• ব্রজনাগরিগণ হেরি হরষিত মন
    ব্রজনাগরিগণ হেরি হরষিত মন নাগর নটবররাজ। নটনবিলাস- উলাসহি নিমগন চৌদিশে রমণি সমাজ।। যূথে যূথে মেলি করে কর ধরাধরি মণ্ডলি রচিয়া সুঠান। বাজত বীণ উপাঙ্গ পাখোয়াজ মাঝহি মাঝ রাধাকান।। কোকিল ভ্রমর গাওয়ে অতি সুস্বর অমল কমল পরকাশ।। হেরি হেরি ফেরি ফেরি বাহু ধরাধরি নাচত রঙ্গিণি মেলি। জ্ঞানদাস কহ নাগর রসময় করু কত কৌতুককেলি।। keyboard_arrow_right
  • মাথুর-বিরহে বিয়োগিনি কামিনি
    মাথুর-বিরহে বিয়োগিনি কামিনি রোখে অগোরল কান। গোকুল-নগর তেজি কিয়ে প্রাতরে মাথুর করবি পয়ান।। ঐছন মরম শিখায়ল কোই। রোপই তরুয়া তরুণ বেলে ঘাতন তুহে সমুচিত নাহি হোই।।ধ্রু।। গুরুজন কুবচন যোই কহল সব সো আভরণ করি মান। সো সব কুবচন অবহি শেল ভেল কৈছনে ধরব পরাণ।। গুরুজন-নিয়ড়ে সবহুঁ করু কলরব শ্যাম সোহাগিনি রাই। তাকর ক্লেশ-লেশ অব না […] keyboard_arrow_right
  • মান-ভরমে হাম কুবোলহি বোললুঁ
    মান-ভরমে হাম কুবোলহি বোললুঁ সো মঝু করমক দোষ। সো অপরাধ লাগি কিয়ে যায়বি মাথুর মুঝে করি রোষ।। মধুপুর-নগরে রমণি কিয়ে পরখিতে করবি শপতি তুহুঁ কান। সহচরি-বৃন্দে নিন্দি মোহে গঞ্জব নট করু তুয়া অভিমান।। করে কর লেই শিরসি পরশায়ই শপতি করায়ল গোরি। মধুপুর যায়বি নিকটহি আয়বি কহবি কপট-গুণ ছোড়ি।। এতহুঁ সম্বাদ কহল যব কামিনি শ্রবণহি শূনল […] keyboard_arrow_right
  • রাইক নরপতি-বেশ বনায়ত
    রাইক নরপতি- বেশ বনায়ত কুসুম-বিপিনে হরি-রায়। কাঞ্চন-ছত্র দণ্ড তারে দেওল নিজ-করে চামর ঢুলায়।। সখি হে দেখ দেখ রাইক ভাগি। করি অভিষেক যমুনা-জল সুশীতল চলিতহি অনুমতি মাগি।।ধ্রু।। নব নব যৌবনি রঙ্গিনি রসকিনি সারি সারি করিয়া রসায়। কুঞ্জ-সহরে হরি করে নিশান ধরি রাইক দোহাই ফিরায়।। যৌবন-রতন পসার পসারল নব নব নাগরি-ঠাট। চন্দ্রশেখর কহে ওহি গ্রাহক যোহি পাতাওল […] keyboard_arrow_right
  • রাধামাধব নীপমূলে
    রাধামাধব নীপমূলে। কেলিকলারসদান ছলে।। দুহুঁ দোঁহা দরশই নয়নবিভঙ্গ। পুলকে পুরল তনু জরজর অঙ্গ।। দূরে গেল সখিগণ সহিতে বড়াই। নিভৃত নীপমূলে লুঠই রাই।। দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর। চান্দ মিলল জনু লুবধ চকোর।। দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ। জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস।। keyboard_arrow_right
  • শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধানে
    শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধানে নাচে নিত্যানন্দ রায়। মনুজ দৈবত পুরুষ যোষিত সবাই দেখিতে ধায়।। ভকতমণ্ডল গাওত মঙ্গল বাজে খোল করতাল। মাঝে উনমত নিতাই নাচত ভায়ার ভাবে মাতোয়াল।। হেম স্তম্ভ জিনি বাহু সুবলনি সিংহ জিনি কটিদেশ। চন্দ্রবদন কমলনয়ন মদনমোহন বেশ।। গরজে পুন পুন লম্ফ ঘনঘন মল্লবেশ ধরি নাচই। অরুণ লোচনে প্রেম বরিখনে অবনীমণ্ডল সিঞ্চই।। ধরণী মণ্ডলে […] keyboard_arrow_right
  • শ্রীবাসঅঙ্গনে বিনোদ বন্ধনে
    শ্রীবাসঅঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরঙ্গ রায়। মনুজ দৈবত পুরুষ যোষিত সবাই দেখিবার ধায়।।ধ্রু।। ভকতমণ্ডল গায়ত মঙ্গল বাজত খোল করতাল। মাঝে উনমত নিতাই নাচত ভাইয়ার ভাবে মাতোয়াল।। গরজে পুন পুন লম্ফ ঘন ঘন মল্লবেশ ধরি নাচই। অরুণলোচনে প্রেম বরিখয়ে অবনীমণ্ডল সিঞ্চই।। ধরণীমণ্ডল প্রেমে বাদল করল অবধূত চাঁদ। না জানে দিশ চারি সবাই নর নারী ভুবন রূপ […] keyboard_arrow_right
  • সখিহে তোহে হামারি বহু সেবা
    সখিহে তোহে হামারি বহু সেবা। ঐছন বাণি কবহুঁ জনি বোলবি জাতিকুল কিয়ে নেবা।।ধ্রু।। গোকুল নগরে কানু রতি-লম্পট যৌবন সহজে হামারা। তুহুঁ সখি রভসে মোরে জনি বোলবি লোক করব পাতিয়ারা।। কেশর কুসুম হেরি হাম কৌতুকে ভুজযুগে মেটল তাই। দাড়িম ভরমে পয়োধর উপরে পড়লহুঁ কীর লোভাই।। উভয় চকিত ভুজে ইতি উতি পেখলুঁ তে বেশ ভৈগেল আন। ইথে […] keyboard_arrow_right
  • সঙ্কেত লাগি রজনি হম জাগরি
    সঙ্কেত লাগি রজনি হম জাগরি সহচরি-গণ করি সঙ্গ। না জানিয়ে কাহে আজু বিঘটিত হোয়ল আন-আন রস-রঙ্গ।। সজনী নিশিক অবধি বহি গেল। হরি পরিণাহ কাহ পর সাজল মোহে দেই দারুণ শেল।। গুণ-মণি গুণহি লুবধ মন বান্ধল বিপরিত-সুরত-বিলাস। উচ-কুচ-কুঞ্চক বান্ধি হিয়া ঝাঁপল দেই বাহু-যুগ-পাশ।। দূতিক হাতে পাঁতি লিখি পঠায়লি কিশলয় কাজর-লোরে। গোবিন্দদাস পহু অবহু না আওল কি […] keyboard_arrow_right
  • সঙ্কেতকুঞ্জে রাই উতকণ্ঠিত
    সঙ্কেতকুঞ্জে রাই উতকণ্ঠিত শুনইতে শ্যামরচন্দ। সচকিত হৃদয়ে মনহি দুখ মানল জানল হবে কিয়ে দ্বন্দ্ব।। ঐছন ভাবি নিদান। সো সুখবিলাস ছোড়ি বর নাগর তুরিতহি কয়ল পয়াণ।।ধ্রু।। দ্রুত চলি যাই রাই নিয়ড়ে পুন ঠাড়ই থরহরি কাঁপি। হেরইতে নাহবদন বররঙ্গিণি মুখ ফেরি কছু না আলাপি।। মানিনি হেরি ফেরি রসশেখর করযোড়ে সমুখে দাঁড়াই। অবনত বদন কয়ল তব মানিনি উদ্ধবদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ