• আপনার গুণ শুনি আপনা পাসরে
    আপনার গুণ শুনি আপনা পাসরে। অরুণ অম্বর খসে তাহা না সম্বরে।। নাহি দিগ বিদিগ নাহি নিজ পর। ধরিয়া ধরিয়া কান্দে পতিত পামর।। শ্রীপাদ বলিয়া পহু কান্দে উচ্চ স্বরে। কত শত ধারা বহে নয়ন-কমলে।। কান্দিয়া কান্দিয়া পহু মাগে পদ-ধূলি। ভূমে পড়ি কান্দে নিতাই ভাইয়া ভাইয়া বলি।। প্রিয় গদাধর কান্দে রায় রামানন্দে। দেখিয়া গৌরাঙ্গ-মুখ থির নাহি বান্ধে।। […] keyboard_arrow_right
  • আমার নিতাই গুণের মণি
    আমার নিতাই গুণের মণি। ভকতি রতন ধন বিলাইয়া জগত করিলা ধনী।।ধ্রু।। পতিত পামরে ধরি করি কোরে ভিজায় আঁখির জলে। গোরাপ্রেম ভরে থির হৈতে নারে পড়য়ে ধরণীতলে।। অরুণ ভূধর জিনি কলেবর এ ধূলি ধূসর তাহে। পুলক আবলি কিবা ঝলমলি ছটায়ে ভুবন মোহে।। চৌদিকে চাহিয়া গরগর হিয়া গজেন্দ্রগমনে যায়। নিরুপম যশে ভাসে দিশা দশ দাস নরহরি গায়।। keyboard_arrow_right
  • আর এক দিন গৌরাঙ্গসুন্দর
    আর এক দিন গৌরাঙ্গসুন্দর নাহিতে দেখিলুঁ ঘাটে। কোটি চাঁদ জিনি বদন সুছান্দ দেখিয়া পরাণ ফাটে।। কিবা সে অমল কমল আয়ত তেরছ নয়ানে চায়। বারেক দেখিয়া কোন সে যুবতি পরাণ ফিরিয়া পায়।। ঢল ঢল কাঁচা সোণার বরণ লাবণি জলেতে ভাসে। যুবতী উমতি আউদড় কেশে রহই পরশ-আশে।। আধ কুন্তল লোটন পিঠেতে সোণার কুণ্ডল কানে। মুখ মনোহর বুক […] keyboard_arrow_right
  • আর একদিন গৌরাঙ্গ সুন্দর
    আর একদিন গৌরাঙ্গ সুন্দর নাহিতে দেখিলুঁ ঘাটে। কোটি চাঁদ জিনি বদন সুন্দর দেখিয়া পরাণ ফাটে।। অঙ্গ ঢল ঢল কনক কষিল অমল কমল আঁখি। নয়ানের শর ভাঙ ধনুবর বিঁধয়ে কামধানুকী।। কুটিল কুন্তল তাহে বিন্দু জল মেঘে মুকুতার দাম। জলবিন্দু ঝরে থরে থরে মোতি হেরিয়া মূরছে কাম।। মোছে সব অঙ্গ নিঙ্গাড়ি কুন্তল অরুণ বসন পরে। বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • আর কবে হবে মোর শুভখন দিন
    আর কবে হবে মোর শুভখন দিন। নয়ানে নেহারিতে না বাসব ভিন।। এ সখি এ সখি নিবেদন তোয়। সো কি সুধামুখী মীলব মোয়।। আধ মুচকি হাসি হেরব নয়নে। সুমধুর বোল কি শূনব শ্রবণে।। কুচযুগ করে পরশিতে যব যাব। করে কর বারি বয়ন পালটাব।। চরণ পরশি মুখ করব সরস। রসাবেশে মঝু হিয়ে করব অলস।। রাই রঙ্গিণি মঝু […] keyboard_arrow_right
  • আরতি যুগলকিশোরকি কীজে
    আরতি যুগলকিশোরকি কীজে। তনু মন ধনহু নিছয়ারি দীজে।।ধ্রু।। পহিরণ নীল নিতাম্বর শাড়ি। কুঞ্জ-বিহারিণি কুঞ্জবিহারী।। রবিশশিকোটি বদন অছু শোভা। যো নিরখিতে মন ভেল অতি লোভা।। রতনে জড়িত মণিমাণিকমোতি। ডগমগ দুহুঁতনু ঝলকত জোতি।। নন্দনন্দন বৃষভানুকিশোরি। পরমানন্দ পহুঁ যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • এ গজগামিনি তো বড়ি সিয়ান
    এ গজগামিনি তো বড়ি সিয়ান। বলে ছলে বাঁচসি গিরিধর দান।। চিকুরে চোরায়সি চামর কাঁতি। দশনে চোরায় মোতিম পাঁতি।। অধরে তোরায়সি সুরঙ্গ পঙার। বরনে চোরায়সি কুঙ্কম-ভার।। কনক কলস ঘন রস ভরি তাহি। হৃদয়ে চোরাওসি আঁচরে ঝাঁপাই।। তেঁই অতি মন্থর চরণ সঞ্চার। কোন তেজব এত বিনহিঁ বিচার। সুবল তুহুঁ গোরস দান। রাই করব অব কুঞ্জে পয়ান।। যাহা […] keyboard_arrow_right
  • এ সখি যতহুঁ বিনতি পহুঁ কেল
    এ সখি যতহুঁ বিনতি পহুঁ কেল। সো সব অব তহিঁ আহুতি ভেল।। পরিহরি সো গুণরতন বিধান। যতনহি যো হাম রাখলো মান।। সোহি অব কাল অনল সম হোই। দগধয়ে নীরস দারু হিয়া মোহি।। মুখরিত পিককুল যাজক তায়। তহিঁ মলয়ানিল রচয়ে সহায়।। জানলুঁ দেব বিমুখ যাহে হোই। তাকর তাপ না মেটই কোই।। ভরমহু মঝুমনে নাহি এত ভান। […] keyboard_arrow_right
  • এই না মাধবীতলে আমার লাগিয়া পিয়া
    এই না মাধবীতলে আমার লাগিয়া পিয়া যোগী যেন সদাই ধেয়ায়। পিয়া বিনে হিয়া কেনে ফাটিয়া না পড়ে গো নিলাজ পরাণ নাহি যায়।। সখি হে বড় দুখ রহল মরমে। আমারে ছাড়িয়া পিয়া মথুরা রহল গিয়া এই বিধি শিখিল করমে।।ধ্রু।। আমারে লইয়া সঙ্গে কেলি কৌতুকরঙ্গে ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি শেজ বিছায়ই রস পরিপাটীর কারণে।। […] keyboard_arrow_right
  • এই মনে বনে দানী হইয়াছে
    এই মনে বনে দানী হইয়াছে ছুঁইতে রাধার অঙ্গ। রাখাল হইয়া রাজবালা সনে না জানি কিসের রঙ্গ।। গিরি গিয়া যদি আরাধনা কর সেবহ শঙ্করদেবে। সতত অরণ্যে শরণ শৈলজা পূজা কর এক ভাবে।। জলধিজাহ্নবী- সঙ্গম নিকটে সঙ্কটে কামনা কর। তবু বুকভানু- নন্দিনীনিচোল- অঞ্চল ছুঁইতে নার।। অলপে অলপে সঘনে সঘনে বচন রচহ মিঠ। সব আভরণ থাকিতে হিয়ার হারে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ