• রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও
    রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও আনি কমলিনী কই তোমায়। মন নিল প্রাণ নিল গো সই প্রাণ বন্ধের প্রেম জ্বালায়। প্রাণ ছাড়া দেহ হইল বল এখন কি করি উপায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে প্রাণ বন্ধে মাইল আমায়। বন্ধু বিনে দেহ জ্বলে দাখ দাখিতে সর্ব গায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে দেহ জ্বলে জ্বলনায়। এগো প্রেম সাগরে ভাসাইল কালা […] keyboard_arrow_right
  • রাই রাই কর অবধান
    রাই রাই কর অবধান। তুআভাবে আকুল রসময় কান।। ধু কালিন্দীরতীরে বাস নিরক্ষিএ তোহ্মা। রসের আবেস হৈআ সদাএ আছি আহ্মা।। তোহ্মা নদেখিআ শ্যামে হাতেরবাঁশী ফেলে। ভূমিতে পড়িআ বাঁশী রাধা রাধা বোলে।। খেনে হাসি খেনে বাঁশী খেনে গড়ি জাএ। অধরে মুররি থুইআ তুআ গুণ গায়।। মীর ফএজুল্লা কহে রসবতী রাই। রসের পসার লৈআ ভেটগে কানাই।। keyboard_arrow_right
  • রাই রাই নাম আর সব আন
    রাই রাই নাম আর সব আন চিবুকে মুরলী দিয়া। রাধা নাম দুটি আঁখর জপিছে কোথা সে রসের পিয়া। খেণে রাধা-রূপ ধেয়ান করয়ে অন্তরে ওরূপ দেখি। খেণেক নিশ্বাসে অতি সে হুতাশে রাধা নাম তাহে লিখি।। মুদিত নয়ন সদা রাধা নাম পাইয়া আপন মনে। তেজল সকল বেশ পরিপাটী রহই একটি ধ্যানে।। করের অঙ্গুলি ধরি কত বেরি জপয়ে […] keyboard_arrow_right
  • রাই রাই নাম আর সব আন
    রাই রাই নাম আর সব আন চিবুকে মুরলী দিয়া। রাধা নাম দুটি আঁখর জপিছে কোথা হে রসের প্রিয়া।। ক্ষেণে রাধারূপ ধেয়ান করয়ে অন্তরে ও রূপ দেখি। ক্ষেণেক নিশ্বাসে অতি সে হুতাশে রাধা নাম তাহে লিখি।। মুদিত নয়ন সদা রাধা নাম গাইয়া আপন মনে। ত্যজল সকল বেশ পরিপাটী রহই একটি ধ্যানে।। করের অঙ্গুলি জপি কত বেরি […] keyboard_arrow_right
  • রাই লএ রামে কদম্ব-কাননে
    রাই লএ রামে কদম্ব-কাননে দাণ্ডাল্য রসিক হরি। রাহু জেন আসি গরাসিল সসি তেমতি রাধারে হেরি।। মেঘ হল হরি রাধিকা বিজুরি নবঘনে বেড়ি আসি। দুহার তুলনা দিতে নাহি সিমা নখপরে কত সসি।। নবঘন দেখি তিসিত চাতকি রসমই হল্য তাঅ। চাতকির আসা মিটাতে পিপাসা নবঘন স্যাম রাঅ।। রাধা লঞা কোরে নিভৃতে নিঅড়ে রসমঅ রসে ভোর। চান্দ পরে […] keyboard_arrow_right
  • রাই শ্যাম একই পরাণ
    রাই শ্যাম একই পরাণ। হেরি নাগর ধরণে না যান।। শ্যাম-অঙ্গেতে অঙ্গ হেলাইয়া । বাহু বাহু আছয়ে বেড়িয়া ।। সোনায় সোহাগা যেন মিলে। তেমতি নাগরী নাগর-কোলে।। এক অঙ্গ দুহু নহে ভিন। চণ্ডীদাস দেখি নিশিদিন।। keyboard_arrow_right
  • রাই শ্যাম একই পরাণ
    রাই শ্যাম একই পরাণ। হেরি নাগর ধরেণ না যান।। শ্যাম-অঙ্গেতে অঙ্গ হেলাইয়া। বাহু বাহু আছয়ে বেড়িয়া।। সোনায় সোহাগা যেন মিলে। তেমতি নাগরী নাগর কোলে।। এক অঙ্গ দু হু নহে ভিন। চণ্ডীদাস দেখি নিশি দিন।। keyboard_arrow_right
  • রাই সাজে বাঁশী বাজে পড়ি গেও উল
    রাই সাজে বাঁশী বাজে পড়ি গেও উল। কি করিতে কিবা করে সব হৈল ভুল।। মুকুরে আঁচড়ি রাই বান্ধে কেশ-ভার। পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার।। করেতে নূপুর পরে জঙ্ঘে পরে তাড়। গলাতে কিঙ্কিণী পরে কটিতটে হার।। চরণে কাজর পরে নয়নে আলতা। হিয়ার উপরে পরে বঙ্করাজ-পাতা।। শ্রবণে করয়ে রাই বেশর সাজনা। নাসার উপরে করে বেণীর […] keyboard_arrow_right
  • রাই সুনাগরী প্রেমের আগরি
    রাই সুনাগরী প্রেমের আগরি সঙ্কেত পড়িল মনে। বড়ায়েরে ডাকি কহে চন্দ্রমুখী– “যাইব মথুরা পানে।।” আনি গোপীগণ যুথের মিলন “চল চল যাব বিকে। দধির পশরা সাজাহ তোমরা বিলম্ব না সহে মোকে।।” সব গোপীগণ চলিলা ভবন সাজিলা পশরা লই। ঘৃত ছেনা দুধ ঘোল নানাবিধ ভাণ্ডে সাজাইল দই।। সোনার গাগরি সাজায়ে দুসারি ওড়নি বিচিত্র তাতে। করে অতি শোভা […] keyboard_arrow_right
  • রাই সুনাগরী প্রেমের আগরি
    রাই সুনাগরী প্রেমের আগরি সঙ্কেত পড়ল মনে। বড়াইয়ে ডাকি কহে চন্দ্রমুখী যাইবক মথুরা পানে।। আনি গোপীগণ যূথের মিলন চল চল যাব বিকে। দধির পশরা সাজাহ তোমরা বিলম্ব না কর মোরে।। সব গোপীগণ চলিলা ভবন, সাজায়ে পশরা লই। ঘৃত ছেনা দুধ ঘোল বিবিধ ভাণ্ডে সাজাইছে দই।। সোণার গাগরি সাজায়ে দুসারি ওড়নি বিচিত্র নেত। করে অতি শোভা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ