সোনার গৌর চাঁদে। উরে কর ধরি, ফুকরি ফুকরি, হা নাথ বলিয়া কান্দে।। গদাধর মুখে, ছল ছল আঁখে, চাহয়ে নিশ্বাস ছাড়ি। ঘামে তিতি গেল, সব কলেবর, থির নয়ানে নেহারি।। বিরহ আনলে, দহয়ে অন্তর, ভস্ম না হয় দেহ। কি বুদ্ধি করিব, কোথা বা যাইব। কিছু না বোলয়ে কেহ।। কহে হরিদাস, কি বলিব ভাষ, কিসে হেন হৈল গোরা। […]
keyboard_arrow_right