সখীর বচন শুনি, বিদগধ নাগর, আকুল অথির পরাণ। তুরিতহি গমন কয়ল রাই পাশহি, ঢর ঢর সজল নয়ান।। কহ সখি কৈছে মিটায়ব মান। হামে পরিবাদ করয়ে যত রঙ্গিণি হাম যৈছে তুহু পরমাণ।। তাহা বিনু নিশিদিশি, মনে নাহি ভাওই , সো মুখ সতত ধিয়ান। ও মধু বোল শ্রবণে লাগি রহু তছু গুণ করি হাম গান।। এত কহি […]
keyboard_arrow_right