• রূপ দেখি হিয়া কেমন করে
    “রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাশে আছে এক দোষ জানি করে অতিরোষ গুরুজন জানি কর বল।। শুনহ মরম- প্রিয়া এ হেন রসিক লয়া কিরথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
  • রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে
    রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে। এত কি সহিতে পারে অবলা পরাণে।। দ্বিগুণ দহয়ে তনু মুরলীর স্বরে। কুলিন সাপিনী যেন গরল উগরে।। আর তাহে তাপ দিল পাপ ননদিনী। ব্যাধের মন্দিরে যেন কম্পিত হরিণী।। নিরবধি প্রাণ মোর শ্যামঅনুরাগী। যে মোরে ছাড়িতে বলে হবে বধের ভাগি।। জ্ঞান কহে সেই কহ সেই সে করিব। শ্যামবন্ধুর লাগি পরাণ হারাইব।। keyboard_arrow_right
  • রূপ লগি আঁখি ঝুরে গুণে মন ভোর
    রূপ লগি আঁখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। পরাণ পিরীতি লাগি থির নাহি বান্ধে।। সই কি আর বলিব। যে পণ কর‍্যাছি নে সেই সে করিব ।।ধ্রু।। দেখিতে যে সুখ উঠে কি বলিব তা। দরশ পরশ লাগি আউলাইছে গা।। হাসিতে খসিয়া পড়ে কত মধুধার। […] keyboard_arrow_right
  • রূপ সনাতন সঙ্গে শ্রীজীব-গোসাঞি
    রূপ সনাতন সঙ্গে শ্রীজীব-গোসাঞি। কত ভক্তিগ্রন্থ কৈল লেখাজোখা নাই।। মনের বাসনা আত্মশুদ্ধির কারণ। কতিপয় গ্রন্থনাম করিব কীর্ত্তন।। গোপাল বিরুদাবলী কৃষ্ণপদ চিহ্ন। শ্রীমাধবমহোৎসব রাধাপদচিহ্ন।। শ্রীগোপাল চম্পূ আর রসামৃত শেষ। কৃপাম্বুধিস্তব সপ্ত সন্দর্ভ বিশেষ।। সূত্রমালা ধাতুসংগ্রহ কৃষ্ণার্চ্চন। সঙ্কল্পকল্পবৃক্ষ হরিনামব্যাকরণ।। নিখিল লিখিলা গ্রন্থ কত কৈব নাম। খুলিলা ভক্তির দ্বার কহে বলরাম।। keyboard_arrow_right
  • রূপ হেরি আঁখি মোর পুন নাহি নেওটই
    রূপ হেরি আঁখি মোর পুন নাহি নেওটই মন অনুগত নিজ লাভে। অপরশ দেই পরশসুখ সম্পদ শ্যামর সহজে সভাবে।। পিরীতি মূরতি বরদাতা। প্রতি অঙ্গে অখিল অনঙ্গ-সুখ-সায়র নায়র নিরমিল ধাতা।। লীলা-লাবণি অবনী অলয়ত কি মধুর মন্থর গমনে । লহু অবলোকনে কত কুলকামিনী শুতলি মনসিজ শয়নে।। আর এক অপরূপ হৃদয় মাঝে পৈঠল ধৈরয না ধরয়ে জীবনে। গোবিন্দদাস কহ […] keyboard_arrow_right
  • রূপ হেরি লোচন তিরপিত ভেল
    রূপ হেরি লোচন তিরপিত ভেল। গুণ শুনি শ্রবণ সফল ভৈ গেল। মনক মনোরথ মনমথ দেল। চন্দনচাঁদে চিত হরি নেল।। এ সখি এ সখি আজুক রঙ্গ। শুধই সুধায় সিঁচিত ভেল অঙ্গ।। আরতি গুরুয়া পিরীতি নহ থোর। লাখ মুখে কহিতে না পাইয়ে ওর।। পরশে অবশ তনু বেশ নিরঝম্প। ঘামল সব তনু উপজল কম্প।।। সরস সম্ভাষণ হাস পরিপাটী। […] keyboard_arrow_right
  • রূপবতী প্রাণের দূতী প্রাণ বন্ধে
    রূপবতী প্রাণের দূতী প্রাণ বন্ধে মাইল আমায়। মাইল মাইল প্রাণ নিল বিচ্ছেদে বন্ধুয়ায়। প্রাণে নাহি সহে দুখ দেহ জ্বলে সর্বদায়। এ গো দেহবন্দী পাষাণেতে কালাচান্দে নাহি চায়। কুলিশ অন্তর প্রাণের বন্ধুরে দয়া নাই তোর দেহায়। এ গো মন প্রাণ হরি মোর প্রাণবন্ধু রইল কোথায়। দেহ শূন্য করি মোর প্রাণি নিল প্রাণ বন্ধুয়ায়। এ গো জ্বলে […] keyboard_arrow_right
  • রূপে রহল আঁখি লাগি
    রূপে রহল আঁখি লাগি। হিয়ায় ভরল প্রেমআগি।। শ্রবণ হরিয়া নিল বংশী। মন মনমথঅহি দংশী।। শ্যাম দুআঁখর মন্তর। জপে কাঁপে বহু অন্তর।। তোহে নিবেদঙ শুন সজনি। রাই জারল শ্যাম আগুনি।। না কহিতে কহে বদন। ধনি সুবদনী কহে লোচন।। keyboard_arrow_right
  • রূপে গুণে অনুপমা লক্ষ্মী-কোটি-মনোরমা
    রূপে গুণে অনুপমা লক্ষ্মী-কোটি-মনোরমা ব্রজ-বধূ অযুতে অযুত। রাস-কেলি-রস-রঙ্গে বিহরে যাহার সঙ্গে সো পহু কি লাগি অবধূত।। হরি হরি এ দুখ কহিব কার আগে। সকল নাগর-গুরু রসের কলপতরু সে বা কেন ফিরয়ে বৈরাগে।। সঙ্কর্ষণ শেষ যার অংশ কলা অবতার অনুখণ গোলোকে বিরাজে। কৃষ্ণের অগ্রজ নাম মহাপ্রভু বলরাম কেন নিতাই সংকীর্ত্তন মাঝে।। শিব-বিহি-অগোচর আগম-নিগম-পর কলি-যুগে শ্রীনিত্যানন্দ। গৌর-রসে […] keyboard_arrow_right
  • রূপে গুণে যৌবনে ভুবনে অনুপাম
    রূপে গুণে যৌবনে ভুবনে অনুপাম । স্বপনে জপন মোর তোহারি ও নাম।। শুন বিনোদিনী রসময়ী আলো রাধা। কবহু করহু জনি এ না রস বাধা।। অঙ্গুলের আগে পরশ যব পাই। সুখের সায়রে রহি ওর না যাই।। লোচন ইঙ্গিতে করু কত দান। জ্ঞানদাস কহ রাই কানু পরাণ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ