• পুনঃ শিশুগণে করল হরণ
    পুনঃ শিশুগণে করল হরণ রাখিল গোপন করি। ব্রহ্মার মনেতে করি কিছু চিতে ‘ইহ কি গোলোক-হরি ?’ এই দড়াইয়া ধেনু-বৎস লয়া বুঝিতে আপন মন। তেঁই সে হরিল বালক সকল বুঝিবে কোন বা জন।। হেথা বনমালী খুঁজিয়া বিকল না পাই ধেনুর লাগি। কমল-লোচন না স্ফুরে বচন উঠত বিরহ-আগি।। আসি সেইখানে ভোজনের স্থানে না দেখি বালকগণে। হইয়া বিরস– […] keyboard_arrow_right
  • পুনঃ শিশুগণে করল হরণ
    পুনঃ শিশুগণে করল হরণ রাখিল গোপন করি। ব্রহ্মার মনেতে করি কিছু চিতে ইহ কি গোলোক-হরি।। এই দাঁড়াইয়া ধেনু বৎস লয়া বুঝিতে আপন মন। তেঁই সে হরিল বালক সকল বুঝিবে কোন বা জন।। হেথা বনমালী খুঁজিয়া বিকলি না পাই ধেনুর লাগি। কমল লোচন না স্ফুরে বচন উঠত বিরহ আগি।। আসি সেইখানে ভোজনের স্থানে না দেখি বালকগণে। […] keyboard_arrow_right
  • বঁধুর আদর দেখি অনাদর
    বঁধুর আদর দেখি অনাদর কহেন কাহিনী যতি। “তুমি সুনাগর গুণের সাগর কি জানি তোমার রীতি।। হাসিয়া রসাইয়া কুল ভাঙ্গাইয়া নিদানে এমনি কর। এ নহে উচিত তোর অনুচিত কালিয়া-বরণ-ধর।। কালিয়া বরণ ধরয়ে যে জন বড়ই কঠিন সেহ। তা সনে পীরিতি না জানি এ গতি এবে হে জানিল এহ।। তখন প্রথম পীরিতি করিলে দেখাইলে আকাশের চাঁদ। কত […] keyboard_arrow_right
  • বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ
    বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ।। ধু যখন দেখিলুম শ্যাম কালিন্দীর কূলে। সেই ধরি রাজহংস নাচে শত দলে।। ষট চক্র মধ্যে মোর বহে ষট্‌ ঋত। পঞ্চ শব্দে যন্ত্র বাহে গাহে তোর গীত।। হীন আলি রাজা ভণে গুরুদাতা সার। ষট্‌ কালে রোমে রোমে গুণ গাহে যার।। keyboard_arrow_right
  • মধুর বৃন্দা-বিপিনে মাধব
    মধুর বৃন্দা- বিপিনে মাধব বিহরে মাধবি সঙ্গিয়া। দুহুঁক গুণ দুঁহু গাওয়ে সুললিত চলত নর্ত্তন-ভঙ্গিয়া।। শ্রবণ-যুগ পরি দেই অনো অন নওল-কিসলয় তোড়িয়া। দুহুঁক ভুজ দুঁহু- কান্ধ হেলন চুম্বই মুখ শশি মোড়িয়া।। তেজি মকরন্দ ধাই বেঢ়ল মুখর-মধুকর-পাঁতিয়া। মত্ত কোকিল মঙ্গল গাওত নাচে শিখি কুল মাতিয়া।। সকল সখি-গণ কুসুম-বরিখণ করয়ে আনন্দে ভোরিয়া। দাস গিরিধর কবহুঁ হেরব কাঁতি শ্যামর […] keyboard_arrow_right
  • মুরলী খুরলী তরলি করলি
    মুরলী খুরলী তরলি করলি অবলি অবলা মোয়। সহিল নহিল পরাণে পশিল সকলি কহিল তোয়।। সুধার সরণি অজীব জীবনী সে মোর গরলে ভরা। বাদিয়া অনঙ্গ কালিয়া ভূজঙ্গ চালায়ে দিয়াছে পারা।। ধরমে করমে সরমে ভরমে মরমে ভেদিল জ্বালা। নয়নে বয়নে শ্রবণে ভবনে ভূবনে ভরিল কালা।। অলপ অক্ষর মরম অন্তর সকল গোকুল জানে। দুখের পুষণ মুখের ভূষণ শুনি […] keyboard_arrow_right
  • সুগন্ধি সলিলে রাই সিনান করিল
    সুগন্ধি সলিলে রাই সিনান করিল। বসন ভূষণ পরি বেশ বনাইল।। বহুবিধ উপহার রচনা করিয়া। রাখিল বন্ধুর লাগি থালীতে ভরিয়া।। কানুআগমন জানি উৎকণ্ঠিত হিয়া। অট্টালিকা উপরে চড়িলা সখী গৈয়া।। সখাগণ সঙ্গে করি নন্দের নন্দন। ধেনুগণ লৈয়া ঘরে করিলা গমন।। গোখুরের ধূলি উঠে গগনমণ্ডলে। হাম্বা হাম্বা রব শুনি ধাইল সকলে।। কহয়ে মাধবদাস কানুআগমন। ঘন শিঙ্গাবেণুরবে ভরিল গগন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ