• রাসবিলাসে মুগধ নটরাজ
    রাসবিলাসে মুগধ নটরাজ। যূথহি যূথ রমণিগণ মাঝ।। চুম্বয়ে রময়ে সবহুঁ সমভাব। হেরইতে সুবদনি ভেল বিভাব।। কোপে কমলমুখি করল পয়ান। বৈঠলি তিমিরকুঞ্জে করি মান।। মণ্ডলি ছোড়ি রাই যব গেল। হেরি নাগরবর চমকিত ভেল।। আকুল গোকুলবল্লভ কান। ছাড়ি সব রঙ্গিণি করল পয়ান।। বিলপই মনমথবাণে ভই খীণ। ঢুঁড়ই সবহুঁ কুঞ্জে মতিহীন।। রাই না পাই যাই এক কুঞ্জ। রোয়ত […] keyboard_arrow_right
  • ললিতা বিশাখা আদি যত সখীগণ
    ললিতা বিশাখা আদি যত সখীগণ। ত্বরা করি কাজ সারি পরে আভরণ।। সভে সুখী দেখি নিশি ঘন আন্ধিয়ার। নেহরসে সভে ভাসে না করে বিচার।। গুরুজন দুরজনে নিন্দে অচেতন। পাড়ায় বুঝায়ে সাড়া নাহি কোনজন।। চতুরা আভীরী নারী সভেই সেয়ান। সময় বুঝিয়া তবে করল পয়ান।। রাধার মন্দিরে আসি পশিলা সত্বরে। শেখর আদর করি বসায় সভারে।। keyboard_arrow_right
  • শুন শুন বিনোদিনী রাই
    শুন শুন বিনোদিনী রাই। তোহে পুন কহিয়ে বুঝাই।। কানুক ভাব যব হোই। হিয়া মাহা রাখবি গোই।। কোই জনু লখই না পার। বেকত করবি কুলাচার।। কানু উয়ব হিয় মাহা। আন ছলে বিছুরবি তাহা।। গুরু দুরুজন তুয়া পাপ। দেখিলে দেওব বহু তাপ।। থীব করবি সদা চীত। ঐছন কুলবতি-রীত।। পুন জনি ভাবহ আন। ইহ কবিশেখর ভাণ।। keyboard_arrow_right
  • শুন শুন মানিনি কি কহব তোয়
    শুন শুন মানিনি কি কহব তোয়। অনুচিত মানে গোঙায়বি রোয়।। রোই রোই মাধব সাধল তোয়। কাহে কাতর দিঠে চাহসি মোয়।। অব হাম যাইয়ে কি কহব তায়। যাচিত রতন ত্যাগ না যুয়ায়।। সো বিনু অব কোই পূরব আশ। কি কহব তোহে ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • শ্যামর কোরে ঘুমাওল রাই
    শ্যামর কোরে ঘুমাওল রাই। মাধব জাগি রহল মুখ চাই।। রসভরে গর গর নাগর কান। পুন পুন অধরসুধা করু পান।। জাগল রঙ্গিণী ভাগঁল ধন্দ। সচকিত নয়নে হেরি মুখচন্দ।। করে কর জোরি ধরল মুখ চাপি। শ্যামর বদনে বদন রহু ঝাপি।। তহিঁ উপজল কত রতিরসকেলি। নন্দকিশোর লখই দিঠি মেলি।। keyboard_arrow_right
  • শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা
    শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। পিঠেতে পাটের থোপা নামিয়াছে ঝুরি।। লবঙ্গ মালতী মালে গুঞ্জরে ভ্রমরী।। নাসার বেশর দোলে মুকুতা হিলোলে। অধরে মধুর হাসি আধ আধ বোলে।। রঙ্গিম নয়নে কিবা কাজরের রেখা। জলদে বিজুরি যেন চাঁদে দিছে দেখা।। শ্যাম কোলে মিলায়ল রসের মঞ্জরী । জ্ঞানদাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী।। keyboard_arrow_right
  • সখিগণ বচনে বনায়ল বেশ
    সখিগণ বচনে বনায়ল বেশ। বিরচিল কবরি আঁচড়ি নিজ কেশ।। ভালহি দেয়ল সিন্দূর বিন্দু। চন্দন রেখ শোভয়ে আধ ইন্দু।। কত কত আভরণ সজায়ল অঙ্গে। হেরইতে মুরছয়ে কতহুঁ অনঙ্গে।। নীলবসনে তনু ঝাঁপলি গোরি। চললি নিকুঞ্জে শ্যামরসে ভোরি।। মদনমোহন মনমোহিনি নারি। জ্ঞানদাস কহে যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • সখীর বচনে ধনী থির করি চিত
    সখীর বচনে ধনী থির করি চিত। করইতে গমন ভেল উলসিত।। পদ দুই চারি চললি সখী মেলি। ধস ধস অন্তর ধাধস ভেলি।। খেনে খেনে চৌঙকি পাদ পালটায়। খেনে কাতর দিঠে সখিমুখ চায়।। সখিগণ পুন পুন করে আশোয়াস। রহি রহি ধনী হিয়ে উপজে তরাস।। ঐছনে কুঞ্জে মিলল হরি পাশ।। দূরে হেরই যদুনন্দন দাস।। keyboard_arrow_right
  • সহচর সঙ্গহি নাগর কান
    সহচর সঙ্গহি নাগর কান। গোধন দোহনে আওল বিহান।। গোগণ মাঝে চলল যদুবীর। ঘন হাম্বারবে গরজে গভীর।। ধেনু চরণে দেই ছান্দন ডোর। দোহত গোরস নন্দকিশোর।। তনুতনু লাগল দুধক ধার। মরকতে যৈছন মোতি বিথার।। গাগরি ভরি ভরি ভার সাজাই। ভারবাহক দেই গেহ পাঠাই।। কো কহ গোধন দোহন রঙ্গ। খেলই পুন সব সহচর সঙ্গ।। শিশুগণ যুঝত করে লই […] keyboard_arrow_right
  • সাজল মদন কলা রসরঙ্গিণি
    সাজল মদন কলা রসরঙ্গিণি শ্যামমিলন সুখসাধে। শ্রীবৃন্দাবনে বিজই বিনোদিনি রমণি শিরোমণি রাধে।। কুঞ্চিত কেশ বেশ ভালে রঞ্জিত লীলাকমলবয়ানী। শ্রবণে রসাল কনক নব-মঞ্জরি মনমথ মনমথ নয়ানী।। চাঁদনি রাতি চকোর সব মোদিত সুললিত মুরলিসুতান। উনমত কোকিল পঞ্চম গাওত শুনি ধনি কয়ল পয়ান।। হংসিনি গমনি চলনি অতি মন্থর লীলাপদ গতিশোভা। কহে যদুনাথ সাথ ব্রজ-সুন্দরি শ্যাম-পিরীতিরস-লোভা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ