• রাধে নিগদ নিজং গদমূলম্
    রাধে নিগদ নিজং গদমূলম্। উদয়তি তনুমনু কিমিতি তাপ-কুল- মনুকৃত-বিকট-কুকূলম্।। প্রচুর-পুরন্দর- গোপ-বিনিন্দক কান্তি-পটলমনুকূলম্‌। ক্ষিপসি বিদূরে মৃদুলং মুহুরপি সংভৃতমুরসি দুকূলম্।। অভিনন্দসি নহি চন্দ্র-রজোভর- বাসিতমপি তাম্বূলম্। ইদমপি বিকিরসি বরচম্পককৃত মনুপমদাম সচূলম্।। ভজদনবস্থিতি- মখিল-পদেসখি সপদি বিড়ম্বিত-তূলম্। কলিত সনাতন- কৌতুকমপি তব হৃদয়ং স্ফুরতি সশূলম্।। keyboard_arrow_right
  • রাধে নিজ-কুণ্ড-পয়সি
    রাধে নিজ-কুণ্ড-পয়সি তুঙ্গীকিুরু রঙ্গং। কিঞ্চ সিঞ্চ পিঞ্ছ- মুকুটমঙ্গীকৃত-ভঙ্গং।। অস্য পশা ফুল্ল- কুসুম-রচিতোন্নত-চূড়া। ভীতিভিরতি–নীল নিবিড়-কুন্তলমনুগূঢ়া।। ধাতু-রচিত-চিত্র- বীথিরম্ভসি পরিলীনা। মালাপ্যতি শিথিল বৃত্তিরজনি ভৃঙ্গ-হীনা।। শ্রীসনাতন-মণিরত্ন- অংশুভিরতিচণ্ডং। ভেজে প্রতিবিম্ব- ভাব-দম্ভাত্তব গণ্ডং।। keyboard_arrow_right
  • রাধে রাধে শ্যামকোরে শুতি ঘুমাইল
    রাধে রাধে শ্যামকোরে শুতি ঘুমাইল। শ্যাম-গোরী অঙ্গ জড়ি অঙ্গে মিশাইল।। দুহু-বাহু জনু রাহু চান্দে আগোরল। নব-জলধর কিয়ে বিজুরী ঝাঁপল।। কি নীল কমলে হেম-কমল উজ্জ্বল। ঘন শশী মিশামিশি খসিয়া পড়ল।। কিয়ে হেম যুথী তরু-তমালে বেড়ল। যদু ভণে ঘন যেন চাঁদে মিশায়ল।। keyboard_arrow_right
  • রাধে, আন জন যত বলে
    “রাধে, আন জন যত বলে। সে সব বচন এ চুয়া-চন্দন লেপন করেছি হেলে।। তুমি মোর ধনি, নয়ন-অঞ্জন তুমি মোর দুটি আঁখি। যবে তিল আধ তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে ভাবি মনে মনে আঁখি অগোচর যবে। তবে কি পরাণে স্থিরতর রহে পরাণ না রহে তবে।। তেজি আন পথ যো পথ আরোপি সকল গোচর […] keyboard_arrow_right
  • রাম কানাই আসিঞা কালিন্দীতীরে রে
    রাম কানাই আসিঞা কালিন্দীতীরে রে। বসন রাখিঞা ঝাঁপিঞা ঝাঁপিঞা কালিন্দীর জলে গিরে রে।। উঠি উঠি পুন পড়ই সঘন কলরব করি হাসে রে। হুলাহুলি দিঞা সাঁতার বাহিঞা কালিন্দীর জলে ভাসে রে।। পরশ পাইঞা উলসিত হঞা যমুনা উজান ধরে রে। অখিলের পতি পাঞা পুণ্যবতী ভাসিল আনন্দনীরে রে।। তটে ধেণুগণ আনন্দে মগন দেখিঞা খেলার বিধি রে। দীনবন্ধু বলে […] keyboard_arrow_right
  • রাম কানু দুই ভাই দুই দিকে দাঁড়াইল
    রাম কানু দুই ভাই দুই দিকে দাঁড়াইল। দুজনে সমান খেলু বাঁটিয়া লইল।। সুবল কানায়ের দিকে নাচিতে লাগিল। শ্রীদাম সুদাম তারা কানাইয়ের দিকে হৈল।। সভাই সমান খেলু বাঁটিয়া লইল। হারিলে চড়িব কান্ধে এই পণ করিল।। আজুকার খেলাতে ভাই যে জন হারিবে। কান্ধে করি বংশীবটে রাখিয়া আসিবে।। সাতলি ভাঙ্গিতে নারি ভেয়েরে কানাই। আপনি সাতলি ভাঙ্গি জিতল বলাই।। […] keyboard_arrow_right
  • রাম পানে চায় রাণী গোপাল পানে চায়
    রাম পানে চায় রাণী গোপাল পানে চায়। কি বোলে বিদার দিব মুখে না জুয়ায়।। সকালে আসিহ গোপাল ধেনুগণ লইয়া। অভাগিনী রৈল তোর চাঁদ মুখ চাইয়া।। থাকিয়া শ্রীদামের কাছে চরাইও বাছুরি। জোরে শিঙ্গারব দিও পরাণে না মরি।। এ ক্ষীর নবনী তোরে যাইতে এই দিলুঁ। তুমি যাবে দূর বনে আমি ভাবি মলুঁ।। তুমি না ভাবিহ মা কাননে […] keyboard_arrow_right
  • রামদাস তোর নাম মোর সনে সদা কাম
    রামদাস তোর নাম মোর সনে সদা কাম ভায়্যা ভায়্যা ডাক গৌরাঙ্গ। সুদাম সুদাম বোলে এই মাত্র করে রোলে তোমা সঙ্গ নহে যেন ভঙ্গ।। আরে মোর সুদাম রঙ্গিয়া। এবে নাম অভিরাম আমা সনে তোর কাম ডাকে মোর নিতাই সঙ্গিয়া। বৃন্দাবন পড়ে মনে থাকে নব বৃন্দাবনে ডাকে কেনে রাধা রাধা বলি। গদাধর মুখ হেরি মুরছিত গৌরহরি কোলে […] keyboard_arrow_right
  • রামা অধিক চন্দিম ভেল।
    রামা অধিক চন্দিম ভেল। কতনে জতনে কত অদবুদ বিহি বিহি তোহি দেল।। সুন্দর বদন সিন্দুর বিন্দু সামর চিকুর ভার।। জনি রবি সসি সঙ্গহি উগল পাছু কএ অন্ধকার।। চঞ্চল লোচন বাঙ্কে নিহারএ অঞ্জন সোভা পাএ। জনি ইন্দীবর পবলে পেলল অলি ভরে উলটাএ।। উনত উরজ চিরে ঝপাবএ পুনু পুনু দরসাএ। জইঅও জতনে গোঅএ চাহএ হিমগিরি ন নুকাএ।। […] keyboard_arrow_right
  • রামা তোরি বঢ়াউলি কেলি
    রামা তোরি বঢ়াউলি কেলি। কতয় দেখলি নবি নলিনী মত মতঙ্গজ মেলি।। গোর সরীর পয়োধর কোরী পরসে অরুন ভেল। কনক বলরি জনি রতোপলে মুকুলে উদয় দেল। ছৈল জন জদি দৈনে ন পাইঅ তাহেরি হৃদয় মন্দ। খনে খনে রতি রভসে আগর দিনে দিনে নব চন্দ।। মঞে নবীনা পিয়া সআনা কুপুত কুসুমবান। কেসরি কর করিনী পড়লি তাসু মহতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ