• সোনা বন্ধুর এদেশে বসতি আর হবে না
    সোনা বন্ধুর এদেশে বসতি আর হবে না। ধু বন্ধু যাবে দূরদেশে মনে লাগে ধান্ধা। কোমরের কাটারি শ্যাম রাখিযাও বান্ধা।। বন্ধু যাবে দূরদেশে হৃদেতে আগুনি। হাতে দিয়া যাও মালা শ্যামের নিশানি।। বন্ধু যাবে দূরদেশে সঙ্গে নাহি কড়ি । দেশের বন্ধু দেশেগেলে আরনি আসিব ফিরি।। বন্ধু যাবে দূরদেশে সঙ্গে কিনা নিবে। দেশের শ্যাম দেশে যাবে ফিরি না […] keyboard_arrow_right
  • সোনা রঙ্গ পুড়িয়া ছাই হইল
    সোনা রঙ্গ পুড়িয়া ছাই হইল গো যার লাগিয়া। সোনা বন্ধে মোরে ছেড়ে গেল কি দোষ জানিয়া গো।। বন্ধু হারা জিতে মরা ফণী যেমন মণি হারা গো। হায় গো মীন যেমন সলিল হারা রাধা হারা পিউয়া গো।। যে দিন বন্ধে ছেড়ে গেল কলিজায় আগুন জ্বলিল গো। হায়গো গইয়া গইয়া জ্বলছে অনল না গেল নিবাইয়া গো।। বিরহ […] keyboard_arrow_right
  • সোনা রাধে সোনা রাধে গো
    সোনা রাধে, সোনা রাধে গো; আমার মন কেন তোর কাঙ্গালিনী। আড় নয়নে চাইয়া কেন, লইয়া যাও মোরে প্রাণী।। চান্দ মুখ দেখিয়া তোমার বাঁচিতে না পারি। আমি তো হইয়াছি তোমার প্রেমের ভিখারী।। আমি যে পাগল তোমার, হইছে জানাজানি।। ঘরে ঘরে আরি পরিয়ে, করে কানাকানি। শুন শুন এগো রাধা, তুমি জগৎরাণী। রাধা বলিয়ে হিন্দুয়ে ডাকে, আামি নাহি […] keyboard_arrow_right
  • সোনা শতবাণ যেন গৌরাঙ্গ আমার
    সোনা শতবাণ যেন গৌরাঙ্গ আমার। সুন্দর চাঁচর মাথে কুন্তলের ভার।। কি লাগি মুড়ায়ে মাথা গেলা কোন্ দেশে। কার ঘরে রহিলেক এই চতুর্ম্মাসে।। সোঙারি সোঙারি হিয়া বিদরিয়া যায়। কোথা গেল পরাণ পুতলি গোরা রায়।। কাঁদয়ে ভকতগণ ছাড়য়ে নিশ্বাস। ধৈরজ ধরিতে নারে নরহরি দাস।। keyboard_arrow_right
  • সোনাবন্ধু পিত্তরায় তুমি বিনে প্রাণ রাখা দায়
    সোনাবন্ধু পিত্তরায়, তুমি বিনে প্রাণ রাখা দায়। এগো, পড়িয়াছি সঙ্কট-সায়রে না দেখি গো উপায়।। আর তোমার রূপ-ঝলক দেখি’ আমার মন হইয়াছে উদাসিনী। এগো, একবার আসি’ দেখাও রূপ নইলে প্রাণি’ জ্বলিয়া যায়।। আর মনে বড়ো আশা ছিল ও সই, দেখমু বলে চান্দমুখ। ওরে আইজ দেখমু, কাইল দেখমু বলে দিনের পথে দিন যায়।। আর পাগল নজর বলে […] keyboard_arrow_right
  • সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু
    সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু, আইস যাও তুমি, নিদ্রারে না দিও মন হে। ধু মন্দ মন্দ করি, উত্তর দক্ষিণে, বহএ শীতল বাও। বন্ধুআ বলিআ, হাত বাড়াইলুম্‌, প্রেম রসে বাঝি গেল গাও।। প্রেমের সাগরে, হিল্লোল উঠিল, কাম্পএ মুই নারীর হিয়া। অধরে অধরে যুগল দিআ রে নিবাও প্রেমরস দিআ।। হেন সাধলয়, মুই নারীর হৃদেত, তোমারে রাখিতুম ভরি আ। […] keyboard_arrow_right
  • সোনার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোনার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়। সদাই কাঁদনা দেখি অঝর ঝরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতলাতে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যাম বর্ণ দেবা তনু উপমা নাকি জনু সে জন পৈসল বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিলাম তোর মন কথা। […] keyboard_arrow_right
  • সোনার গৌর চাঁদে
    সোনার গৌর চাঁদে। উরে কর ধরি, ফুকরি ফুকরি, হা নাথ বলিয়া কান্দে।। গদাধর মুখে, ছল ছল আঁখে, চাহয়ে নিশ্বাস ছাড়ি। ঘামে তিতি গেল, সব কলেবর, থির নয়ানে নেহারি।। বিরহ আনলে, দহয়ে অন্তর, ভস্ম না হয় দেহ। কি বুদ্ধি করিব, কোথা বা যাইব। কিছু না বোলয়ে কেহ।। কহে হরিদাস, কি বলিব ভাষ, কিসে হেন হৈল গোরা। […] keyboard_arrow_right
  • সোনার নাতিনী এমন যে কেনি
    সোনার নাতিনী এমন যে কেনি হইলি বাউরি পারা। সদাই রোদন বিরস বদন না বুঝি কেমন ধারা।। যমুনা যাইতে কদম্ব-তলাতে দেখিলে যে কোন জনে। যুবতী -জনার ধরম-নাশক বসি থাকে সেইখানে।। সে জন পড়ে তোর মনে। সতীর কুলের কলঙ্ক রাখিলি চাহিয়া তাহার পানে ।।ধ্রু।। একে কুলনারী কুল আছে বৈরী তাহে বড়ুয়ার বধূ। কহে চণ্ডীদাসে কুলশীল নাশে কালিয়ার […] keyboard_arrow_right
  • সোনার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোনার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়। সদাই কাঁদনা দেখি অঝরে ঝুরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতল পানে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যামল বরণ তনু উপমা নাহিক জনু সে জন পড়িছে বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিল তোমার মন কথা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ