বচনের অগোচর বৃন্দাবন স্থান যার সুপ্রকাশ প্রেমানন্দ ঘন। যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ কৃষ্ণ লীলা-রস অনুক্ষণ।। রাধাকৃষ্ণ দুহুঁ প্রেম শতধারা যেন হেম যাহার হিল্লোল রসসিন্ধু। চকোর-নয়ন প্রেম কামরতি করে ধ্যান পিরিতি যুগ্মের দুহুঁ বন্ধু।। রাধিকা প্রেয়সীবরা বামদিগে মনোহরা কনক-কেশর-কান্তিধরে। অনুরাগে রক্ত শাড়ি নীলপট্ট মনোহারী অঙ্গে ভাল অভরণ বরে।। করএ লোচন প্রাণ রূপলীলা দুহু […]
keyboard_arrow_right