• সকল গোপিনী মোহিত হইল
    সকল গোপিনী মোহিত হইল দেখিয়া দোঁহার রূপ। ক্ষেণে ক্ষেণে সুখ আনন্দ বাড়িছে প্রেমের রসের কূপ।। হের দেখ দেখি নয়ান ভরিয়া কি শোভা আনন্দ বড়ি। এ দুটি নয়ান তা পানে না রহে পিছলি পড়য়ে ছড়ি।। কোন সে বিধাতা রূপ নিরমলি এমন রসের সার। ও রূপলহরী দেখিতে কে দেখি কেবল অমিয়া ধার।। এত দিন বসি গোকুল নগরে […] keyboard_arrow_right
  • সকল গোপিনী মোহিত হইল
    সকল গোপিনী মোহিত হইল দেখিয়া দোঁহার রূপ। ক্ষেণে ক্ষেণে সুখ আনন্দ বাড়িছে প্রেমের রসের কূপ।। হের দেখ দেখি নয়ান ভরিয়া কি শোভা আনন্দ বড়ি। এ দুটি নয়ান তা পানে না রহে পিছলি পড়য়ে ছড়ি।। কোন সে বিধাতা রূপ নিরমিল এমন রসের সার। ও রূপ-লহরী দেখিতে কি দেখি কেবল অমিয়া ধার।। এত দিন বসি গোকুল-নগরে না […] keyboard_arrow_right
  • সকল বৈষ্ণব গোসাঞি দয়া কর মোরে
    সকল বৈষ্ণব গোসাঞি দয়া কর মোরে। দন্তে তৃণ ধরি কহে এ দীন পামরে।। শ্রীগুরু-চরণ আর শ্রীকৃষ্ণ চৈতন্য। পাদপদ্ম পাওয়াইয়া মোরে কর ধন্য।। তোমা সভার করুণা বিনে ইহা প্রাপ্তি নয়। বিশেষে অযোগ্য মুঞি কহিল নিশ্চয়। বাঞ্ছা-কল্পতরু হও করুণা-সাগর। এই ত ভরসা মুঞি ধরিয়ে অন্তর।। গুণ লেশ নাহি মোর অপরাধের সীমা। আমা উদ্ধারিয়া লোকে দেখাও মহিমা।। নাম-সঙ্কীর্তনে […] keyboard_arrow_right
  • সকল ভকত ঠাঞি হইয়া বিদায়
    সকল ভকত ঠাঞি হইয়া বিদায়। নীলাচল দেখিতে চলিল গৌর রায়।। মায়ের চরণ বন্দি অনুমতি লৈয়া। অদ্বৈত আচার্য্য ঠাঞি বিদায় হইয়া।। চলিলা গৌরাঙ্গ পঁহু বলি হরিবোল। আচার্য্য মন্দিরে উঠে ক্রন্দনের রোল।। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি কান্দয়ে সভায়। কান্দয়ে নয়নানন্দে ধুলায় লোটায়।। keyboard_arrow_right
  • সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি
    সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহ ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে।। ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌরাঙ্গ হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক রঙ্গ।।ধ্রু।। দেখিয়া ভকতগণ চমকিতা হৈল মন বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে।। […] keyboard_arrow_right
  • সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়
    সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়। নদীয়ার মাঝে গোরা নাচিয়া বেড়ায়।। নিত্যানন্দ গদাধর নাচে দুই পাশে। নরহরি নাচে কিবা গোরা অভিলাষে।। নিত্যানন্দ সঙ্গে গৌরীদাস নাচে রঙ্গে । শ্রীবাস স্বরূপ নাচে গদাধর সঙ্গে।। গোরা মুখ হেরি নাচে অদ্বৈত রায়। অবনী ভাসায়ল প্রেমের বন্যায়।। গোবিন্দ মাধব বাসু তিন ভাই গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। নদীয়া নাগরী সব […] keyboard_arrow_right
  • সকল ভকতগণ শচী মায়ে দেখি
    সকল ভকতগণ শচী মায়ে দেখি। সকরুণ হৈয়া কয় ছলছল আঁখি।। থির কর প্রাণ তুমি দেখিবে তাহারে। নিত্যানন্দে পাঠাইল তোমা দেখিবারে।। আমরা যাইব সভে নীলাচলপুরী। গঙ্গাস্নান বলিয়া আনিব সঙ্গে করি।। ঐছন বচন কহি প্রবোধ করিলা। সভে মেলি থির করি ঘরে বসাইলা।। প্রেমদাস কহে হেন নদীয়ায় পিরীতি। কি করি ছাড়িল গৌর না বুঝি কি রীতি।। keyboard_arrow_right
  • সকল মহান্ত মেলি সকালে সিনান করি
    সকল মহান্ত মেলি সকালে সিনান করি আইল গৌরাঙ্গ দেখিবারে। গৌরাঙ্গ গিয়াছে ছাড়ি বিষ্ণুপ্রিয়া আছে পড়ি শচী কাঁদে বাহির দুয়ারে।। শচী কহে শুন মোর নিমাই গুণমণি। কেবা আসি দিল মন্ত্র কে শিখাইল কোন তন্ত্র কি হইল কিছুই না জানি।।ধ্রু।। গৃহমাঝে গিয়াছিনু ভালমন্দ না জানিনু কিবা করি গেলে রে ছাড়িয়া। কেনে নিঠুরাই কৈলে পাথারে ভাসাঞা গেলে রহিব […] keyboard_arrow_right
  • সকল রমণিগণ ছোড়ি বরনাগর
    সকল রমণিগণ ছোড়ি বরনাগর রাইক কর ধরি গেল। বনে বনে ভ্রমই কুসুমকুল তোড়ই কেশবেশ করি দেল। চলইতে রাই চরণে ভেল বেদন কান্ধে চঢ়ব মন কেল। বুঝইতে ঐছে বচন বহু-বল্লভ নিজ তনু অলখিত ভেল।। না দেখিয়া নাহ তাহিঁ ধনি রোয়ত হা প্রাণনাথ উতরোলে। ব্রজ-রমণীগণ না দেখিয়া মন-দুখে ভাসল বিরহহিলোলে।। উদ্দেশে কোই কোই বনে পরবেশিয়া হেরল রোদতি […] keyboard_arrow_right
  • সকল রাখাল ভোজন করিতে
    সকল রাখাল ভোজন করিতে হল অবসান বেলি। নিজগৃহ যেতে ধেনুর সহিতে দিয়া উঠে জয়তালি।। হেন কালে কানু মনে পড়ে ধেনু শাঙলী ধবলী কোথা। ভোজন বিশেষ করি অভিলাষ লইয়া চলিল তথা। সেখানে না দেখি শাঙলী ধবলী- “কোথা গেল দু’টি গাই। এখানে আছিল, কোথা তা’রা গেল, শুনহে রাখাল ভাই।।” “আয়, আয়, আয়”- ডাকে যদুরায় অঞ্জলি ভরিয়া দুটি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ