• মঞ্জুল বঞ্জুল নিকুঞ্জ মন্দিরে
    মঞ্জুল বঞ্জুল নিকুঞ্জ মন্দিরে সোঙরি সো গুণগাম। মরম অন্তরে জপয়ে মন্তরে একলি তোহারি নাম।। রামা হে তেজহ কপট ছন্দ। মদন হিলোলে তো বিনু দোলত নন্দনন্দন চন্দ। হিম হিমকর সলিল শীকর নিন্দই কালিন্দীতীর। সরস চন্দন পরশে মুরছই সজল জ্বলত চীর।। কবহুঁ উঠত কবহুঁ বৈঘত পন্থ হেরত তোর। অমল কমল নয়নযুগল সঘনে গলয়ে লোর।। এতহুঁ যতনে পুরুষ […] keyboard_arrow_right
  • মঞ্জুল বঞ্জুল- নিকুঞ্জ মন্দিরে
    মঞ্জুল বঞ্জুল- নিকুঞ্জ মন্দিরে সোঙরি সো গুণগাম। মরম অন্তরে জপয়ে মন্তরে একলি তোহারি নাম।। রামা হে, তেজহ কপট ছন্দ। মদন-হিলোলে তো বিনু দোলত নন্দ-নন্দন চন্দ।। হিম হিম-কর সলিল-শীকর নিন্দই কালিন্দী -তীর। সরস চন্দন পরশে মুরছই সজল জ্বলত চীর।। কবহুঁ উঠত কবহুঁ বৈঠত পন্থ হেরত তোর। অমল কমল নয়ন-যুগল সঘনে গলয়ে লোর।। এতহুঁ যতনে পুরুষ-রতনে চিতে […] keyboard_arrow_right
  • মণি-মঞ্জির ধনি চরণে পরাওল
    মণি-মঞ্জির ধনি চরণে পরাওল উরপল দেওল হার। তাম্বুল সাজি বদন পুরি দেওল নিউছএ তনু আপনার।। এত রূপে সাজি বদন নেহারই পদে পড়ি বারহিঁ বার। ঢর ঢর লোর ঢরকি বহে লোচনে নিজ তনু নহে আপনার।। বিনোদিনী কোরে আগোরল কাহ্ন। দেহ বিদায় মন্দিরে হাম যাওব যামিনী ভেল অবসান।। কাহ্নক চীত থীর করি সুন্দরি কুঞ্জহিঁ গমন কএল। বসনহি […] keyboard_arrow_right
  • মণ্ডলী রচিয়া সহচরে
    মণ্ডলী রচিয়া সহচরে। তার মাঝে গোরা নটবরে।।ধ্রু।। নাচে বিশ্বম্ভর সঙ্গে গদাধর নাচে নিত্যানন্দ রায়। পুরব কৌতুক ভুঞ্জে প্রেম-সুখ স্বভাবে বুঝিয়া পায়।। ঘরে ঘরে শ্যাম- সুন্দর মূরতি পিরীতি ভকতি দিয়া। করে সংকীর্ত্তন যাচে প্রেমধন সব সহচর লৈয়া।। পুরুষ নাচে প্রকৃতিভাবে পুরুষভাবে যুবতী। যার যেই ভাব পাইয়া স্বভাব নাচে কত শত জাতি।। কহে নয়নানন্দ নদীয়া আনন্দ আনন্দে […] keyboard_arrow_right
  • মণ্ডিত-হল্লীষক-মণ্ডলাং
    মণ্ডিত-হল্লীষক-মণ্ডলাং। নটয়ন্ রাধাঞ্চল-কুণ্ডলাং।। নিখিল-কলা-সম্পদি পরিচয়ী। প্রিয়সখি পশ্য নটতি মুরজয়ী।।ধ্রু।। মুহুরান্দোলিত-রত্ন-বলয়ং। সনয়ন-বলয়ং কর-কিশলয়ং।। গতি-ভঙ্গিভিরবশীকৃত-শশী। স্থগিত-সনাতন-শঙ্কর-বশী।। keyboard_arrow_right
  • মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়
    মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়। মস্তক উপরে সহস্রদল পদ্ম কয়।। ভ্রূমধ্যে দ্বিদল কণ্ঠে ষোলদল। হৃদিমধ্যে দ্বাদশ নাভিমূলে দশদল।। লিঙ্গমূলে ষড়্দল চতুর্দ্দশ গুহ্যমূলে। বস্তুভেদ আছে তার চণ্ডীদাস বলে।। সাধন তত্ত্বে তার যোগ নাহি হয়। বৈধি যোগ এই তত্ত্বে হয় ত নিশ্চয়।। keyboard_arrow_right
  • মত্ত মউর শিখণ্ডক মণ্ডিত
    মত্ত মউর শিখণ্ডক মণ্ডিত চূড়ায়ে মালতি মাল। পরিমলে মাতি পাঁতি মত মধুকর গুঞ্জয়ে তঁহি রসাল।। সজনি পেখলুঁ বরজ রাজ কিশোর। পিবইতে বদন সুধকর মাধুরি মাতল নয়ন চকোর।। নীল জলদ তনু ভাঙ মদন ধনু নয়ন কমল পাঁচ বাণে। জর জর অন্তর কুলবতী গৌরব সংশয় রহল পরাণে।। মদন মকর জনু মণিময় কুণ্ডল টলমল দোলত কানে। হেরইতে জগমন […] keyboard_arrow_right
  • মত্ত ময়ূর শিখণ্ডক -মণ্ডিত
    মত্ত ময়ূর শিখণ্ডক-মণ্ডিত চূড়য়ে মালতী মাল। পরিমলে মাতি পাঁতি মত্ত মধুকর গুঞ্জরে-ততহি রসাল।। সজনি! পেখলুঁ বরজকিশোর। পিবইতে বদন- সুধাকর-মাধুরি ভুলল নয়নচকোর।। নীল জলদতনু ভাঙ মদনধনু নয়নকমল ফুলবাণ। জরজর লাজয়ে গুরুকুল গৌরব সংশ রহল পরাণ।। মদন মকর জনু মণিময় কুণ্ডল টলমল দোলত কাণে। হেরইতে কুলবতী- মীন গরাসয়ে গোবিন্দদাস পরমাণে।। keyboard_arrow_right
  • মথুরা বাজারে যাই
    মথুরা বাজারে যাই। পার করি দে নন্দের কানাই। ধু চলিছে রাধে মথুরা বাজার, ভাণ্ড-ভরি মাথে করি দধির পসার। ঘাঠে চৌকি নন্দের কানাই, বলে দধি দেরে খাই। নানা ভোলা নূতন যৌবনী, কি দিয়া মানাই যাইমু ঘাটোয়াল মাঝি ? তুমি কমল আমি ভ্রমর, একা কুঞ্জে চল সাধ পুরাই।। কহে হীন মোছন আলী রাই, দান করি নয়ালি যৌবন, […] keyboard_arrow_right
  • মথুরা নাগরী রূপ হেরি হেরি
    মথুরা নাগরী রূপ হেরি হেরি লাগল রসের লেহা। কি জানি কি করে কোথা না আছয়ে ছাড়িয়া আপন গেহা।। নটবর বেশ সুখের লালস ঐছন দেখিয়া থাকি। নহি স্বতন্তর পরবশ হয়া থাকিয়ে এ বাঁধা পাখী।। গৃহপতি মোর বড় খরতর কথায়ে যাতনা দেই। মনের মরম আপন বেদন শুন গো মরম-সই।। যত সখীগণ অতি সে মগন দেখিয়ে দোঁহার রূপ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ