• চতুর রঙ্গিণী রাধা সখীগণ সঙ্গ
    চতুর রঙ্গিণী রাধা সখীগণ সঙ্গ। যুকতি করিয়া রপে বুড়ীর সনে রঙ্গ।। অবনত বয়ানে বসিলা তার কাছে। বধূরে বিরস দেখি বুড়ী ঘন পুছে।। আজি কেনে তোমারে এমন পারা দেখি। বদন অরুণ আর ছলছল আঁখি।। কেবা কি বলিল তোরে কেনে না এমন। আমার শপতি লাগে কহিবে এখন।। শাশুড়ী সরস দেখি কহে বিনোদিনী। আপন করম-ভোগ ভূঞ্জিছি আপনি।। কে […] keyboard_arrow_right
  • চলু গজগামিনি হরিঅভিসার
    চলু গজগামিনি হরিঅভিসার। গমন নিরঙ্কুশ আরতি বিথার।।ধ্রু।। পঙ্কজপিছল পথ গুরুয়া নিতম্ব। পড়ু কত বেরি নাহি অবলম্ব।। বিজুরি জোতি দরশায়ল দেহ। উঠইতে চাহে জলধারক থেহ।। ঐছনে মীলল নাগর পাশ। গোবিন্দদাসিয়া কহ পূরল আশ।। keyboard_arrow_right
  • চান্দ-বদনি ধনি করু অভিসার
    চান্দ-বদনি ধনি করু অভিসার। নব নব রঙ্গিণি রসের পসার।। মধু-ঋতু রজনি উজোরল চন্দ। সুমলয়-পবন বহয়ে মৃদু মন্দ।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। অবিরত কঙ্কণ কিঙ্কিণি বাজ।। নূপুর চরণে বাজয়ে রুণুঝুনু। মদন বিজই বাম হাতে ফুল-ধনু।। বৃন্দা-বিপিনে ভেটল শ্যাম রায়। কোকিল মধুকর পঞ্চম গায়।। ধনি-মুখ হেরি মুগধ ভেল কান। বৈঠল তরুতলে দুহুঁ এক ঠাম।। পূরল দুহুঁক মরম […] keyboard_arrow_right
  • চৌদিকে বকুল বন গুঞ্জরে ভ্রমরা
    চৌদিকে বকুল বন গুঞ্জরে ভ্রমরা। কোকিল কুহরে পেখম ধরয়ে ময়ূরা।। বড় দুখ লাগে সই বড় দুখ লাগে। রজনী জাগিয়ে আমি শ্যাম অনুরাগে।। সিরীশ কুসুম দলে শেজ বিছাইয়া। এ ঘর বাহির করি পথ পানে চাইয়া।। দারুণ মদন মোরে যত দেই তাপ। হেন মনে উঠে যমুনায় দিয়ে ঝাঁপ।। পর পতি আশে মুঞি পোহাইলুঁ রাতি। গোপাল দাস কহে […] keyboard_arrow_right
  • টূটল রাইক মান
    টূটল রাইক মান। হেরি সখি কয়ল পয়ান।। যাহাঁ বহু-বল্লভ কান। তুরিতে মিলল সোই ঠাম।। রাইক সহচরি গেল। নাগর হরষিত ভেল।। গদগদ কহ বর কান। রাই কি তেজল মান।। পুন কি মীলব মোয়। ঐছে সফল দিন হোয়।। সো মুখে সুধাময় বাত। শুনি কি জুড়ায়ব গাত।। বঙ্কিম লোচন হেরি। মোহে জিয়ায়ব ফেরি।। তুহুঁ সখি করহ সহায়। তব […] keyboard_arrow_right
  • তেরছ নয়নে ধনি হেরই বামে
    তেরছ নয়নে ধনি হেরই বামে। তহি নহি দেখল নাগর শ্যামে।। চমকি উঠই তব চৌদিশে হেরি। সখিগণ আড়ে নেহারত গোরি।। যব নহি দেখল নাগর কান। দুরহি দূরে গেও রখ সঞে মান।। তবহি করই ধনি কত অনুবন্ধ। হিয়পর জাগল সো মুখচন্দ।। সখিরে পুছই তব কাঁহা মঝু নাহ। কহইতে বাঢ়য়ে বিরহক দাহ।। গোবিন্দদাস কহ কৈছন মান। অবিচারে কাহে […] keyboard_arrow_right
  • তোহারি কোর পর যো হরি তোর
    তোহারি কোর পর যো হরি তোর। তুয়া নাম লেই যবহুঁ ভেল ভোর।। কতিহুঁ গেলি বলি মুরুছল সেহ। তুহুঁ পুন ভোরি না বান্ধলি থেহ।। এ ধনি বিছুরলি সো দিন তোই। কৈছে রহলি এত মানিনি হোই।। তোহে না হেরি তিল যুগ ছিল যাক। সো বিরহানলে পড়ল বিপাক।। ফুলপর তুয়া সঞে শূতয়ে যেহ। তুয়া আগে ধূলি লোটায়ই সেহ।। […] keyboard_arrow_right
  • দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর
    দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর। দুহুঁক নয়নে ঘন ঢরকত লোর।। দুহুঁ তনু পুলকিত গদগদ বোল। ঘরমহি ভীগত দুহুঁক নিচোল।। অপরূপ দুহুঁজন ভাবতরঙ্গ। খেনে ঘন কম্পন খেনে থির অঙ্গ।। চলইতে চাহে দুহুঁ চলই না পারি। কহে মাধব দুহুঁ যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • দুহুঁ রসে ভোর হেরি পাঁচবাণ
    দুহুঁ রসে ভোর হেরি পাঁচবাণ। কেলি-কলা লিয়ে করত সন্ধান।। দেখ পুন চেতন দুহুঁ অবলম্ব। পুনহি অচেতন যব পুন চুম্ব।। বিপুল পুলক বর স্বেদ-সঁচার। চির-থির নয়নে নীর অনিবার।। কাঁপই থরহরি গদ-গদ ভাষ। দুহুঁ দুহাঁ পরশনে কতহুঁ উলাস।। অন-আন-সঙ্গ-রঙ্গে ভরু অঙ্গ। কো করু অনুভব প্রেম-তরঙ্গ।। নিতি নিতি ঐছন হোয়ত বিলাস। কব হেরব রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • দেখ সখি অটমীক রাতি
    দেখ সখি অটমীক রাতি। আধ রজনী বহি যাতি।। দশ দিশ অরুণিম ভেল অব হরি না মিলল রে। বিহি মোরে বঞ্চল রে।। কাহে বনায়লু বেশ। বিঘটন কানুকো সন্দেশ।। কাহুকো নহ ইহ গারি। ধনী জনি হয়ে কুলনারী।। কৈছনে ধরব পরাণ। কো এত সহে ফুল-বাণ।। গোবিন্দদাস যব্‌ জান। অবহি মিলাওব কান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ