ বৈদগধি ভাবিয়ে নিরবধি
    বিবিধ বৈদগধি ভাবিয়ে নিরবধি কি লাগি সোঁপি দিলুঁ কূলে। জানিয়ে যদি হেন মরিয়া হয়ে পুন মো পুনি করিত সে বেলে।। সই এ বড়ি মরমের বেথা। চান্দে মুখ হেরি এ মঝু বুক ভরি রহিয়া না কহিল কথা।।ধ্রু।। সে সব পিরীতি- কিরিতি কহিতে নহিল এ দেহ মোর। অন্তরে অন্তক সে সব দুখ উঠে পতির আরতি ঘোর।। যে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ