সারথী লইয়ে তোর নাগর গেল বনে, ওলো দূতী, আজি ভাল না দেখিল গতি। ধু কানাই ঠাকুর বনে গেল হরষিত চিত, নগরের নাগরী যত গাইতে রৈল গীত। (ওলো দূতী) খেমটা খেয়াল চৌপা ধামাল দেয় শত শত, সারথী করিল তারা অপনার মত। (ওলো দূতী) কেহ হাতে কাঙ্কন দেয়, কেহ আনে শাড়ি, বধূরে সাজায়ে তারা ফিরে বাড়ী বাড়ী […]
keyboard_arrow_right