যমুনা পুলিনে থাকি; ডাকি নাথ আয়রে আয়, হারে প্রাণের বন্ধে না চায়। আমি অতি অপরাধী, চতুর্দিকে আছে বাদী, ডাকি তোমায় নিরবধি, নিরাপদে রাখিবায়। তোমার আমার সুদের কষা, কম পড়িলে রতিমাষা, অঞ্চলে ঢাকিয়ে মুখ, ভ্রুকুটী দেখাও আমায়। তুমি আমার মন মহাজন, আমি হেন ঐ ক্ষুদ্রজন, লাভে মূলে করে পতন, বাকী রৈল মোট জমায়। ওহে নাথ কৃপা […]
keyboard_arrow_right