• রাইর পিরীতি আদর আরতি
    রাইর পিরীতি আদর আরতি দেখিঞা লাগিল ধন্দ। মানের ভরমে ধরিঞা চরণে আকুল গোকুলচন্দ।। নাগর কান্দিতে কান্দিতে বলে। আচম্বিতে আসি মোর কোলে বসি অচেতন কেনে হল্যে।। জনমে জনমে জীবনে মরণে তোমার নফর আমি। বিরহ আনলে তেজিব পরাণ পিরীতি ভাঙ্গিলে তুমি।। উঠ উঠ ধনি চরণ দুখানি ধরহ আমার মাথে। দীনবন্ধু বলে রাই পদতলে যুড়িঞা যুগল হাথে।। keyboard_arrow_right
  • রাইর বচনে উলসিত মনে
    রাইর বচনে উলসিত মনে না-খানি আনিল তটে। সহচরি মেলি দিঞা হুলাহুলি আসিঞা নামিল ঘাটে।। ধনী রঙ্গিয়া বড়াই সাথে। নাএর উপরে চাপিল সকলে ধরিঞা শ্যামের হাথে।। অঙ্গের পরশে রসের আবেশে অবশ দোঁহার গা। রসের পাথারে যাইঞা সাঁতারে টলবল করে লা।। ভয়ে সখীগণ মুদিল নয়ন ঝাঁপিল যুগল করে। কাঁপিতে কাঁপিতে ধনী আচম্বিতে ধরিল শ্যামের গলে।। রসিক নাগর […] keyboard_arrow_right
  • রাইর মুখেতে দুখের কথনা
    রাইর মুখেতে দুখের কথনা শুনি প্রিয় সখি যান। ইসত হাসিয়া সকলে ত্বরিতে ভাঙ্গাইতে কানু মান। শুনহ নাগর কান। একি অদভূত শুনিয়ে চরিত প্রিয়াকে কর‍্যাছ মান।।ধ্রু।। বিদগধ হৈয়া কি দোষ দেখিয়া বাঁকা কৈলে নিজ মুখ। রাই পালটিয়া গমন করিলা মরমে পাইয়া দুখ।। দূতীর চাতুরী বুঝিয়া কংসারি মান মন কথা কর। কহে হরেকৃষ্ণ সখীর বচনে রাইরে সদয় […] keyboard_arrow_right
  • রাইরূপ মনসিয়া বুলে বন বন
    রাইরূপ মনসিয়া বুলে বন বন কিবা কোথা লুচি(কি)য়াছে মোর প্রাণধন।। কামে থরহর নাগর চলিতে না পারে। রাধাকুণ্ড-তীরে থাকি ডাকে উচ্চৈঃস্বরে ।। কোখানে আছগো ধনি দিও আমারে দেখা। অনুক্ষণে ডাকে শ্যাম রাধিকা রাধিকা।। দুনয়ানে বহে বারি রাইরূপ চিন্তি। রাই না দেখিয়া শ্যাম ধৈর্য্য না ধরন্তী।। ধৈর্য্য না ধরে শ্যাম বলে হাই হাই। চণ্ডীদাস বলে কিবা বিহিল […] keyboard_arrow_right
  • রাকা নিশাকর কিরণ নিহারি
    রাকা নিশাকর কিরণ নিহারি। যতনে পরয়ে ধনি ধবলিম সারি চন্দচন্দন লেপিত সব অঙ্গ। সিত কুসুমাবলী হাস নব রঙ্গ।। অব নব রঙ্গিণী করত অভিসার। কুচযুগে সোহই মুকুতার হার।। অভরণ সুবরণ শশিমণি সাজ। পদগতি মন্থর জিনি হংসরাজ।। মনোহর কুঞ্জ কুন্দ পরকাশ। গোবিন্দদাস কহে মিলল শ্যামপাশ।। keyboard_arrow_right
  • রাখরে রাখরে মন মানাইয়া আমার প্রাণি
    রাখরে রাখরে মন মানাইয়া আমার প্রাণি হরিয়া নিল কানাইয়া।। ধু ঘটেতে না রহে মন, সদা করে উচাটন, কি দিয় বাখিমু চিত্ত মানাইয়া। কালিয়া কালিন্দীর কুলে, দাণ্ডাইয়াছে তরুমূলে কত রূপ ধরে বেশ বানাইয়া।। চূড়াটি টানিয়া বামে, ত্রিভঙ্গ হইয়া শ্যামে বাজাএ বংশী মোর নাম লইয়া। সৈয়দ মর্তুজা কয়, তেজ রাধে লাজ ভয় ঘরে যাও বন্ধের মন মানাইয়া […] keyboard_arrow_right
  • রাখাল আমার আছে কারসনে রে
    রাখাল আমার আছে কারসনে রে নগরবাসী, গোপাল আমার রৈল কোন বনে। দিনমণি অস্ত গেল মন্দির হৈল খালি যশোদা আসিবে ঘরে দিল হাতে তালি, ( রে নগরবাসী) আজি গেল কাল গেল হৈল কত কাল চণ্ডালিনী সনে পীরিত ঘটিল জঞ্জাল। (রে নগরবাসী) বনে বনে ঘুরে সদা নাহি রাখে ডর গোট ধেনু হারিয়ে পীরিত করিল বিস্তর। (রে নগরবাসী) […] keyboard_arrow_right
  • রাখাল বর্ব্বর জাতি অতি বড় চঙ্গ
    রাখাল বর্ব্বর জাতি অতি বড় চঙ্গ। কভু নাহি কৈলে তুমি সুজনের সঙ্গ।। গোয়ালা গোঙার জাতি কৌতুকে বিভোরা। কমলে খঞ্জন পাখী দেখিয়াছ পারা।। রাখাল হইয়া পরশিতে চাহ গাও। হেন বুঝি দেখিয়াছ তক্ষকের পাও।। নাগরালি ভাঙ্গি যাবে শুনহ কানাই। তুমি যে করেছ সাধ তাহা হৈবে নাই।। কালিয়া নহিলে গাও ধরনে না যাইত। রাখাল নহিলে পাও ভূমে না […] keyboard_arrow_right
  • রাখালে রাখালে দেই হৈ হৈ রব
    রাখালে রাখালে দেই হৈ হৈ রব। মাধব-মন্দিরে যাই উতরিল সব।। খীর ননী দধি ছানা ধড়াতে বান্ধিয়া। খাইবার তরে রাই লইল মাগিয়া।। যত সখীগণ সব হইল রাখাল। শ্রীহরি বলিয়া সভে চালাইল পাল।। শিঙ্গা-বেণু কলরব গগনে উঠিল। যমুনার তটে কৃষ্ণ বলি উতরিল।। গোকুলের মধ্যে মোরা গাভীর রাখাল। আচম্বিতে শিঙ্গা-বেণু বাহিরাইল পাল।। সুবলে ডাকিয়া তখন কহিছে কানাই। হেন […] keyboard_arrow_right
  • রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা
    রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা অতিশয় শ্রম সভাকার। ননীর পুতলী শ্যাম রবির কিরণে ঘাম স্রবে যেন মুকুতার হার।। শ্রীদাম আসিয়া বোলে বৈসহ তরুর তলে কানাই হইবে মাঠে রাজা। যমুনাপুলিনে ভাই কংসের দেহাই নাই কেহু পাত্র মিত্র কেহু প্রজা।। বনফুল আন যত সপত্র কদম্প শত অশোক পল্লব আম্র-শাখা। শুনি শ্রীদামের কথা সকল আনিল তথা নবগুঞ্জাগুচ্ছ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ