• নাচে পহুঁ কলধৌত গোরা
    নাচে পহুঁ কলধৌত গোরা। অবিরত পূর্ণকল মুখ বিধুমণ্ডল নিরবধি প্রেমরসে ভোরা।।ধ্রু।। অরুণ কমল না কি জিনি রাঙ্গা দুটী আঁখি ভ্রমরযুগল দুটিী তারা। সোনার ভূধরে যৈছে সুরনদী বহে তৈছে বুক বাহি পড়ে প্রেমধারা।। কেশরীর কটি জিনি তাহাতে কৌপীনখানি অরুণ বসন বহির্ব্বাস। গলায় দোনার মালা করিছে ভুবন আলা নাসা তিলকুসুম বিকাশ।। কনক মৃণালযুগ সুবলিত দুটী ভুজ করযুগ […] keyboard_arrow_right
  • পঞ্চ-বরিখ বয়সাকৃত-মোহন
    পঞ্চ-বরিখ বয়সাকৃত-মোহন ধাবমান পর অঙ্গনা। নবনী পাণি উরথলে মাখন। খায়ত মিটায়ত বয়না।। দোলে দোলে মোহন গোপাল। প্রখর চরণ-গতি মুখর কিঙ্কিণি কটি লোটন লোলয়ে বনমাল।।ধ্রু।। সোণায় বান্ধিলা ভাল রুরু-নখ উরে মাল পিঠে দোলে পাটকি থোপ। খেনে আলগাথি দেই খেনে ভূমে গড়ি যাই খেনে পরসন্ন খেনে কোপে।। নন্দ সুনন্দ যশোমতি রোহিণি আনন্দে সুত-মুখ চায়। নয়ন-দৃগঞ্চল কজরে রঞ্জিত […] keyboard_arrow_right
  • বেণূ-রবাকুলি উনমত পাগলি
    বেণূ-রবাকুলি উনমত পাগলি গেহলি দেহলি তেজলি রে। হরি অভিসারলি রভস বঢ়াওলি লোভলি আউলি সাজলি রে।। ফুল-শরে ফুটলী গজ-গতি ছুটলী শ্রমে-জলে প্রতি-তনু তীতলি রে। সঙ্গিনি-গণ মিলি বন পরবেশলি শত শত সঙ্কট জীতলি রে।। ব্রজ-পুরে ভেটলি গলে গলে মীললি জীবন বলি বলি মানলি রে। হরি-উরে শূতলি বদন মতায়লি পঞ্চম-শর হিয়ে হানলি রে।। মঞ্জির মেখলি বিরমি বজাওলি নাহ […] keyboard_arrow_right
  • ব্রজ নিজগণ সঙ্গে কত ধাওত
    ব্রজ নিজগণ সঙ্গে কত ধাওত আর কত কুলবতি নারি। জয় জয়কার করত নব বধূগণ কনয়কুম্ভ ভরি বারি।। আনন্দ কো কহু ওর। রসবতি ঠাঢ়ে অট্টালি উপর হেরইতে লুবধ চকোর।। নয়নে নয়নে কতহিঁ রস উপজল আনন্দে দুহুঁ তনু ভোরি। প্রেমরতনধন দুহুঁ মনে জাগল দুহুঁ চিত দুহুঁ করি চোরি।। চলইতে চরণ অথির যদুনন্দন শিথিল ভেল পীত বাসা। নিজ […] keyboard_arrow_right
  • রঙ্গে হো হো হোরি
    রঙ্গে হো হো হোরি। খেলত নওল কিশোরী।। ধ্রু।। বাজত তাল রবাব পাখাওজ সখিগণ ঘন করতালি। কুঙ্কুম চন্দন আবির উড়ত ঘন বরিখন খন পিচকারি।। দুহুঁ দুহুঁ খেলন সমর প্রবন্ধহি দুহুঁ পর দুহুঁ পড়ু ভোরি। জিতলুঁ জিতলুঁ ঘন দুহুঁ জন গরজন সখিগণ ভন বরজোরি।। খেনে খেনে থকিত বদন দুহুঁ নিরখন যৈছন চাঁদ চকোরি। তহিঁ শিবরাম দাস মন […] keyboard_arrow_right
  • রাধা রাণি শ্যাম রসরাজ
    রাধা রাণি শ্যাম রসরাজ। বৃন্দাদেবী রচিত রাজআসন রঙ্গ হিণ্ডোরক মাঝ।।ধ্রু।। বাজত কিঙ্কিণি নূপুর সুমধুর। নটত হার মণিমাল। মধুকরনিকর রাগ জনু গায়ত গুনগুন শবদ রসাল।। সমুখা সমুখি হেরই পরস্পর। দুহুঁজন হসিত বয়ান। দোলালম্বিত কুসুমপত্রযুত শাখা বীজনক ভান।। দুহুমন রীঝে ভিজি রসবাদর আদর কো করু ওর। উদ্ধব দাস আশ করি হেরইতে সখি সঞে যুগল কিশোর।। keyboard_arrow_right
  • রাধামুখশশি হেরইতে আকুল
    রাধামুখশশি হেরইতে আকুল ভৈ গেল নন্দকিশোর। নিজ কূল ধরম করম সব কিছুরল বিছুরল ছান্দন ডোর।। হরি হরি ইহ কিয়ে ভেলহি রঙ্গ।। বিছুরল কানু শৃঙ্গ বেত্র বেণু বিছুরল অগ্রজসঙ্গ।। বিছুরল শ্রীদাম সুবল মধুমঙ্গল বিছুরল যুদ্ধক যণ্ড। মন মাহা মদন মহোদধি উছলল বিছুরল দোহনভাণ্ড।। হেরইতে ভাবিনি সো রূপ লাবণি তনু মন কর অনুবন্ধে। খড়িক সমীপ সুধামুখি মীলল […] keyboard_arrow_right
  • সখিগণ সমুখহি কাতরে কানু যব
    সখিগণ সমুখহি কাতরে কানু যব সুবিনয় করলহিঁ দীঠে। তব তছু অভিমত করইতে কোই সখি গোপত অলখিতে হও তিরোধান। সুন্দরি অলখিতে হও তিরোধান। গিরিবর কুঞ্জ- কুটিরে অতি গোপতে যাই রাখহ নিজ মান।।ধ্রু।। ইহ অতি চপল- চরিত গিরিধর কিয়ে জানি করু বিপরীতে। শুনি উহ সুবচন ভীতহিঁ জনু জন রাই করল সোই নীতে।। বুঝি পুন নাগর সব গুণ […] keyboard_arrow_right
  • সঘনে আলিঙ্গন করু কত ছন্দ
    সঘনে আলিঙ্গন করু কত ছন্দ। জনু ঘন দামিনী লাগল দ্বন্দ্ব।। বদনে বদন ধরু মনমথ ফন্দ। কিয়ে একুঠামে বান্ধল যুগচন্দ।। মদনমহোদধি উছল হিলোর। জনু নিধি-যুগল করত ঝকঝোর।। শ্রমজলে পূরিত দুহু ভেল এক। জনু রতিমঙ্গল জয় অভিষেক।। ঘেরি বহল কচ তিমির বিথার। জনু রণ জীতল জয় পরচার।। রাগী অধর উরজ অতি চণ্ড। না গণয়ে রদ নখ খণ্ডন […] keyboard_arrow_right
  • সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু
    সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু সখিগণ সঙ্গহি মেলি। গজ-গতি নিন্দি গমন অতি সুন্দর কিয়ে জিত-খঞ্জন-কেলি।। দেখ রাই করল অভিসার। শিরিষ-কুসুম জিনি কোমল পদতল বিপথে পড়ত অনিবার।।ধ্রু।। যো থল-কমল পরশে অতি কোমল ঝামর ভই উপচঙ্ক। সো অব যাহাঁ তাহাঁ কঠিন ধরণি মাহা ডারত বড়ই নিশঙ্ক।। ঐছন ভাতি মিলল কুঞ্জ মাহা দূতিক যাহাঁ উপদেশ। ভণ রাধামোহন তহিঁ যো আচরণ হাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ