• মোরাহি জে অঁগনা চঁদনকের গাছে
    মোরাহি জে অঁগনা চঁদনকের গাছে। সৌরভে আবএ ভমর পচাসে।। অরে অরে ভমরা ন ফেরু কবারে। আঁচর সুতল অছ পদুম কুমারে।। সঙ্গহি সখিএ সুত দেহরি ভইসূরে। কইসে কএ বাহর হোএব বাজতে নেপূরে।। গোড়হুক নেপুর ভেল জিব কালে। নহু নহু পএর দওঁ উঠ ঝঁঝকারে।। মাই বাপে দএ হলু নেপুর গঢ়াই। নেপুর ভঁগবইতে জিব অকুরাই।। ভনই বিদ্যাপতি এহু […] keyboard_arrow_right
  • মোরাহিরে অঙ্গনা
    মোরাহিরে অঙ্গনা পাকড়ী সুনু বালহিআ। পটেবা আউস বাস পরম হরি বালহিআ।। পটেবা ভইআ হীত নীত সুন বালহিআ।। চোলরি এক বিনি দেহি পরম হরি বালহিআ।। জয়ঁ হমে চোলরি বীনহি সুন বালহিআ। কাহ বিনউনী দেহ পরম হরি বালহিআ।। লহুড়ী দেউ রাতাসনা সুন বালহিআ। চোর পরীখন লাগু পরম হরি বালহিআ।। বিদ্যাপতি কবি গাবিআ সুন বালহিআ। রাএ সিবসিংঘ গুন […] keyboard_arrow_right
  • মোরি অবিনএ জত পললি খেওঁব তত
    মোরি অবিনএ জত পললি খেওঁব তত চিতে সুমরবি মোরি নামে। মোহি সনি অভাগিনি দোসরি জনু হোঅ তহ্নি সম পহু মিল কামে।। মাধব মোরি সখি সমন্দল সেবা। জুবতি সহস সঙ্গে সুখ বিলসব রঙ্গে হম জল আজুরি দেবা।। পুরব প্রেম জত নিতে সুমরব তত সুমর জত ন হোঅ সেখে। রহএ সবির জঞো কীন ভুঁজিঅ তঞো মিলএ রমনি […] keyboard_arrow_right
  • মোরে লও সঙ্কট উদ্ধারী বন্ধু প্রেমিকের কাণ্ডারী
    মোরে লও সঙ্কট উদ্ধারী বন্ধু প্রেমিকের কাণ্ডারী। ধু চাইনারে তোর দালান কোঠা, চাইনা ঘরবাড়ী।। প্রেম ভিক্ষা দেও প্রাণনাথ, আমি দুই চরণে ধরি রে বন্ধু।। জল ভরি সারি সারি গেলা সব পরি, খালি কুম্ভ কাঙ্খে লইয়া আমি যমুনাতে ফিরি।। যদি না দেও কলসি ভরি, দেওরে হিয়ায় ছুরি; সরম হনে মরণ ভাল, আমি জলের ঘাটে মরি।। আঙ্খির […] keyboard_arrow_right
  • মোরে উপেখিল শ্যাম সুনাগর
    মোরে উপেখিল শ্যাম সুনাগর এ সব শুনিলুঁ কানে। দুরাশা বিরোধী হৈয়া নিরবধি তথাপি দগধে মনে।। সখি হে দঢ়াইলু এই সার। সো হরি দুর্ল্লভ না হয় সুলভ মরণ সে প্রতিকার।। কালিন্দী গম্ভীর জলের ভিতর প্রবেশ করিব আমি। তবে সে পিরিতি রহয়ে কিরিতি নিচয়ে জানিহ তুমি।। এ মতে রাধিকা ব্যাকুলা অধিকা ভাবের তরঙ্গে ভাসে। অনুরাগী মন ধৈর্য্য […] keyboard_arrow_right
  • মোরে দূর রাখিও না গো প্রাণ হরি
    মোরে দূর রাখিও না গো, প্রাণ হরি। সাক্ষাতে না রাখলে মরি, জ্বালায়ে প্রেমেরি গো প্রাণ হরি।। কাকুতি মিনতি করি, আমি যে তোমারি। আকাঙ্ক্ষা মোর পূর্ণ কর, থাকতাম চরণ ধরি গো।। দিনে রাইতে তোমার লাগিয়া, মনে প্রাণে ঝুরি। আমি তো হইয়াছি তোমার প্রেমের ভিখারী গো।। মাথে মোর দেও প্রভু চরণ তোমারি। জন্ম নাহি হউক মোর, সদায় […] keyboard_arrow_right
  • মোরে যে বোলো সে বোলো সখি
    মোরে যে বোলো সে বোলো সখি। সে রূপ নিরখি নারি নিবারিতে মজিল যুগল আঁখি।।ধ্রু।। ও না তনুখানি কেবা সিরজিল কি মধু মাখিয়া তায়। সে সৌরভরসে উনমত নাসা ভ্রমর হইয়া ধায়।। কিবা সে ভঙ্গিতে চাহে চারিভিতে হাসিতে অমিয়া খসে। হেন করে হিয়া চকোর হইয়া রহিয়ে উহারি পাশে।। নরহরি জানে আনে কি বলিব প্রাণে না সহয়ে আর। […] keyboard_arrow_right
  • মোহন বিজয়ী বনে দূরে গেও সখিগণে
    মোহন বিজয়ী বনে দূরে গেও সখিগণে একলা রহিল ধনি রাই। দুটি আঁখি ছল ছল রাইয়ের চরণতল কানু আসি পড়িল লোটাই।। ধনি জনম সফল ভেল মোর। তুয়া হেন রসনিধি মিলাইল বিধি আজি সুখর কিবা দিব ওর।। শুন শুন প্রেমময়ি আমি যে তোমার হই জনমে জনমে নিজ দাস। পাতি এই বসনখানি ইথে বৈস বিনোদিনী সুখে করি পহুরে […] keyboard_arrow_right
  • মোহন মধুপুর বাস
    মোহন মধুপুর বাস। হে সখি, হমহুঁ জাএব তনি পাস।। রখলহ্নি কুবজাক নেহ। হে সখি, তেজলহ্নি হমরো সিনেহ।। কত দিন তাকব বাট। হে সখি, রটলা জমুনাক ঘাট।। ওতহি রহথু দৃঢ় ফেরি। হে সখি, দরসন দেখু এক বেরি।। ভনহি বিদ্যাপতি রূপ। হে সখি, মানুস জনম অনূপ।। keyboard_arrow_right
  • মোহন মূরতি কান
    মোহন মূরতি কান। অবলা কি রহে প্রাণ।। চূড়ায় ময়ুরের পাখা। তাহে ইন্দ্রধনু দেখা।। তা দেখি রমণী জীয়ে। নব মধু যেন পিয়ে।। হাসির হিল্লোলে তারা। অমিয়া বরিখে ধারা।। নবীন চাতক যেন। ঘনরস পিয়ে ঘন।। চাহনি চঞ্চল শরে। তারা কি রহিবে ঘরে।। নব নব বেশখানি। রহিবে কোন বা ধনী।। মুরলী অপার গান। পাষাণ গলিয়া যান।। সে নব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ