• মুঞি যদি বলোঁ পাসরোঁ কান
    মুঞি যদি বলোঁ পাসরোঁ কান মনে সে না লয় আন। তিল-আধ তার মুখ না হেরিলে নিঝরে ঝরে নয়ান।। শুন শুন শুন পরাণের সই কানুর পিরীতি কাজে। তনু মন ধন ভেল পরাধীন কি আর করিবে লাজে।।ধ্রু।। মানের নামে সে পরাণ উছলে ছার মানে কিবা কাজে। শুনিতে না চাহোঁ কানুর বচন কাণে সে মুরলী বাজে।। চলিতে না […] keyboard_arrow_right
  • যমুনাক তীর বিহরি যদুনন্দন
    যমুনাক তীর বিহরি যদুনন্দন কালিয় হ্রদে পুন গেল। নিভৃত নিকুঞ্জে বৈঠি খণে আকুল সুন্দরি মন মাহা ভেল।। অপরূব প্রেমক রীত। সব জন তেজি গহন মাহা বিহরই রহি রহি উনমতচীত।।ধ্রু।। ধীরসমীর যাই পুন নাগর আওল নিধুবনকুঞ্জে। সখিগণ সঙ্গে তাহিঁ দেখি সুন্দরি পাওল আনন্দপুঞ্জে।। দুহুঁ দোহাঁ দরশনে অথির ভেল দুহুঁ মনমথে মাতল অঙ্গ। সমুঝি গুপত করি প্রেমদাস […] keyboard_arrow_right
  • যমুনাক তীরে ধীরে চলু মাধব
    যমুনাক তীরে ধীরে চলু মাধব মন্দ মধুর বেণু বাওই রে। ইন্দিবরনয়নি বরজবধূ কামিনি সদন তেজিয়া বনে ধাওই রে।। অসিত অম্বুধর অসিত সরসিরুহ অতসিকুসুম অহিমকরসুতানীর। ইন্দ্রনীলমণি উদার মতকত শ্রীনিন্দিত বপু আভা রে।। শিরে শিখণ্ডদল নব গুঞ্জাফল নিরমল মুকুতালম্বি নাসাতল। নব কিশলয় অবতংস গোরাচন অলক তিলক মুখ শোভা রে।। শ্রোণি পীতাম্বর বেত্র বাম কর কম্বুকণ্ঠে বনমালা মনোহর। […] keyboard_arrow_right
  • রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা
    রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা অতিশয় শ্রম সভাকার। ননীর পুতলী শ্যাম রবির কিরণে ঘাম স্রবে যেন মুকুতার হার।। শ্রীদাম আসিয়া বোলে বৈসহ তরুর তলে কানাই হইবে মাঠে রাজা। যমুনাপুলিনে ভাই কংসের দেহাই নাই কেহু পাত্র মিত্র কেহু প্রজা।। বনফুল আন যত সপত্র কদম্প শত অশোক পল্লব আম্র-শাখা। শুনি শ্রীদামের কথা সকল আনিল তথা নবগুঞ্জাগুচ্ছ […] keyboard_arrow_right
  • রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে
    রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে। এত কি সহিতে পারে অবলা পরাণে।। দ্বিগুণ দহয়ে তনু মুরলীর স্বরে। কুলিন সাপিনী যেন গরল উগরে।। আর তাহে তাপ দিল পাপ ননদিনী। ব্যাধের মন্দিরে যেন কম্পিত হরিণী।। নিরবধি প্রাণ মোর শ্যামঅনুরাগী। যে মোরে ছাড়িতে বলে হবে বধের ভাগি।। জ্ঞান কহে সেই কহ সেই সে করিব। শ্যামবন্ধুর লাগি পরাণ হারাইব।। keyboard_arrow_right
  • শারী পঢ়ত অতি অনূপ
    শারী পঢ়ত অতি অনূপ যৈছনে রসঅমৃত কূপ রাধা রূপ বর্ণনা। তপতকাঞ্চন চম্পার ফুল তাহে কি করিব বরণ তূল ভূষিতাগুরু চন্দনা।। চাঁচরচিকুরে বেণি সাজ হেরিতে কালসাপিনী লাজ সীঁথে রতন কাঞ্চনে। ততহিঁ রচিত সিন্দূররেখ অলকাবলিত চিত্রলেখ কাম যন্ত্র রঞ্জনে।। কামদনুক ভাঙ বাণ নয়নপলকে মোহিত কান চিবুকে কস্তুরিবিন্দুয়া। বদন জিতল শরতচাঁদ মদনমোহনমোহন ফাঁদ দশন কুন্দনিন্দুয়া।। কনককরভ করক ছন্দ […] keyboard_arrow_right
  • শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার
    “শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের পিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়্যা থাকহ যেখানে কানু। হেথা কেনে তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • সই কেমনে দেখাব মুখ
    সই কেমনে দেখাব মুখ। গোপত পিরীতি বেকত করয়ে এ বড় মরমে দুখ।।ধ্রু।। এত ঢীঠপনা করে কোন জনা বুঝিনু তাহার বিধি। মোর অপযশে সকলে হাসয়ে ইথে কি পাইবে সিধি।। আর এক দিন সিনানে যাইতে আঁচরে ধরল মোর। তথা দুই চারি নাগরী আছিল হাসিয়া হইল ভোর।। পরশ পাইয়া অবশ হইলুঁ ইহাতে করিব কি। শেখর কহিছে লোকে কি […] keyboard_arrow_right
  • সখিগণ সঙ্গে রঙ্গে কুল-কামিনি
    সখিগণ সঙ্গে রঙ্গে কুল-কামিনি করই হাস পরিহাসে। প্রিয় এক সহচরি তুরিতহি আয়ল শ্যামর-বচন-বিশেষে।। শুন শুন সুন্দরি রাই। সো বর-নাগর কুঞ্জ-ভবনে গেও তুরিতহি অব তুহুঁ যাই।।ধ্রু।। সঙ্কেত বচন শুনি তহি হরষিত সখিক কহই বারে বার। নিভৃত নিকুঞ্জে আজু হরি ভেটব তুরিতহি করহ শিঙ্গার।। শ্যামরু-প্রেম-মদে গরগর সুন্দরি উলসত হৃদয়ক মাঝ। নিমানন্দ দাস আশ আজু পূরব ভেটব নাগর […] keyboard_arrow_right
  • সজনি কি কব মনের দুখ
    সজনি কি কব মনের দুখ। পিয়া পরবাসে গেল দূর দেশে সোঙরি বিদরে বুক।।ধ্রু।। মদন দুরন্ত সময় বসন্ত থির নহে মঝু হিয়া। কি করি রহিব চিত নিবারিব পাসরিয়া সেই পিয়া। পল গুণি গুণি না যায় দিবস যামিনী হইল কাল। ভুজঙ্গ সমান হায়-আভরণ দংশয়ে মালতী-মাল।। রাইয়ের বচন শুনি সখীগণ পরাণ বিকল করে। নিমানন্দ ভোরা চলিব মথুরা আনিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ