• সকালে যাই ধেনু ল’য়ে
    সকালে যাই ধেনু ল’য়ে। এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে।। আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি। প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে।। নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি । আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে।। বলেছিল মা যশোদে কানাইকে দিলাম বলা’র হাতে। ভাল মন্দ […] keyboard_arrow_right
  • সকালে অমনি বৃন্দা ঠাকুরাণী
    সকালে অমনি বৃন্দা ঠাকুরাণী আইল ললিতা বাস। কহিলা সকলি কানুর বিকলি মধুর বিনয় ভাষ।। শুনিয়া ললিতা মনে পাই বেথা দুজনে চলিলা ধাই। সজল নয়ানে মলিন বয়ানে যেখানে বসিয়া রাই।। ললিতা যাইয়া তারে উঠাইয়া করিলা আপন কোরে। আপন বসন অঞ্চলে তখন মোছয়ে নয়নলোরে।। তুহুঁ রসবতী জগতে খেয়াতি রূপে গুণে নাহি সীমা। সে বহু-বল্লভ আনের দুর্ল্লভ জানিয়া […] keyboard_arrow_right
  • সকালে সিনানে চলিলা গোরী
    সকালে সিনানে চলিলা গোরী। সখিগণ সঞে আনন্দে ভোরি।। সুগন্ধি তৈল হলদি লইয়া। কোন সখি আগে চলিল ধাইয়া।। কেহত বসন ভূষণ নিলা। রাইরে বেড়িয়া সভে চলিলা।। দূর সঞে হেরি নাগররাজ। তুরিতে আওল ধেনুসমাজ।। রাইরূপ হেরি বিভোর হইয়া। দোহনের ছান্দ পড়ে আউলাঞা।। কহয়ে শেখর রসিকরাজ। ভুলল গোধন দোহন কাজ।। keyboard_arrow_right
  • সংকীর্তনে নিত্যানন্দ নাচে
    সংকীর্তনে নিত্যানন্দ নাচে। প্রিয় পারিষদগণ কাছে।। গোবিন্দ মাধব ঘোষ গান। শুনি কেবা ধরয়ে পরাণ।। পতিতের গলায় ধরিয়া। কাঁদে পহুঁ সকরুণ হৈয়া।। গদগদ কহে পতিতেরে। শুনি যাহা পাষাণ বিদরে।। তো সরার ধারি বহু ধার। ধর ধর প্রেমের পসার।। তো সবার দুর্গতি নাশিব। ব্যাজের সহিত প্রেম দিব।। যারে পায় চায় মুখচাঁদে। গলায় ধরিয়া তার কাঁদে।। সে হেন […] keyboard_arrow_right
  • সখা হে কো ধনি মাজয়ে গা
    সখা হে কো ধনি মাজয়ে গা। যমুনার নীরে বসি তার তীরে পায়ের উপর পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়েছে বেণী। উচ কুচমাঝে হেমহার সাজে সুমেরু শিখর জিনি।। আর অদভূত দেখিনু সাঙ্গাত তিমিরে রয়েছে বেড়ি। তাহার উপরে অতি শোভা করে নবীন চাঁপার কুঁড়ি।। সেরূপ দেখিয়া মন মুরছিয়া ধৈরয ধরিবে কে। দাস জগন্নাথ চরণে ধরিয়া আনিয়া […] keyboard_arrow_right
  • সখা হে তোহে কহু আজুক ভাখি
    সখা হে তোহে কহু আজুক ভাখি। সিনানক বেরি যৈছে হাম পেখলুঁ কি কহব নহ-মুখ লাখি।। যমুনা কিনারে সোই রামা। সিনায়ত গোরি হাম রহু থোরি দূুর কটাক্ষে নেহায়ত হামা।। হেরইতে মঝু জীউ তুল ঢুঁরণে গেও মুরতি রহত তহি ঠারি তিরি জগ ভরখি উপমা পাইনয় পুন জীউ মুরতে সঞ্চারি। তৈখনে দেখলুঁ মো সমাধল সিনান চলব করত অনুমানি। […] keyboard_arrow_right
  • সখাগণ সঙ্গে রঙ্গে নন্দ-নন্দন
    সখাগণ সঙ্গে রঙ্গে নন্দ-নন্দন ভোজন করু দোন ভাই রোহিণি দেবি করত পরিবেশন রসবতি দেওত বাঢ়াই।। কনক থারি ভরিপূর। বিবিধ মিঠাই নবনি দধি শাকর অন্ন ব্যঞ্জন সুমধুর ।। ভোজন কেলি কহনে নাহি যায়ত কো করু আনন্দ -ওর। ভোজন সারি শয়ন করু পালঙ্কে সুখময় নন্দকিশোর।। যো কিছু শেষে রহুল থারিপর ভোজন কয়লহি গোরি। গোবিন্দদাস ঝারি লেই ঠাড়হি […] keyboard_arrow_right
  • সখাগণ সঙ্গ ছাড়ি নন্দ-নন্দন
    সখাগণ সঙ্গ ছাড়ি নন্দ-নন্দন চললহি নাগর-রাজ। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাবিতে মনোরথ কাজ।। চতুর শিরোমণি কান। হেরি যমুনাজল মনমথ উথলল পূরল মুরলি নিশান।। সৃজিল তরণীখানি প্রবাল মুকুতা আনি মাঝে মাঝে হিরার গাঁথনি। শিখিপুচ্ছ গুঞ্জাছড়া রজত কাঞ্চনে মোড়া কেরোয়ালে রজত কিঙ্কিণী।। তপন-তনয়া-নীরে তরণী লইয়া ফিরে বিদগধ নাগর-রাজ। গোবিন্দদাস ভনে কি আনন্দ হইল মনে ঝুনু ঝুনু […] keyboard_arrow_right
  • সখাগণ সঙ্গে রঙ্গে ব্রজনন্দন
    সখাগণ সঙ্গে রঙ্গে ব্রজনন্দন ধেনু চরাওত কালিন্দিতীরে। সমবয়বেশে কেশ পরি চন্দ্রক গজবরগমনে চলই ধীরে ধীরে।। দাম শ্রীদাম মহাবল কোকিল সবহুঁ সখা সঞে বহুবিধ খেল। কর চরণে মহি ধরই ধবলি সম কোই বৎস কোই বৃষসম ভেল।। কোই কোকিলসম গরজই কুহু কুহু কোই ময়ূরসম নৃত্য রসাল। ঐছন ক্রীড়নে নিমগন সব জন দূর কানন মাহা চলু সব পাল।। […] keyboard_arrow_right
  • সখাগণ সনে লয়্যা ধেনুগণে
    সখাগণ সনে লয়্যা ধেনুগণে গেল জবুনার তিরে । কুটিলে আসিয়্যা কহিচে রূসিয়্যা– “বাঁশীতে ডাকিল তোরে।। ধনি, এম(ন) চাতুরি তোর। রাখালের সাথে গোপত পিরিতে বেন্ধ্যাচ প্রেমের ডোর।। সে জখন জায় ফিরি ফিরি চায় তোমি বসে ঝরকাতে। আমি সব জানি কুল-কলঙ্কিনি, কালি দিলি এ কুলেতে।। সেই হতে তোর শ্রীমুখমণ্ডল মলিন হইয়্যা গেছে। চিত চঞ্চল নয়ান জুগল প্রেমেতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ