• সপনেহু ন পুরল মনক সাধে
    সপনেহু ন পুরল মনক সাধে। নয়নে দেখল হরি এত অপরাধে।। মন্দ মনোভব মন জর আগী। দুলভ পেম ভেল পরাভব লাগী।। চাঁদবদনী ধনি চকোরনয়নী। দিবসে দিবসে ভেলি চউগুন মলিনী।। কি করতি চাঁদনে কী অরবিন্দে। বিরহ বিসর জঞো সূতিঅ নিন্দে।। অবুধ সখীজন ন বুঝএ আধী। আন ঔষধ কর আন বেয়াধী।। মনসিজ মনকে মন্দি বেবথা। ছাড়ি কলেবর মানস […] keyboard_arrow_right
  • সপ্তদ্বীপ দীপ্ত করি শোভে নবদ্বীপপুরী
    সপ্তদ্বীপ দীপ্ত করি শোভে নবদ্বীপপুরী যাহে বিশ্বম্ভর দেবরাজ। তাহে তার ভক্ত যত তাহাতে শ্রীবাস খ্যাত শ্রীকৃষ্ণকীর্ত্তন যার কাজ।। জয় জয় ঠাকুর পণ্ডিত। যার কৃপালেশ মাত্র হয় গৌর প্রেমপাত্র অনুপম সকল চরিত।। গৌরাঙ্গের সেবা বিনে দেবাদেবী নাহি জানে চারি ভাই দাসদাসী লৈয়া। সদত কীর্ত্তনরঙ্গে গৌর গৌর-ভক্ত সঙ্গে অহর্নিশি প্রেমে মত্ত হৈয়া।। যার ভার্য্যা শ্রীমালিনী পতিব্রতাশিরোমণি যারে […] keyboard_arrow_right
  • সব ঋতু সঙ্গে আইল রস রঙ্গ সহিত। বিরহিনী ক্ষীণ তনু মদনে চিন্তিত
    সব ঋতু সঙ্গে আইল রস রঙ্গ সহিত। বিরহিনী ক্ষীণ তনু মদনে চিন্তিত। আইল বসন্ত ঋতু লইয়া নব শর, মনোজ সারথি লৈয়া সঙ্গে।। তরু সব হরষিত, সতত যে পুলকিত, দশ দিগ শোভে নব রঙ্গে।। ফিরএ কন্দর্প বর, হাতে লটয়া ধনুশর, সমীর তুরঙ্গে সোয়ার। নানা তরু লতা ফুলে, শিরীষ চামর দোলে, ষটপদ যন্ত্রের ঝঙ্কার।। কহে আপজল হিত, […] keyboard_arrow_right
  • সব গোপীগণ আহীর রমণী
    সব গোপীগণ আহীর রমণী পশরা তুলিয়া মাথে। মাঝে সুনাগরী প্রেমের আগরি আনন্দে চলিল পথে।। হাসি রসখানি রাই বিনোদিনী বড়াই পানেতে চায়। “আর কত দূর গোকুল নগর” ক্ষণেক সুধায় তায়।। বড়াই কহিছে “আগে সে যমুনা ও পারে সবার ঘর। বড় দেখি রাধা সব দেখি বাধা যমূনা বাড়ল জল।। কেমনে সকলে পার হৈয়া যাব ইহার উপায় বল। […] keyboard_arrow_right
  • সব গোপীগণ আহীর-রমণী
    সব গোপীগণ আহীর-রমণী পশরা তুলিয়া মাথে। মাঝে সুনাগরী প্রেমের আগরি আনন্দে চলিল পথে।। হাসি রসখনি রাই বিনোদিনী বড়াই পানেতে চায়। “আর কত দূর গোকুল-নগর” ক্ষণেক সুধায় তায়।। বড়াই কহিছে– “আগে সে যমুনা ও পারে সবার ঘর। বড় দেখি রাধা সব দেখি বাধা যমুনা বাড়ল জল ।। কেমনে সকলে পার হৈয়া যাব ইহার উপায় বল। কিসে […] keyboard_arrow_right
  • সব গোপীগণে আনন্দে ভাসল
    সব গোপীগণে আনন্দে ভাসল বিচ্ছেদ নাহিক জানে। বিচ্ছেদ নহিলে প্রেম না উথলে ভাবয়ে সে শ্যাম মনে।। শ্যাম বিচারয়ে মনে। অনুরাগ বিনে রসের মাধুরী কেহ সে নাহিক জানে।।ধ্রু।। ইহা বলি শ্যাম হৈলা অন্তর্দ্ধান রাধিকা লইয়া সাথে। রাই-বিনোদিনী শ্যামচাঁদ সনে চলিলা বিপিন পথে।। কানুরে কহিছে রাধিকা সুন্দরী চলিতে নাহিক পারি। যেন-মতে পার তেন-মতে লেহ শুনহে পরাণ-হরি।। এ […] keyboard_arrow_right
  • সব গোপীগণে কমল-নয়ানে
    সব গোপীগণে কমল-নয়ানে কহিল একটি বাণী। হের শুন আসি কহে হাসি হাসি এক মনে অনুমানি।। কহে গোপীগণ হরষ বদন কহেন নাগর রায়। কি হেতু হৃদয় করল নাগর কহনা শুনিয়ে তায়।। মনের বেদনা মরমের খেলা কহিল সবার কাছে। এক অভিলাষ মনের মানস ইহাই কহিতে আছে।। কহ না বিচারি কহিল নাগরী চাহিয়া নাগর পানে। কহিতে লাগিলা রসের […] keyboard_arrow_right
  • সব গোপীগণে কমল-নয়ানে
    সব গোপীগণে কমল-নয়ানে কহিল একটি বাণী। “হেন শুন অসি,” — কহে হাসি হাসি এক মনে অনুমানি।। কহে গোপীগণ হরষ বদন কহেন নাগর রায়। “কি হেতু হৃদয় করল নাগর কহ না শুনিতে তায়।।” “মনের বেদনা মরমের খেলা কহিল সবার কাছে। এক অভিলাষ মনের মানস ইহাই কহিতে আছে।” “কহ না বিচারি,”– কহিল নাগরী চাহিয়া নাগর-পানে। কহিতে লাগিলা […] keyboard_arrow_right
  • সব দেবগণ দেখিঞা শ্রীপতি
    সব দেবগণ দেখিঞা শ্রীপতি প্রণাম নমসি পায়। করপুটে স্তুতি করিলা বিস্তর তাহা কহা নাহি যায়।। কহেন–“শ্রীপতি গোলোক-ঈশ্বর করত প্রেমসী দান।” ধরিঞা বোহায়ে প্রভু ভগবান অখিল জীবের প্রাণ।। সভারে তুষিয়া কহেন বচন– বসিলা দেবের সভা। “কেন বা আইলে কিসের কারণ আছএ সভার লোভা।।” বেরি বেরি পুছে প্রভু ভগবান্‌ “কি হেতু ইহার শুনি।” হাসিঞা নারদ কহেন সম্বাদ […] keyboard_arrow_right
  • সব নব নাগরি বররসে আগরি
    সব নব নাগরি বররসে আগরি রসভরে চলই না পারি। গুরুয়া নিতম্বভরে অঙ্গ টলমল করে হেরইতে কত মনোহারী।। দুহুঁক দুলহ দুহুঁ দরশনে পহিলহি আধ নয়ন অরবিন্দ। দুহুঁ তনু পুলকিত ঈষদবলোকিত বাড়ল কতই আনন্দ।। পহিলহি হাস সম্ভাষ মধুর দিঠে পরশিতে প্রেমতরঙ্গ। কেলিকলা কত দুহুঁ রসে উনমত ভাবে ভরল দুহুঁ অঙ্গ।। নয়নে নয়ান ঢুলাঢুলি উরে উরে অধরে অমিয়ারস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ