সই, জানি কুদিন সুদিন ভেল। মাধব মন্দিরে তুরিতে আওব কপাল কহিয়া গেল।। চিকুর ফুরিছে বসন খসিছে পুলক যৌবন-ভার। বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে দুলিছে হিয়ার হার।। প্রভাত সময়ে কাক কোলাকুলি আহার বাঁটিয়া খায়। পিয়া আসিবার নাম সুধাইতে উড়িয়া বসিল তায়।। মুখের তাম্বুল খসিয়া পড়িছে দেবের মাথার ফুল। চণ্ডীদাস বলে সব সুলক্ষণ বিহি ভেল অনুকূল।।
keyboard_arrow_right