• রাধামাধব বৃন্দাবন মাঝ
    রাধামাধব বৃন্দাবন মাঝ। দুহুঁ পরিহাস দূরে রহু লাজ।। কানু বিচারল মনমথ তন্ত্র। ধনী পসারল সুরতি রস যন্ত্র।। এক গুণ কানু শত গুণ রাই। সহচরী হাস রস অবগাই।। উত্তর প্রতি উত্তর পুন দেল। কি কহব মাধব নিশবদ ভেল।। সঙ্গিনী রঙ্গে জয় জয় ভাষ। দূরে রহল তহি গোপাল দাস।। keyboard_arrow_right
  • রাধামাধব যব দুহুঁ মেলি
    রাধামাধব যব দুহুঁ মেলি। নিদাঘক দাহ সবহুঁ দুরে গেলি।।ধ্রু।। তহিঁ পুন সরোবর-মন্দির মাঝ। জল-কণ-শীকর-নিকর বিরাজ।। সৌরভ-মিলিত গন্ধবহ মন্দ। কি করব দিনমণি-কিরণক বন্ধ।। তহিঁ বর সুরত-বাপি অবগাহ। রাধামোহন পহু রসিক সুনাহ।। keyboard_arrow_right
  • রাধামাধব রতনহি মন্দিরে
    রাধামাধব রতনহি মন্দিরে। নিবসই সয়নক সুখে। রসে রসে দারুন দন্দ উপজায়ল কান্ত চলল তহি রোখে।। নাগর-অঞ্চল করে ধরি নাগরি হসি মিনতী করু আধা। নাগর-হৃদয়ে পাঁচ-সর হানল ঊরজ দরসি মনবাধা।। দেখ সখি ঝুটক মান। কারন কিছুও বুঝই নাহি পারিয়ে তব কাহে রোখল কান।। রোখ সমাপি পুন রহসি পসারল তাহিঁ মধথ পঁচবান। অবসর জানি মানবতি রাধা কবি […] keyboard_arrow_right
  • রাধামাধব রতি-রণ বিরমে
    রাধামাধব রতি-রণ বিরমে। বৈঠল মাধব রাধা বামে।। হেরি সহচরি কোই চামর বিজই। বয়ান পাখালি বসনে কোই মোছই।। কোই সখি দেয়ল তাম্বুল বয়নে। আনন্দে হেরই ঢরঢর নয়নে।। কোই সখি দেয়ত গন্ধ সুবাসে। চরণ সেবন করু বলরাম দাসে।। keyboard_arrow_right
  • রাধামাধব শয়নহি বৈঠল
    রাধামাধব শয়নহি বৈঠল আলসে অবশ শরীর। তবহি বনেশ্বরি বহুত যতন করি আনল শারি শুক কীর।। হেরি দোহেঁ ভেল আনন্দ। রাইক ইঙ্গিতে বৃন্দা পঢ়াওত বহু গীত পদ্য সুছন্দ।। কানুক রুপ গুণ শুক কর বর্ণন প্রেমে প্রফুল্লিত-পাখ। শারি পড়ত যত রাই-গুণামৃত কানুক বুঝিয়া কটাখ।। ঐছন দুহুঁ জন ইঙ্গিতে দুহুঁ পুন পাঠ করত অনুপাম। সো বচনামৃত শ্রবণহি শুনব […] keyboard_arrow_right
  • রাধামাধব সখিগণ সঙ্গ
    রাধামাধব সখিগণ সঙ্গ। নাহি উঠল তিরে মোছল অঙ্গ।। সভে মেলি কয়ল বসন পরিধান। করতহিঁ বহুবিধ বেশ বনান।। বৈঠল দুহুঁ জন নিরজনকুঞ্জে। রতনপীঠ পর আনন্দপুঞ্জে।। বহু উপকার তাহি আনি দেল। ভোজন কয়ল সখীগণ মেল।। ভোজন সারি শয়নপরিষঙ্কে। নাগরি শূতল নাগরঅঙ্কে।। ললিতা তাম্বূল বীড় বনাই। উদ্ধবদাস কবে দেওব যোগাই।। keyboard_arrow_right
  • রাধামাধব সহচরি সাথ
    রাধামাধব সহচরি সাথ। কত কত উপজয়ে রসময় বাত।। না জানিয়ে প্রেম কলহ কিয়ে ভেল। নিজ প্রতিবিম্ব ভানে দুহুঁ গেল।। চীত পুতলি সম সহচরি থারি। কি কহব বচন কহই নাহি পারি।। দুহুঁ জন ভেল অকারণ মান। এক দিশে সুন্দরি আর দিশে কান।। বন মাহা দুহুঁ পরবেশল যাই। এক তরুর মূলে বৈঠলি রাই।। একলি রোয়ত অবনত শীর। […] keyboard_arrow_right
  • রাধামুখ কঙল বিমল
    রাধামুখ কঙল বিমল নিরখি চিত রিঝাওয়ে। কোটি চন্দ্র কোটি ভানু মদন ছবি নিছাওয়ে।। ভাল সুন্দর অতি মনোহর কুবলয় দলনয়নী। অধর অরুণ মুকুতা দশন হাস অমিয়া বয়নী।। শ্রবণভূখণ জিনি রবিছবি বেশরযুত নাসা। ঘন মৃগমদতিলক অলক খলিত চাঁচর কেশা। জিনি নবঘন নীল বসন গলে গজমোতি হার। ত্রিভূবন মন মোহিনি রূপ উদ্ধব বলি হার।। keyboard_arrow_right
  • রাধামুখশশি হেরইতে আকুল
    রাধামুখশশি হেরইতে আকুল ভৈ গেল নন্দকিশোর। নিজ কূল ধরম করম সব কিছুরল বিছুরল ছান্দন ডোর।। হরি হরি ইহ কিয়ে ভেলহি রঙ্গ।। বিছুরল কানু শৃঙ্গ বেত্র বেণু বিছুরল অগ্রজসঙ্গ।। বিছুরল শ্রীদাম সুবল মধুমঙ্গল বিছুরল যুদ্ধক যণ্ড। মন মাহা মদন মহোদধি উছলল বিছুরল দোহনভাণ্ড।। হেরইতে ভাবিনি সো রূপ লাবণি তনু মন কর অনুবন্ধে। খড়িক সমীপ সুধামুখি মীলল […] keyboard_arrow_right
  • রাধার আবেশে গমন মন্থর
    রাধার আবেশে গমন মন্থর চলিল আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্র-মালা জপিতে জপিতে প্রবেশ করল গিয়া।। উপবন-মাঝে প্রবেশ করিল সুখময়ী ধনী রাই। প্রেম-রস-ভরে আধ আধ বোল কহিছে সঘনে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার পাশে।– “কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তুরিত বেশে।। নাগর-শেখর একলা আছয়ে চলহ তুরিত করি।” গিয়া বৃন্দাবনে দিল দরশন চণ্ডীদাস কহে ভালি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ