সুনা বন্ধুরে আমার কি উপায়, এই ভাবে আর কত জনম থাক্ব জেল খানায়। বন্ধুরে হয়েছি আসামীরে বন্ধু বেড়ি হাতে পায়; দেওনা মোরে খালাস কৈরে ধরি তোমার পায়। বন্ধুরে মায়া জালে হৈয়া বন্দি লোভেতে দৌড়ায় ধর্ম কর্ম সব হারাইলাম বেলা গৈয়ে যায়। বন্ধুরে আবদুল বারী হৈলেম বন্দি কলির যমুনায়; কি করিব কোথায় যাব পরছি বেফানায়।
keyboard_arrow_right