• সখী গো কলঙ্কিনী করিল গো প্রাণ নাথে
    সখী গো কলঙ্কিনী করিল গো প্রাণ নাথে, যখনে প্রেম বাড়াইল বহুত ভরসা দিল, বলিছিল সঙ্গেতে গো নিতে ; আগে না জানি প্রাণ সপিয়াছিলাম শঠের হাতে, সাধ করি কলঙ্কের ডালা তুলিয়া লইলাম মাথে। পিরিতের শেল যাঁর অন্তরে সে কি আর বাঁচিতে পারে, সুখী হইয়া আপনার গৃহে, কুলটা হইলাম আমি প্রাণ বন্ধের পিরিতে। নিয়ামত হোসনে কয় প্রেম […] keyboard_arrow_right
  • সখী পরবোধি চললি বর-রঙ্গিণি
    সখী পরবোধি চললি বর-রঙ্গিণি পৈঠলি আপন-ভবনে। গাগরি ছোড়ি তৈখনে সুন্দরি তুরিতহি করল শয়নে।। ধনি বড় কাতর-চীত। ননদিনী কহত কাহে তুহুঁ শূতলি না বুঝিয়ে তুহারি চরীত।।ধ্রু।। কহতহি সুন্দরি শুন মোর বাদিনি তোহে কি কহব ইহ দুখে। পথ অতি-সঙ্কট কাঁখে দারুণ ঘট বেদন লাগিল জানি বুকে।। এ সব বচন শুনি সখিগণ হাসত রাধারে কহয়ে ভালি ভালি। নিমানন্দ […] keyboard_arrow_right
  • সখী প্রতি কমলিনী বোলয়ে মধুর বাণী
    সখী প্রতি কমলিনী বোলয়ে মধুর বাণী মোরে মিলাইয়া দেহ শ্যাম। তুমি মোর প্রিয় সখী দেখাও সে নীরজ আঁখি শূন্যময় হেরি ব্রজধাম।। শুন শুন প্রাণসখি মন্ত্রণা বলহ দেখি কিসে পাই শ্রীনন্দকুমার। সখী কহে শুন ধনি মোর নিবেদনবাণী পুন দেখা না পাইবা তার।। শ্যাম নাগর ইহা বলি কুঞ্জ ত্যজি গেল চলি প্রাণ দিব রাধাকুণ্ডজলে। তাহা শুনি রাই […] keyboard_arrow_right
  • সখী বলে শুন রাই করি নিবেদন
    সখী বলে শুন রাই করি নিবেদন। এক নাপিতানী ধরে শ্যামল বরণ।। মথুরা নগরে ঘর আইল কামাবারে। তুমার নাম করি ডাকি আনিলুঁ তাহারে।। রাধা বলে কামাইব আনহ তাহারে।। শুনি সখী ধাঞা গিঞা কহিল তাহারে।। রাধিকার আজ্ঞা হইল আস্য আমার সনে। শুনিয়া নাগর বড় আনন্দিত মনে।। পুলকে পূরল তনু গেল রাধার কাছে। শ্যামবর্ণ দেখি তবে বিনোদিনী পুছে।। […] keyboard_arrow_right
  • সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী
    সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী অন্তরে করই বিচার। বাকর নামে মোহে সব কুলবতী না জানি কৈছে রূপ তার।। হরি হরি কি করব কাঁহা হাম যাব। কুলবনিতা করি বিহি নিরমাওল কৈছনে দরশন পাব।। যো ইহ সঙ্গিনী সো পরিবাদিনী অন্তর খোলব কায়। যে হউ সে হউ হাম অবশি নিহারব ইথে কুল রহু বরু যায়।। মনমাহা ঐছে […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই
    সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই। পদ আধ চলে আর পড়ে মুরছাই।। চলিতে না পারে ধনি নিতম্বেরি ভরে। সখীর নিকটে পুছে কুঞ্জ কত দূরে।। ক্ষণহি সময়ে ধনি বৃন্দাবনে আইলা। মাধবী তরুর তলে শ্যামেরে দেখিলা ।। আইস আইস মোর বিনোদিনী রাধা । দরশনে দূরে গেল মনসিজ বাধা।। তুমি মোর সরবস নয়নের তারা। তোমাবিনে দশদিগ হেরি আন্ধিয়ারা।। […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই
    সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই। শ্যাম বিনে রাইএর মনে আর কিছু নাই।। রাই বসি দূতী আসি কয় হাসি হাসি। ঐ দেখ রাধা বলে ডাকে শ্যামের বাঁশী।। কিছুই না বল রাধে কিবা আছে মনে। চলে যেতে ঢ’লে পড়ে চায় পথ পানে।। বিনতি করিয়া তোরে পাঠাইল মোরে। চলহ বিপিনে রাই মান কর দূরে।। চলহ চলহ রাধে […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি
    সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেনকালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি।। রাধা রাধা রব করি বাজিল বাঁশরি।। শুনিতে পাইল ধ্বনি রাধিকা সুন্দরী।। তোর লাজ নাই রে বাঁশী কর অহঙ্কার । সর্প হয়ে দংশাইলে শ্রবণে আমার।। তোরে নিষেধ করি বাঁশী তোরে নিষেধ করি সহনে না যায় আর শ্রবণে মূরলী।। এত বলি সুন্দরী করয়ে রোদন। গোবিন্দদাসেতে কয় […] keyboard_arrow_right
  • সখী সাথে চলে পথে রাই বিনোদিনী
    সখী সাথে চলে পথে রাই বিনোদিনী। বিষাদে বিকল হিয়া কহয়ে কাহিনী।। এ নারী জনমে হাম কৈলুঁ কত পাপ। সেই ফলে সদাই পাইয়ে মনতাপ।। ননদিনী কুবাদিনী প্রতি বোলে ভাজে। শাশুড়ী সঘনে মোরে আঁখি ঠারে তাজে।। সোয়ামি সোহাগে কভু না ডাকিল মোরে। নিশ্বাস ছাড়িতে নারি দেওরের ডরে।। পোড়া সে পাড়ার লোক দেখিয়া ডরাই। আপনা বলিয়া বলে হেন […] keyboard_arrow_right
  • সখীগণ আগমন দেখিয়া হরিষ মন
    সখীগণ আগমন দেখিয়া হরিষ মন উঠিয়া বসিলা শেজমাঝে। নয়ন কচালি করে মুখানি পাখালে নীরে রজনী সমান করে সাজে।। গুনবতি জানতি সকল উদ্দেশ। মদনমোহন মন মোহন কারণ ধরতহিঁ নিরূপম বেশ।।ধ্রু।। কুঞ্চিত কেশের বেণী কালজাদে সাজনি মৃগমদ লেপলি অঙ্গে। নীলরতনে ধনী মণ্ডিত ভেল তনি নীলবসন পরু রঙ্গে।। নীলকমল হাতে চড়লি মনোয়থে সারথি সাহস রাজে। মনমথ বাজী সাজি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ