• মোয়ঁ তো আজ দেখলি কুরঙ্গি-নয়নিঞা
    মোয়ঁ তো আজ দেখলি কুরঙ্গি-নয়নিঞা । সরদক চান্দ বদনিঞা।। কনক-লতা জনি কুন্দি বৈসাওলি কুচ-জুগ রতন কটোরবা লো। দসন জ্যোতি জনি জনি মোতি বৈসাওলি অধর তসু রঙ্গ পররবা লো।। keyboard_arrow_right
  • মোর অপরাধ ক্ষেম
    “মোর অপরাধ ক্ষেম। এ দেহ ধরিয়া হেন না করিব হেনক না হয় যেন।। প্রভু ভগবান আকার কারণ করণ প্রবণ ধাতা। নিশা তর তম চন্দ্র দিবাকর ব্রহ্মাণ্ডেতে গতায়াতা।। তুমি চরাচর তুমি সে সত্যর ভৈবর আগম সার। যার নাহি পায় গমন বিচার যাহাতে না পায় পার।। ক্ষেম ক্ষেমতম অন্ধকার ভূম অথির নিবিড় গতা। তুমি সে পুরুষ — […] keyboard_arrow_right
  • মোর নিরধন ভোরা
    মোর নিরধন ভোরা। অপনে ভিখারি বিলহ নহি থোরা।। ফড়ি কচোটা হর ইসর বোলাবে। মগত জনা সবে কোটি কোটি পাবে।। সবে বোল হুনি হর জগত কিসানে। বূঢ় বড়দ কুট কাঁখ বোকানে।। ভনই বিদ্যাপতি পুছু হুনি দহূ। কী লএ পোসব দহু পরিজন পুত বহূ। keyboard_arrow_right
  • মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর
    মোর পিয়া নিমায়া অতি বেদনি সই রে মোর পিয়া নিঠুর অতি। এ সব পড়শী মোরে বলে দোষী কেমনে রাখিমু জাতি।। ধু আগ দুয়ারেত পালঙ্কে আছিলুঁ নারী বন্ধুয়া আসিব রে আশে। হাম অভাগিনী জনম দুঃখিনী রাত্রি পোহাইল মোর বন্ধু- আশে।। আজ কালু করি দুয়ারে বসিয়া ঝুরি তুঞি বন্ধু আসিবি করি। রাজ পন্থ দিয়া বাঁশী বাজাইয়া যাও […] keyboard_arrow_right
  • মোর প্রভু মদনগোপাল গোপীনাথ জিউ দয়া কর মোরে
    মোর প্রভু মদনগোপাল গোপীনাথ জিউ দয়া কর মোরে। সংসার সাগর ঘোরে পড়িঞা রঞাছি নাথ প্রেম ডোরে বান্ধি লেহ মোর।। অধম চ্ছার অ মি দয়ার ঠাকুর তুমি শুনিঞাছি বৈষ্ণবের মুখে। এই বড় ভরসা মনে ফেল লঞা বৃন্দাবনে বংশীবট দেখি যেন সুখে।। কৃপা কর মাধুকরি দেহ মোরে চুলে ধরি যমুনা দেহ পদ ছায়া। অনেক দিবসের আশ নহে […] keyboard_arrow_right
  • মোর অপরাধ ক্ষেম
    মোর অপরাধ ক্ষেম। এ দেহ ধরিয়া হেন না করিব হেনক না হয় যেন।। প্রভু ভগবান্‌ আকার কারণ করণ প্রবণ ধাতা। নিশা তর তম চন্দ্র দিবাকর ব্রহ্মাণ্ডেতে গতায়াতা।। তুমি চরাচর তুমি সে সত্যর ভৈবর আগম সার। যার নাহি পায় গমন বিচার যাহাতে না পায় পার।। ক্ষেম ক্ষেমতম অন্ধকার ভূম অথির নিবিড় গতা। তুমি সে পুরুষ ভূষণ […] keyboard_arrow_right
  • মোর অপরাধ ক্ষেম যদুনাথ
    মোর অপরাধ ক্ষেম যদুনাথ করিনু এমন কাজ। তুমি দয়ানিধি দয়া না করিলে পাব অতি বড় লাজ।। না জানিয়া যদি কেহ করে দোষ রোষ পরিহর তুমি। অহঙ্কার হেতু না জানি বেকত কি আর বলিব আমি।। যে জন এ তিন ভুবন ঈশ্বর এবে সে জানিল দঢ়। কপট নিকট ছাড়হ সঙ্কট আমারে হইল গাঢ়।। ব্রহ্মাণ্ড অগাধ বহুবৈদগধ যাহার […] keyboard_arrow_right
  • মোর অপরাধ ক্ষেম যদুনাথ
    মোর অপরাধ ক্ষেম যদুনাথ করিনু এমন কাজ। তুমি দয়ানিধি দয়া না করিলে পাব অতি বড় লাজ।। না জানিয়া যদি কেহ করে দোষ রোষ পরিহর তুমি। অহঙ্কার হেতু না জানি বেকত কি আর বলিব আমি।। যে জন এ তিন ভুবন-ঈশ্বর এবে সে জানিল দঢ়। কপট নিকট ছাড়হ সঙ্কট আমারে হইল গাঢ় ।। ব্রহ্মাণ্ড অগাধ বহু বৈদগধ […] keyboard_arrow_right
  • মোর বন বন শোর শুনত
    মোর বন বন শোর শুনত বাঢ়ত মনমথপীড়। প্রথম ছার আষাঢ় আওল অবহুঁ গগন গম্ভীর।। দিবস রয়নী আ রি সখি কৈছে মোহন বিনে যাওয়ে।। আওয়ে শাঙন বরিখে ভাঙন খন শোহায়ন বারি। পঞ্চশর শর ছুটত রে কৈছে জীয়ে বিরহিনি নারি।। আওয়ে ভাদো বেগর মাধো কাকো কহি ইহ দুখ। নিডরে ডর ডর ডাকে ডাহুকি ছুটত মদন কন্দুক।। অছু […] keyboard_arrow_right
  • মোর বৌরা দেখল কেহু কতহু জাত
    মোর বৌরা দেখল কেহু কতহু জাত। বসহ চঢ়ল বিস পান খাত।। আঁখি নিড়ড় মুহ ছআই নার। পথকে চলত বৌরা বিসম্ভার।। বাট জাইত কেহু হলব ঠেলি। অবওহি বৌরে বিনু ময় অকেলি।। হাত ডমরু কর লৌআ সংখ। জোগ জুগুতি গিম ভরল মাথ।। অজগর টোএ অঠহু আঙ্গ। সির সুরসরি জটা বোলই গাঙ্গ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ