গিয়া সেই গুণী প্রকার করিল সুমন্ত্র কহিল কাণে । কৃষ্ণ-মন্ত্র জপ করিতে লাগিল শুনায় রাধার স্থানে।। “সেই কৃষ্ণ দেহ দেখিল যে, তেঁহ হয়েন রসিকরাজ। সে পহু নাগর সুগড় মূরতি বসতি গোকুল-মাঝ।। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ দহে। এই কুড়ি বর্ণ ভেদ জানাইল পরম স্বরূপ সেহ।। সেই কৃষ্ণ হয় পরম রতন […]
keyboard_arrow_right