• স্বপনে কালিয়া নয়নে কালিয়া
    স্বপনে কালিয়া নয়নে কালিয়া চেতনে কালিয়া মোর। শুইতে কালিয়া বসিতে কালিয়া কালিয়া কলঙ্ক কোর।। ভোজনে কালিয়া গমনে কালিয়া কালিয়া কালিয়া বলি। কালা হাই বাসে(?) কালিয়া মূরতি ভূষণ করিয়া পরি।। গগনে চাহিতে কালিয়া বরণ দেখিয়ে মেঘের রূপ। তরে সে জুড়ায়ে এ পাপ পরাণ উঠয়ে রসের কূপ।। নীলঘন শ্যাম যে দেখি সম্মুখে তাহাই দেখিয়া রই। * * […] keyboard_arrow_right
  • স্বপনে দেখিলুঁ সোই মোর প্রাণনাথ
    স্বপনে দেখিলুঁ সোই মোর প্রাণনাথ। সমুখে দাড়াঞা আছে যোড় করি হাথ।। পুন না দেখিয়া প্রাণ ধরিতে না পারি। কি করিব কোথা যাব কি উপায় করি।। পাইয়া পরাণ নাথ পুন হারাইলুঁ। আপন করমদোষে আপনি মরিলুঁ।। যে দেশে পরাণবন্ধু সে দেশে যাব। পরিয়া অরুণ বাস যোগিনী হইব।। জ্ঞানদাস কহে রাই থির কর হিয়া। আসিবে তোমার বন্ধু সময় […] keyboard_arrow_right
  • স্বরূপ বিহনে রূপের জনম
    স্বরূপ বিহনে রূপের জনম কখন নাহিক হয়। অনুগত বিহনে কার্য্যসিদ্ধি কেমনে সাধকে কয়।। কে বা অনুগত কাহার সহিত জানিব কেমনে শুনে। মনে অনুগত মুঞ্জরী সহিত ভাবিয়া দেখহ মনে।। দুই চারি করি আটটা আখর তিনের জনম তায়। এগার আখরে মূল বস্তু জানিলে একটি আখর হয়।। চণ্ডীদাস কহে, শুন হে মানুষ তাই। সবার উপর মানুষ সত্য তাহার […] keyboard_arrow_right
  • স্বরূপে আরোপ যার রসিক নাগর তার
    স্বরূপে আরোপ যার রসিক নাগর তার প্রাপ্তি হবে মদনমোহন। গ্রাম্য দেব বাশুলীরে জিজ্ঞাস গে করজোড়ে রামী কহে শৃঙ্গার সাধন।। চণ্ডীদাস করজোড়ে বাশুলীর পায় ধরে মিনতি করিয়া পুছে বাণী। শুন মাতা ধর্ম্মমতি বাউল হইনু অতি কেমনে সুবুদ্ধি হবে প্রাণী।। হাসিয়ে বাশুলী কয় শুন চণ্ডী মহাশয় আমি থাকি রসিক নাগরে। সে গ্রামে দেবতা আমি ইহা জানে রজকিনী […] keyboard_arrow_right
  • স্বরূপের করে ধরি বলে কাঁদি গৌরহরি
    স্বরূপের করে ধরি বলে কাঁদি গৌরহরি বিহনে আমার শ্যামরায়। বিফলে বঞ্চিলুঁ নিশি অতমিত ভেল শশী এ পরাণ ফাটি মঝু যায়।। কোথায় আমার শ্যাম বঁধু। ফুলশেজ বাসি ভেল ফুলহার শুখাওল না মিলল শ্যাম প্রেমমধু।।ধ্রু।। চল রে স্বরূপ চল যাইয়া যমুনা জল এ সকল দেই ভাসাইয়া। গেল যাক কুলমান আর না রাখিব প্রাণ তেজিব সলিলে ঝাঁপ দিয়া।। […] keyboard_arrow_right
  • স্বরূপেরে ধরি গোরা যায়
    স্বরূপেরে ধরি গোরা যায়। গালি পাড়ে শ্যাম বন্ধুয়ায়।। সে শঠ লম্বট রতিচোর। কত না দুর্গতি করে মোর।। কুল মান সকলি নাশিল। পতি গেহে আনল ভেজাইল।। শেষে কালা মোহে পরিহরি। কেলি করে লৈয়া অন্য নারী।। মুই কি হইনু তার পর। ইহা কহি কাঁদিয়া ফাঁফর।। বাসু কহে কি বুঝিব আমি। যার লাগি কাঁদ সেই তুমি।। keyboard_arrow_right
  • স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ
    স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ। হরি হরি হরি ধ্বনি ভরিল ভুবন।। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইঞা। হাতে লড়ি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া।। আনন্দ হইল বড় আনন্দ হইল। এ দাস […] keyboard_arrow_right
  • স্বর্ণ-বর্ণ বিবর্ণ ভৈ গেল
    স্বর্ণ-বর্ণ বিবর্ণ ভৈ গেল পূর্ণ বিধু-মুখ তূর্ণ নিরসল নয়ন-পঙ্কজ নিরহি ভীগল হিয়ক অম্বর রে। মান ভেল তুয় প্রাণ-গাহক নহিলে উপেখসি রসিক-নায়ক যো ভেল সো ভেল অবহুঁ অবুধিনি অপন সম্বর রে।। যতহি মন মহ কোপ উপজত ততহি কোপ কি করিতে সমুচিত পায়ে পরণত যো জন হোয়ত তাহে কি তেজিয়ে রে। হীত কহইতে অহিত মানসি সুহৃদ-গণে তুহুঁ […] keyboard_arrow_right
  • স্মরসমরেচিতবিরচিতবেশা
    স্মরসমরেচিতবিরচিতবেশা। গলিতকুসুমদরবিলুলিতকেশা।। কাপি মধুরিপুণা। বিলসিত যুবতিরধিকগুণা।।ধ্রু।। হরিপরিরম্ভণবলিতবিকারা। কুচকলসোপরি তরলিতহারা।। বিচলদলকললিতাননচন্দ্রা। তদধরপানরভসকৃততন্দ্রা।। চঞ্চলকুণ্ডলললিতকপোলা। মুখরিতরসনজঘনগতিলোলা।। দয়িতবিলোকিতলজ্জিতহসিতা। বহুবিধকূজিতরতিরসরসিতা।। বিপুলপুলকপৃথুবেপথুভঙ্গা। শ্বসিতনিমীলিতবিকসদনঙ্গা।। শ্রমজলকণভরসুভগশরীরা। পরিপতিতোরসি রতিরণধীরা।। শ্রীজয়দেবভণিতহরিরমিতম্। কলিকলুষং জনয়তু পরিশমিতম্।। keyboard_arrow_right
  • স্যাম বরন শ্রীরাম, হে সখি
    স্যাম বরন শ্রীরাম, হে সখি। দেখৈত মুখ অভিরাম।। আজু হমর বিহ বাম, হে সখি।। মোহি তেজি পহু গেল গাম।। পঢ়ল পণ্ডিতি ভান, হে সখি। পহুক নে করি অপমান।। ভনহি বিদ্যাপতি ভান হে সখি। সুপুরুস গুনক নিধান।। keyboard_arrow_right
  • 1
  • 83
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ