• আমরা সরল পীরিতি গরল
    আমরা সরল পীরিতি গরল লাগিল অমিয়া ময়। মহানন্দ রীতি বিছুরল পতি কলঙ্ক সবাই কয়।। সই, দৈবে হৈল হেন মতি। অন্তরে জ্বলিল পরাণ পুড়িল ঐছন পীরিতি রীতি।। মাটী খোদাইয়া খাল বনাইয়া উপরে দেওল চাপ। আগে আহার দিয়া মারল বাঁধিয়া এমন করয়ে পাপ।। নৌকায় চড়ায়ে দরিয়াতে লয়ে ছাড়য়ে অগাধ জলে। ডুবু ডুবু করে ডুবিয়া না মরে উঠিতে […] keyboard_arrow_right
  • আমি কিছু নাহি জানি
    আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষীর ননী তোমারে সোধাই ইহার কথা। না দেখি গোকুলচান্দ কেমন করয়ে প্রাণ বোল না গোপাল পাব কোথা।। আমি কি এমন জানি কোলে লৈয়া যদুমণি বাছারে করাইছি স্তন পান।। মোরে বিধি বিড়ম্বিল উথলি গো-রস গেল তা দেখি ধরিতে নারি প্রাণ।। ভুলিলাম রোহিণীর বোলে গোপাল নামাঞা কোলে সে কোপে কোপিত যাদুমণি। কোপিত […] keyboard_arrow_right
  • আমি যাই যাই বলি বলে তিন বোল
    “আমি যাই যাই” বলি বলে তিন বোল। কত না চুম্বন দেই কত দেই কোল।। করে কর ধরি পিয়া শপথি দেয় মোরে। পুনঃ দরশন লাগি কত চেষ্টা করে।। পদ আধ যায় পিয়া চাহে উলটিয়া। বয়ান নিরখে কত কাতর হইয়া।। নিগূঢ় পীরিতি পিয়া করেন বহুক। চণ্ডীদাস কহে হিয়ার ভিতরে রহুক।। keyboard_arrow_right
  • আমি যাই যাই বলি বোলে তিন বোল
    আমি যাই যাই বলি বোলে তিন বোল। কত না চুম্বন করে কত দেই কোল।। করে কর ধরিয়া শপথি দেয় মোরে। পুনঃ দরশন মাগি কত চাপে কোরে।। পদ আধ যায় পিয়া চায় পালটিয়া। বয়ান নিরখে কত কাতর হইয়া।। নিগূঢ় পিয়ার প্রেম আরতি করু বহু। চণ্ডীদাস কহে প্রেম হিয়ার মাঝে রহু।। keyboard_arrow_right
  • আহির রমণী যত
    আহির রমণী যত চালাঞা বাহির পথ আপন যাইছ আন ছলে । বাহু নাড়া দিয়া যাও দানী পানে নাহি চাও এত না গরব কার বলে।। হেদে লো কিশোরি গোরি শুনহ বচন মোরি তোর দান না করিব আন। এতেক শুনিয়া তবে হাসিয়া বোলয়ে সভে কিবা দান কহ দেখি কান।। পুন হাসি কহে দানী শুন অহে বিনোদিনি অল্প […] keyboard_arrow_right
  • এ কথা শুনিআ বিরিঞ্চির দেবা
    এ কথা শুনিআ বিরিঞ্চির দেবা কহিতে লাগিল তাএ।– “পুরুব কাহিনী অবতার ভেদ সেই হল অভিপ্রায়ে।। তিন বর্ণ ভেদ সেই সে আমার দ্বাপরে লিখিল জেহ। তার শেষ ভেল জানহ সকল আসিআ মিলল এহ।। সত্য ত্রেতা পরে দ্বাপর ভিতরে কৃষ্ণ অবতার গণি। চতুর্ভুজ জম্ম লখিব জননি দ্বিভুজ হইব পুনি।। সেই সে লিখিল পুরাণ-কথন দশম-আখ্যান রাতে। দ্বিভুক্ত, মুরুলি […] keyboard_arrow_right
  • এ তিন ভুবন মাঝে অবনী-মণ্ডল সাজে
    এ তিন ভুবন মাঝে অবনী-মণ্ডল সাজে তাহে পুন অতি অনুপাম। শোক দুখ তাপত্রয় যার নামে শান্ত হয় হেন সেই শান্তিপুর গ্রাম।। কুবের পণ্ডিত তায় শুদ্ধ-সত্ত্ব দ্বিজরায় নাভা দেবী তাহার গৃহিণী। শন্তিপুরে করে স্থিতি কৃষ্ণ-পূজা করে নিতি ভক্তি-হীন দেখিয়া অবনী।। কলি-হত জীব দেখি মনে দুখ পায় অতি ভক্ত্যে আরাধয়ে ভগবান। সেই আরাধন-কাজে নাভা দেবী-গর্ভ মাঝে মহাবিষ্ণু […] keyboard_arrow_right
  • এ দেশে না রব সই দূরদেশে যাব
    এ দেশে না রব সই দূরদেশে যাব। এ পাপ-পীরিতের কথা শুনিতে না পাব।। না দেখিব নয়নে পীরিতি করে যে। এমতি বিষম চিতা জ্বালি দিবে সে।। পীরিতি আঁখর তিন না দেখি নয়ানে। যে কহে তাহার আর না দেখি বয়ানে।। পীরিতি বিষম দায়ে ঠেকিয়াছে আমি। দ্বিজ চণ্ডীদাসে কহে ইহার গুরু তুমি।। keyboard_arrow_right
  • এ দেশে বসতি নৈল যাব কোন্ দেশে
    এ দেশে বসতি নৈল যাব কোন্ দেশে। যার লাগি প্রাণ কাঁদে তারে পাব কিসে।। বল না উপায় সই বল না উপায়। জনম অবধি দুখ রহলে হিয়ায়।। তিতা কৈল দেহ মোর ননদী বচনে। কত না সহিব জ্বালা এ পাপ পরাণে।। বিষ খায়া দেহ যাবে রব রবে দেশে। বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • এ দেশে না রব সই দূর দেশে যাব
    এ দেশে না রব সই দূরদেশে যাব। এ পাপ পিরীতির কথা শুনিতে না পাব।। না দেখিব নয়নে পিরীতি করে যে। এমতি বিষম চিতা জ্বালি দিবে সে।। পিরীতি আখর তিন না দেখি নয়ানে। যে কহে তাহারে আর না দেখি বয়ানে।। পিরীতি বিষম দায়ে ঠেকিয়াছি আমি। চণ্ডীদাস কহে রামি ইহার গুরু তুমি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ