• রূপ হেরি মোহিত সদায়
    রূপ হেরি মোহিত সদায়।। ধু পরম সুন্দরী রাধা ভুবন মোহন। হংসগতি জিনি অতি লজ্জিত খঞ্জন।। ইন্দ্রাণী মেনকা গতি জিনিয়া ভঙ্গিমা। ভুজঙ্গ পেখন জিনি চূড়ার মহিমা।। কমল পোতল তনু বায় ঢলি পরে। সততে মোহিত রাণী মুরলীর স্বরে।। হরির মুরলী ধনী পূজে রাত্রদিনে। হরি রাধা কৃপা দানে আলি রাজা ভণে।। keyboard_arrow_right
  • রূপ কলা গুণ সুব সম্পূরণ
    রূপ কলা গুণ সুব সম্পূরণ ঐছন কানু বর নাহ। আছিল আমার চিতে তুয়া সঞে মিলাইতে ভালে ভেল বিহি নিরবাহ।। সখি হে কাহে তুহুঁ মানসি লাজে। বিহিপরসাদে সাধ সব পূরল বুঝল মো অপরূপ কাজে।। যাকর কাহিনি ছাড়ি তুহুঁ আন দিন আন না শূনসি কানে। বচন রচন করি সব উলটায়সি আজু দেখি আন সন্ধানে।। সব আন চীত […] keyboard_arrow_right
  • রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি
    রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি গোলোকে বিহরে কুতূহলে। ব্রজ-রাজ-নন্দন গোপিকার প্রাণ-ধন কি লাগি লোটায় ভুমি-তলে।। keyboard_arrow_right
  • রূপ দেখি আখি তিল আধ পালটিতে নারি
    রূপ দেখি আখি তিল আধ পালটিতে নারি মন অনুগত নিজ লাভে। অপরশে দেই পরশ-সুখ-সম্পদ শ্যামর সহজ স্বভাবে।। সজনী পিরিতি মুরতি বরদাতা। প্রতি অঙ্গে অখিল অনঙ্গ -সুখ-সায়র নায়র নিরমিল ধাতা।। লীলা-লাবণি অবনি অলঙ্কুরু কি মধুর মন্থর গমনে। লহু অবলোকনে কত কুল-কামিনী শূতল মনসিজ-শয়নে।। অলখিত হৃদয় অন্তব অপহব বিছুরল না হএ সপনে । জ্ঞানদাস কহে তব কৈছন […] keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।। বৃকভানুপুরে যত পুরবাসিগণ । সুগধ হইয়া রহে দেখিয়া সুঠাম।। এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।। লাগিল মোহ নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন […] keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। “রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।।” বৃকভানুপুরে যত পুরবাসিগণ। মুগধ হইয়া রহে দেখিয়া সুঠান।। “এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।।” লাগিল মোহ-নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন ভিতে।। মদন-মূরতি […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা।। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমাণ কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমনি গতিকে রাশি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন-রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া ফুলের […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমান কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমতি গতিকে বাসি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া […] keyboard_arrow_right
  • রূপ দেখি লোচন নাহি নেউটায় ক্ষণ
    রূপ দেখি লোচন নাহি নেউটায় ক্ষণ মন অনুগত নিজ লাভে। অপরশে দেই পরশরসসম্পদ শ্যামর সহজ স্বভাবে।। সখি হে মুরতি পিরীতিসুখদাতা। প্রতি অঙ্গ অখিল- অনঙ্গরসসায়র নায়র নিরমিল ধাতা।। লীলা লাবণি অবনী অলঙ্করু কি মধুর মন্থর গমনে। লহু অবলোকনে কত কুলকামিনী শুতল মনসিজ শয়নে।। অলখিতে আকুল অন্তর অপহর বিছুরণ না হয় স্বপনে। জ্ঞানদাস কহে তবহুঁ কৈছন হয়ে […] keyboard_arrow_right
  • রূপ দেখি হিয়া কেমন করে
    রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাছে আছে এক দোষ জানি কবে অনিরোষ গুরু জন জানি করে বল।। শুনহ মরম-প্রিয়া এ হেন রসিক লয়া করিথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ