• কালি বলি কালা গেল মধুপুরে
    “কালি বলি কালা গেল মধুপুরে সে কালের কত বাকি। যৌবন-সায়রে সরিতেছে ভাঁটা তাহারে কেমনে রাখি।। জোয়ারের পানি নারীর যৌবন গেলে না ফিরিবে আর। জীবন থাকিলে বঁধুরে পাইব যৌবন মিলন ভার।। যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমরা উড়িয়ে গেল। এ ভরা যৌবন বিফলে গোঁয়ানু বঁধু ফিরে নাহি এল।। যাও সহচরি, জানিহ আসহ বঁধুয়া আসে না আসে। […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মনের মরম
    কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত। কানুর পীরিতি ঝুরি দিবা রাতি সদাই চমকে চিত।। সই, ছাড়িতে নারি যে কালা। কুল তেয়াগিয়া ধরম ছাড়িয়া লইব কলঙ্ক-ডালা।। মাথায় করিয়া দেশে দেশে ফিরে মাগিয়া খাইব তবে সতী চরচার কুলের বিচার তবে সে আমার যাবে।। চণ্ডীদাস কয় কলঙ্কে কি ভয় যে জন পীরিতি করে। পীরিতি লাগিয়া মরয়ে ঝুরিয়া […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মনের মরম
    কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত। কানুর পীরিতি ঝুরি দিবা রাতি সদাই চমকে চিত।। সই,ছাড়িতে নারি যে কালা।। কুল তেয়াগিয়া ধরম ছাড়িয়া লইব কলঙ্কের ডালা।। মাথায় করিয়া দেশে দেশে ফিরে মাগিয়া খাইব তবে। সতী চরচার কুলের বিচার তবে সে আমার যাবে।। চণ্ডীদাস কয় কলঙ্কে কি ভয় যে জন পীরিতি করে। পীরিতি লাগিয়া মরমে ঝুরিয়া […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মনের মরম
    কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত। হিয়ার মাঝারে মরম বেদনা সদাই চমকে চিত।। গুরু জন আগে দাঁড়াইতে নারি সদা ছল ছল আঁখি। পুলকে আকুল দিক্‌ নেহারিতে সব শ্যামময় দেখি।। সখীর সহিতে জলেরে যাইতে সে কথা কহিবার নয়। যমুনার জল করে ঝলমল তাহে কি পরাণ রয়।। কুলের ধরম রাখিতে নারিনু কহিলাম সবার আগে। কহে চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মনের মরম
    কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত। হিয়ার মাঝারে মরম বেদনা সদাই চমকে চিত।। গুরুজন আগে দাঁড়াইতে নারি সদা ছল ছল আঁখি। পুলকে আকুল দিক্‌ নেহারিতে সব শ্যামময় দেখি।। সখীর সহিতে জলেরে যাইতে সে কথা কহিবার নয়। যমুনার জল করে ঝলমল তাহে কি পরাণ রয়। কুলের ধরম রাখিতে নারিনু কহিনু সবার আগে। কহে চণ্ডীদাস শ্যাম […] keyboard_arrow_right
  • কাহে পুন গৌর কিশোর
    কাহে পুন গৌর কিশোর। জাগত যামিনী জনু ব্রজ-কামিনী নব নব ভাবে বিভোর।। কাঞ্চন বরণ ভেল পুন বি-বরণ গদ গদ হরি হরি বেল। মুখ অতি নীরস শবদহি বুঝিয়ে মনমথ মথন হিলোল।। স্তম্ভ কল্প অরু অঙ্গে পুলক ভরু উতপত সকল শরীর। ঘন ঘন শ্বাস বহত লুঠত মহী নয়নহি বহ ঘন নীর।। ঐছন ভাঁতি করত কত বিতরণ প্রেম-রতন-বর […] keyboard_arrow_right
  • কি কহব বঁধুর পিরীতি
    কি কহব বঁধুর পিরীতি। নিরুপম সকলি কি রীতি।। আপনা না জানে আমা পিয়ে। রাখে মোরে হিয়ায় পুরিয়ে।। সদায় বচন নিরখয়। তবু আঁখি তিরপিত নয় বচন শুনিতে সাধ কত। রহে যেন সেবকের মত।। আলতা পরায় মোর পায়। আপনার নাম লেখে তায়।। বলরাম দাসে কহে সার। শ্যাম বঁধু রসের পাথার।। keyboard_arrow_right
  • কি কহব রে সখি রজনীক বাত
    কি কহব রে সখি রজনীক বাত। শুতিয়া আছনু হাম গুরুজন সাথ।। আধ রজনী যব ঊয়ল চন্দা। সুমলয় পবন বহয়ে অতি মন্দা।। গৌরক প্রেম ভরল মঝু দেহা। আকুল জীবন না বান্ধই থেহা।। গৌর গৌর করি উঠলুঁ রোই। জাগল গুরুজন পুছে সব কোই।। গৌর নাম সব শুনল কানে। গুরুজন তবহি করল চিত আানে।। চৌর চৌর করি উঠায়লুঁ […] keyboard_arrow_right
  • কি কহবি মাধব তুরিতহিঁ কহ কহ
    কি কহবি মাধব তুরিতহিঁ কহ কহ হম যায়ব আন-কাজে। তো সঞে বাতহুঁ নহ মঝু সমুচিত দোখ পাওব সখি-মাঝে।। কি কহব সজনী কহিতে বা কিয়ে জানি রাই তেজল অভিমানি।। রাই তেজল বলি তুহুঁ যব তেজবি তব বিখ ভুঞ্জব আনি।। অহিরিণি কুরুপিণি গুণহিনি ভাগিহিনি তাহে লাগি কাহে বিখ পিয়বি। চন্দ্রাবলি-মুখ- চন্দ্র-সুধা-রস পিবি পিবি যুগ যুগ জিয়বি।। পদ্মা […] keyboard_arrow_right
  • কি কাজ কুসুমশয্যা কুঙ্কুম চন্দন
    কি কাজ কুসুমশয্যা কুঙ্কুম চন্দন। কি করব মণিমালা হেম আভরণ।। কর্পূর তাম্বূল কি করব ইহাই। যমুনার জলে সব দেই গো ভাসাই।। নাহ নিঠুর সঙ্গে বাড়াইয়া লেহ। ধিক রহু যুবতী যেবা ধরে দেহ।। ধিক রহু জীবন যৌবন অভিলাষ। ধিক রহু দূতী যে লাজ নাহি বাস।। ধিক রহু মদন কদন দুরাচার। গোপাল দাস ধিক জিউ পরকার।।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ