• রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়
    রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়। ঝলকে দশন রসনা রসন কুন্দ কোরকবর বিধুগণ নিন্দি মোতি জোতি ঝরত রচত মধুর ভাষ হোয়।। কুঞ্জ ভঙনে শ্যাম গোরি আলিস যুত নয়ন জোড়ি বালিস পর ঢরত গিরত উমত ঝুমত রঙ্গ হোয়। ভোরহিঁ বর রস বিথার মানস ভয় চয় বিকার প্রেমক গতি আরতি অতি চঞ্চল অলসাঙ্গ হোয়।। মন্দ পবন বহত ধীর […] keyboard_arrow_right
  • রাম পানে চায় রাণী গোপাল পানে চায়
    রাম পানে চায় রাণী গোপাল পানে চায়। কি বোলে বিদার দিব মুখে না জুয়ায়।। সকালে আসিহ গোপাল ধেনুগণ লইয়া। অভাগিনী রৈল তোর চাঁদ মুখ চাইয়া।। থাকিয়া শ্রীদামের কাছে চরাইও বাছুরি। জোরে শিঙ্গারব দিও পরাণে না মরি।। এ ক্ষীর নবনী তোরে যাইতে এই দিলুঁ। তুমি যাবে দূর বনে আমি ভাবি মলুঁ।। তুমি না ভাবিহ মা কাননে […] keyboard_arrow_right
  • সখি হে এ তুয়া কৈছন রীত
    সখি হে এ তুয়া কৈছন রীত। তুয়া বচনে ধনি বেচল নিজ তনু তুহুঁ পুন কহ বিপরীত।। স্বামি-বরত ছলে কাননে আনলি একলি প্রিয়-সখি মোর। নলিনি-সুকোমল দুলহ সুনায়রি ডারলি মদ-করি-কোর।। সখি সতি-বরতিনি নব-কুল-কামিনি পর-পিয়া স্বপনে না জানি। এ নব যৌবন অমুল রতন-ধন পর-করে দেয়লি আনি।। তুয়া রসে রসবতি ছোড়ল নিজপতি গুরুজন-ভীত না মানি। বলরামদাস-হিয়া অমিয়া নিসিঞ্চব চম্পকলতা-সখি-বাণী।। keyboard_arrow_right
  • সহচরিগণ দেখি লাজে কমল-মুখি
    সহচরিগণ দেখি লাজে কমল-মুখি ঝাঁপি রহল মুখ-আধ। অলখিতে আধ-কমল-দিঠি-অঞ্চলে হেরই হরি-মুখ-চাঁদ।। হরি হরি মাধবি-লতা-গৃহ মাঝ। কুসুমিত কেলি-শয়নে দুহুঁ বৈঠলি চৌদিশে রঙ্গিণি সমাজ।। গোরিক থোরি বদন-বিধু হেরইতে পহুঁ ভেল আনন্দে ভোর। ঘন ঘন পীত বসন দেই মোছই নিঝরই নয়নক লোর।। হেরইতে সখিগণ ঢর ঢর লোচন লোরে ভিগায়ই দেহ। বলরাম কব হিয় নয়ন জুড়ায়ব হেরব দুহুঁ জন […] keyboard_arrow_right
  • সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি
    সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি। ধু হাহা হরি কি করিলা , অবলারে ভুলাইলা, ভঙ্গিমা করিয়া প্রেম ছলে। নানাগীত যন্ত্র শুনি, কুলবধূ উদাসিনী, হইয়া পড়িনু তোর ভোলে।। তোমার কঠিন প্রাণি, ত্যজি ভজমন রাণী, ছাপাইলা কোন দোষ নাই। কামিনীর কান্ত বিনে, লক্ষ্য নাই ত্রিভুবনে, বেয়াকুল কানুরে হারাই।। হীন আলি রাজা গায়, ভজ রাণী রাঙ্গা পায়, […] keyboard_arrow_right
  • সুন্দরি হাম বলিহারি তোহারি
    সুন্দরি হাম বলিহারি তোহারি। পরমিত নহে গুণ অতুল ভুবন তিন রূপ মনোমোহনকারি।। বচনে নিছনি প্রাণ অলপে বুঝিয়ে যেন সাধ করি রাখিতে নয়ানে। হিয়ার মাঝারে কিয়ে অনুখণ রাখব সদা দেখি এ তুয়া বয়ানে।। এ তুয়া দরশন জনমভাগ্যে পুন বসনপবনে অঘহারি। সো অঙ্গসঙ্গে সফল মঝু জীবন করোঁ হিয়ে বাহু পসারি।। পুরুখ রমণি কত অন্তরে অনুভব সো পুন […] keyboard_arrow_right
  • হিমকর মলিন নলিনগণ হাসউ
    হিমকর মলিন নলিনগণ হাসউ অরুণ-কিরণ হেরি থোর। কোকিল বোল ভ্রমর কুল আকুল তেজল কুমুদিনি-কোর।। কৈছে ঘুমায়ত যুগলকিশোর। চোঙকি কহত শুক শারিক জোর। কিশলয়-শয়নে নিচল তনু শ্যামর মরকত কাঞ্চন গোরি। কিয়ে কুসুম-শর-তৃণ শুন ভেল কিয়ে দুহুঁ রতিরসে ভোরি।। সহচরি ছোড়ি মন্দিরে জনি যাওত জাগহ সুন্দরি রাধে। গোবিন্দদাস পহু শুনইতে কাতর কোন কয়ল রস বাদে। keyboard_arrow_right
  • হেন বেলে যত রাখাল বালক
    হেন বেলে যত রাখাল বালক আইল কানাই নিতে। শ্রীদাম সুদাম আর বসুদাম বাঁশী শিঙ্গা বেনু গীতে।। “চল ভাই কানু কি কাজ বিলম্বে হইল উছর বেলা। এখন কি কাজে আছ গৃহমাঝে করহ ধেনুর মেলা।। ধবলী শাঙলী অতি চোরা গাভী যদি বা উচর হয়। দূর বনে গিয়ে কোথা পড়ে ধেয়ে এই উঠে মনে ভয়।। ত্বরিত গমন কি […] keyboard_arrow_right
  • হেন বেলে যত রাখাল বালক
    হেন বেলে যত রাখাল বালক আইল কানাই নিতে। শ্রীদাম সুদাম আর বসুদাম বাঁশী শিঙ্গা বেণু গীতে।। চল ভাই, কানু কি কাজ বিলম্বে হইল উছর বেলা। এখন কি কাজে আছ গৃহমাঝে করহ ধেনুর মেলা।। ধবলী শাঙলি অতি চোরা গাভী যদি বা উচর হয়। দূর বনে গিয়ে কোথা পড়ে ধেয়ে এই উঠে মনে ভয়।। তুরিত গমন কি […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ