• বিরহে ব্যাকুল গোকুলপতি অতি
    বিরহে ব্যাকুল গোকুলপতি অতি রতিপতি বিপরীত রীতে। তুয়া যশ বিলপই ধরণী আলিঙ্গই রৌদ্রে বিকম্পিত শীতে।। সখি হে ধনি তুয়া রসবতী নাম। আপন সোহাগ ভাগ করি মানসি কানুক এহো পরিণাম।।ধ্রু।। দিবসে অশেষ গতি বুঝই না পারিয়ে রজনী গোঙারই জাগি।। তরুতলে তরুতলে ভ্রমরে নিরন্তর তুয়া পথ বিপথ নেহারি। জ্ঞানদাস কহ অতএ নিবেদন এ দুখ সহই না পারি।। keyboard_arrow_right
  • বৃন্দাবনে রাই আমি হে
    বৃন্দাবনে রাই আমি হে সদাই বাঁধা যে তোমার ঠাঞি। প্রেম পিঁজিরায় বেন্ধছ কিশোরি যাবার পথ যে নাই।। মোর বামে তুমি প্রাণেশ্বরি আমি বদন ফিরায়ে চাই। কিশোরি তোমার রূপের মাধুরী দেখিতে নয়ন বেঁকেছে রাই।। কিশোরি তোমার বাঁকা চাহনিতে আমার নয়ন বেঁকেছে বামে। ধড়ার অঞ্চলে মুছাই তোমার বদন যখন ঘামে।। নিশি দিশি রাই সদাই ধেয়াই বাঁশীতে তোমার […] keyboard_arrow_right
  • বেশ বনাওনি কেশের সাজনি
    বেশ বনাওনি কেশের সাজনি কেনা সে তিলক দিল। নয়ান কোণের বাণ বরিখণে অঙ্গ জর জর ভেল।। সই বড় বিনোদিয়া সে। অধরমিলনি মন্দ হাসিখানি মরমে লাগিয়াছে।। রসের ভরে অঙ্গ না ধরে চলিতে না চলে পা। শিরিষ কুসুম অধিক কোমল কানড় কুসুম গা। ও রূপ লাবণ্যে কে ধরু পরাণ ও না মনোহর ছান্দে। জ্ঞানদাস কহে বিনি পরিচয়ে […] keyboard_arrow_right
  • ভব-বিরিঞ্চির নারদ প্রভৃতি
    ভব-বিরিঞ্চির নারদ প্রভৃতি সব দেবগণ মেলি। পিরিতি অমূল্য রতন পাইঞা বৈকুণ্ঠে সভাই চলি।। গাইতে নাচিতে শিব ত্রিলোচন ডম্বুর বাজাএ ঘনে। চলিল গোলোকে সব দেবগণ নারদ করিঞা সনে।। শিবের বাজন নাচন শুনিঞা কহে গোকুল-মুনি। কমলারে পহু বেরি বেরি পুছে “কলরব কিছু শুনি।।” কহেন কমলা– “শুনহ বচন দেবগণ যত মেলি । আনন্দ-মগন কিসের কারণ ঐছন আসিছে চলি।।” […] keyboard_arrow_right
  • মরম কহিলু মো পুন ঠেকিলু
    মরম কহিলু মো পুন ঠেকিলু সে জনার পিরিতি-ফান্দে। রাতি দিন চিতে ভাবিতে ভাবিতে তারে সে পরাণ কান্দে।। বুকে বুকে মুখে চৌখে লাগিয়া থাকে তমু মোরে সতত হারায়। ও বুক চিরিয়া হিয়া মাঝারে আমারে রাখিতে চায়।। হার নহোঁ পিয়া গলায় পরয়ে চন্দন নহোঁ মাখে গায়। অনেক যতনে রতন পাইয়া থুইতে সোয়াস্ত না পায়।। কর্পূর তাম্বুল আপনি […] keyboard_arrow_right
  • মরম-সজনি, কহি এক বাণী
    “মরম-সজনি, কহি এক বাণী কোথা না পীরিতি থাকে। সেখানে যাইব তারে নিরখিব দেখি না কে তারে রাখে।। যত আছে তাপ বিরহ-সন্তাপ করিব নিঠুরপনা। লাগালি পাইলে সুধিব সকল পরিচিতে হবে জানা।।” রাধার সক্রোধ পীরিতি উপরে কহেন মরম-সখি।– “কোথা না পাইবে তার দরশন শুনহ কমলমুখি।।” পীরিতির কথা শুনিল শ্রবণে কহিতে বিষম মানি। বেদের বচন ব্যাসের রচন চণ্ডিদাস […] keyboard_arrow_right
  • মুঞি মৈলুঁ মৈলুঁ মরিয়া গেলুঁ
    মুঞি মৈলুঁ মৈলুঁ মরিয়া গেলুঁ ঠৈকিলুঁ পীরিতি-রসে। এ ঘর-করণ বিহি নিদারুণ সকলি পরের বশে।। কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি সুখ পাইলুঁ । হিয়া দগদগি পরাণ পুড়নি মনের আগুনে মৈলুঁ ।। কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি সুখ পানু। হিয়া দগদগি পরাণ পোড়নি মনের আগুনে মনু।। মরিনু মরিনু মরিয়া গেনু ঠেকিনু পীরিতি-রসে। আর কেহ জানি […] keyboard_arrow_right
  • মুনিগণ যারে ভাবে নিরন্তরে
    মুনিগণ যারে ভাবে নিরন্তরে অনন্ত সহস্র মুখে। সে জন না পায় মহিমা অপার আন কি জানিব লোকে।। ধন্য সে গোকুল- নগর সকল সদাই দেখয়ে কানু। ধন্য সে যশোদা ধন্য সে গোপিনী সঁপিল আপন তনু।। ব্রজবাসী বালা ভাল পেয়ে মেলা কানাই সঙ্গেতে খেলে। ‘ভাই, ভাই’–বলি কাঁধে করে লয়ে চরায় ধেনুর পালে।। না জানে লোকেতে গোলোক-ঈশ্বর বিহরে […] keyboard_arrow_right
  • যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখির আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে হাম পরাধীনী তাহে কুলকামিনী ঘর হৈতে আঙ্গিনা বিদেশ। এতে পরমাদে প্রাণ না জানি তুব ত আন আর কত কহিব বিশেষ।। ননদী বিষের কাঁটা বিষমাখা দেয় খোঁটা তাহে তুমি এক নিদারুণ। কবি চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখির আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে হাম পরাধীনী তাহে কুলকামিনী ঘর হৈতে আঙ্গিনা বিদেশ। এক পরমাদ প্রাণ তবু ত না জানি আন আর কত কহিব বিশেষ।। ননদী বিষের কাঁটা বিষমাখা দেয় খোঁটা তাহে তুমি এত নিদারুণ। দ্বিজ চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ