• কি যে শুনি সুধাময় মুরলীর রব
    কি যে শুনি সুধাময় মুরলীর রব। না সম্বরে অম্বর ধায় গোপী সব।। করে তুলি পরে কেহ পদ-অভরণ। কেহ পরে নিজ আধ নয়নে অঞ্জন।। সদন ছাড়িয়া কেহ কাননেতে ধায়। পয়-পানে শিশু ছাড়ি সেহ গোপী যায়।। এক গোপীর পতি ধরিয়া রাখিল। শ্যাম অনুরাগে সেহ তনু তেয়াগিল।। সকল গোপীর আগে পাইল সেহি রামা। গোবিন্দদাস কহে কি দিব উপমা।। keyboard_arrow_right
  • কি যে শুনি সুধাময় মূরলীর রব
    কি যে শুনি সুধাময় মূরলীর রব। না সম্বরে অম্বর ধায় গোপী সব।। করে তুলি পরে কেহ পদ আভরণ। কেহ পরে নিজ আধ নয়নে অঞ্জন।। সদন ছাড়িয়া সভে কাননেতে ধায়। পরপানে শিশু ছাড়ি কোন গোপী যায়।। এক গোপীরে পতি ধরিয়া রাখিল। শ্যামঅনুরাগে সেহ তনু তেয়াগিল।। সকল গোপীর আগে পাইল সেই রামা। গোবিন্দদাসিয়া কহে কি দিব উপমা।। keyboard_arrow_right
  • কি শুনি সুধা মুরলীরব
    কি শুনি সুধা মুরলীরব। না সম্বরে অম্বর ধায় গোপী সব।। করে তুলি পরে কেহ পদ-আভরণ। কেহ পরে আধ নয়নে অঞ্জন।। সদন ছাড়িয়া কেহ কাননে ধায়। পয়ঃপানে শিশু ছাড়ি সেহো গোপী যায়।। এক গোপীর পতি ধরিয়া রাখিল। শ্যাম অনুরাগে সেহো তনু তেয়াগিল।। সকল গোপীর আগে পাইল সে রামা। গোবিন্দদাস কহে কি দিব উপমা।। keyboard_arrow_right
  • কি হেরিলাম নবজলধরে
    কি হেরিলাম নবজলধরে। সেই হতে পরাণ কেমন করে।। গুরুগরবিত নাহি মানে। নিঝরে ঝরয়ে দু-নয়ানে।। সদাই বিকল মোর প্রাণ। অন্তরে জাগিয়া রৈল শ্যাম।। হিয়া দুরু দুরু তাহে হেরি। বিরলে স্মণ্ডরি রূপ ঝুরি।। পাসরিতে করি তারে মন। পাসরিলে নহে পাসরণ।। কদম্বতলায় শ্যাম-চাঁদে। হেরি কুলবতী পৈল ফাঁদে।। এ যদুনন্দন মন ভোর। হেরি রূপের না পায়ল ওর।। keyboard_arrow_right
  • কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল
    কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল সব বেশ হৈল পয়োধরে দাগা দিল।। ভাবিতে ভাবিতে ধনী অনুমান করি। ধবলীর বৎস এক লয় কোলোপরি।। ছাপাইয়া পয়োধর বুকের কাঁচলি। আনন্দে চলিলা রাই মিলিতে মুরারি।। রাধা-কুণ্ড-তীরে আসি দিলা দরশন। সুবল দেখিয়া শ্যামের চমকিত মন।। কহ রে কহ রে সুবল তব কথা শুনি। কি লাগিয়া নাহি আইল রাধা বিনোদিনী।। সুবল […] keyboard_arrow_right
  • কিবা কালিয়া রূপের ছটা
    কিবা কালিয়া রূপের ছটা। কুবলয়দল দলিত অঞ্জন জিনিয়া জলদঘটা।। কিবা বদনে মধুর হাসি। ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া জিনি শরদের শশী।। কিবা তেরছ নয়ানে চায়। ভেদয়ে অন্তর করে জর জর কি দিব উপমা তায়।। কিবা ভুরু ভ্রমরের পাঁতি। চন্দন তিলক ভালে ঝলমল মজায় যুবতি জাতি।। কিবা মকর কুণ্ডল কানে। দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে মদন না […] keyboard_arrow_right
  • কিবা সে কুণ্ডের শোভা রাই-কানু-মনো-লোভা
    কিবা সে কুণ্ডের শোভা রাই-কানু-মনো-লোভা চারি দিগে শোভে চারু ঘাট। নানা-মণি রত্ন-ছটা অপূর্ব্ব বরণ-ঘটা ফটিক-মণিতে বান্ধা বাট।। প্রতি পথের দুই-পাশে মাণিকের কুটীর আছে রতন-মণ্ডপ তার মাঝে। বৃক্ষ-চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে দুই দুই রত্ন-বেদী সাজে।। কুণ্ডের দক্ষিণ-ভাগে চম্পকের তরু-আগে রতন-হিন্দোলা মণিময়। পূর্ব্বেতে কদম্ব-মালা নানা-মণি-রত্ন-শালা বৃক্ষ-শ্রেণী পুষ্প বরিষয়।। পশ্চিমে রসাল-তরু তাহাতে হিন্দোলা চারু উত্তরে বকুল […] keyboard_arrow_right
  • কীর্ত্তন রসময় আগম অগোচর
    কীর্ত্তন রসময় আগম অগোচর কেবল আনন্দকন্দ। অখিল লোকগতি ভকতপ্রাণপতি জয় গৌর নিত্যানন্দচন্দ।। হেরি পতিতগণ করুণাবলোকন জগ ভরি করল অপার। ভবভয়ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য শ্রীচৈতন্য অবতার।। হরিসংকীর্ত্তনে মজিল জগজন সুর নর নাগ পশু পাখী। সকল বেদ-সার প্রেম সুধাধার দেয়ল কাহু না উপেখি।। ত্রিভুবন-মঙ্গল নামপ্রেমবলে দূরে গেল কলি আঁধিয়ার। শমনভবনপথ সবে এক না রোধল বঞ্চিত রামনন্দ দুরাচার।। keyboard_arrow_right
  • কুঞ্চিত অলক উপরে অলি মাতল
    কুঞ্চিত অলক উপরে অলি মাতল মৌলিক মালতী মালে। চূড়া চিকুর চারু শিখিচন্দ্রক অর্দ্ধক চারু কপালে।। সখি বড়ই বিনোদিয়া কান। কুটিল কটাখে লাখ লাখ কুলবতী ছাড়ল কুল-অভিমান।। মরকত মঞ্জু মুকুর মুখমণ্ডল কাম-কামান ভুরুভঙ্গি। মলয়া চন্দন ভালে বিলেপন যাহা দেখি চান্দ কলঙ্কী।। পীতবসন মণি অভরণভূষিত উরে লম্বিত বনমালে। গোবিন্দদাস কহ অপরূপ হেরলু বিজুরী তরুণ তমালে।। keyboard_arrow_right
  • কুঞ্জহি ভেটল নাগর শ্যাম
    কুঞ্জহি ভেটল নাগর শ্যাম। ধনি অনুরাগিণি সহজই বাম।। গদগদ কহে কথা নাগর পাশ। তুহুঁ কাহে মাধব ভেলি উদাস।। পহিলহি যত তুহুঁ আরতি কেল। সো অব দুরহি দূরে রহি গেল।। হাম তুয়া দরশন লাগি বিভোর। তুহুঁ কাহে বচন না শুনসি মোর।। তুয়া লাগি কুলশীল তেজলুঁ হাম। না জানি কি অবহুঁ আছয়ে পরিণাম।। জ্ঞানদাস কহ নহে চতুরাই। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ