• সখি কহিবি কানুর পায়
    সখি, কহিবি কানুর পায়। সে সুখ-সায়র দৈবে শুকায়ল তিয়াষে পরাণ যায়।। সখি, ধরিবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি, যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিনু ভাবনে বিহি সে করল বাদ।। সখি, হাম সে অবলা তায়। বিরহ আগুন হৃদয়ে দ্বিগুণ সহন নাহিক যায়।। সখি, বুঝিয়া কানুর মন। যেমন করিলে আইসে সে […] keyboard_arrow_right
  • সখি, এমন তোমারে কেন দেখি
    “সখি, এমন তোমারে কেন দেখি। একলা গহন বনে পড়িয়া আছহ কেনে আভরণ সকল উপেখি ।” রাধা আগে কহে বাণী “কি আর পুছহ তুমি কহিতে বহুত হয়ে লাজ। মুই অভাগিনী নারী বচন-চাতুরী করি করিলাঙ আপনি অকাজ।। বৃন্দাবন-রাসরসে জাগি সব গোপী শেষে উজাগর নিশিশেষে এই। রাধার বাসনা সাধে কানুর চরিতে কাঁধে তোমারে তেজিয়া গেল সেই।। আমারে লইয়া […] keyboard_arrow_right
  • সখি, কহবি কানুর পায়
    সখি, কহবি কানুর পায়। সে সুখ-সায়র দৈবে শুকায়ল তিয়াসে পরাণ যায়।। সখি, ধরবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি, যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিলুঁ ভাবনে বিহি সে করল বাদ।। সখি, হাম সে অবলা তায়।। বিরহ-আগুন হৃদয়ে দ্বিগুণ সহন নাহিক যায়।। সখি, বুঝিয়া কানুর মন। যেমন করিলে আইসে সে জন”– […] keyboard_arrow_right
  • সতত বধূর লাগি জ্বলে অবলার চিত
    সতত বধূর লাগি জ্বলে অবলার চিত। ধু দূরদেশী সনে প্রেম বাড়াইনু অতি। সেই ধরি হৈল মোর অনলে বসতি।। প্রেমের ঔষধ খাই হইলুম উদাস। জগলোকে কলঙ্কিণী বোলে বারমাস।। শাশুড়ী ননদী বৈরী স্বামী হৈল ভিন্‌ । আর জ্বালা কালার সহিমু কত দিন।। গুরুপদে আলি রাজা গাহিল কানড়া। চিত্ত হন্তে প্রেমানল না হউক ছাড়া।। keyboard_arrow_right
  • সবে অন্ন খায় মাঝে যদুরায়
    সবে অন্ন খায় মাঝে যদুরায় দিছেন সবার মুখে। খাইয়া খাওয়ায় সুখে সুখে তায় তিলেক নাহিক দুখে।। কৃষ্ণ-বলরাম শ্রীদাম -সুদাম সুবল যতেক সখা। বসিয়া বালক রাখল মণ্ডল তার কিছু নাহি লেখা।। কেহ বলে –“ভাই, কানাই বলাই বড়ই দয়াল হয়ে। কোথা হতে অন্ন আনিল নবান্ন সকল বালক খায়ে।। এ বড়ি মহিমা যার নাহি সীমা এ মহীমণ্ডল-মাঝ। বনের […] keyboard_arrow_right
  • সবে অন্ন খায় মাঝে যদুরায়
    সবে অন্ন খায় মাঝে যদুরায় দিছেন সবার মুখে। খাইয়া খাওয়ায় সুখে সুখে তায় তিলেক নাহিক দুখে।। কৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম সুবল যতেক সখা। বসিয়া বালক রাখালমণ্ডল তার কিছু নাহি লেখা।। কেহ বলে “ভাই কানাই বলাই বড়ই দয়াল হয়ে। কোথা হতে অন্ন আনিল নবান্ন সকল বালক খায়ে।। এ বড়ি মহিমা যায় নাহি সীমা এ মহীমণ্ডল মাঝ। […] keyboard_arrow_right
  • সিদ্ধ পুরাণে ব্যাসের বর্ণনে
    সিদ্ধ পুরাণে ব্যাসের বর্ণনে এ সব কাহিনী আছে। শ্রীভাগবতে না পাবে বেকতে এ কথা কহিব পাছে।। কমল লোচন জানিআ কারণ মুদিল নঅন দুটি। হেনক সময়ে ব্রহ্মা শূলপাণি আইল নিকট লুটি।। ব্রহ্মারূপে পহু বসাই হরসে কহেন মধুর বাণী। “ভাল হইল দুহে আইলে এথাই শুন ব্রহ্মা শূলপাণি।। অই দেখ আগে আল্য বসুমতী শ্রবন করিল অতি। অসুরের ভার […] keyboard_arrow_right
  • সুনহ কারণ আমার বচন
    “সুনহ কারণ আমার বচন জদি বা করিতে পার। তবে ফল মিলে সায়রের জলে কহিএ উপায়ে তার।। কি কাজ কর‍্যাছ ফল হারাইঞা বুঝিনু মরম তার। ফলের ভিতরে কত মধু আছে অপার মহিমা জার।। দেব-অগোচর না হল গোচর অনন্ত না জানে সীমা। আন কে জানব ফলের মাধুরি নাহিক কনহুঁ জনা।। এক কহি সুন আমার বচন জদি বা […] keyboard_arrow_right
  • সেই মুনি সেই হরিণী-ছাওয়াল
    “সেই মুনি সেই হরিণী-ছাওয়াল রাখল সে মুনিবরে। প্রতিদিন দিন ভক্ষণ সেবন করয়ে অবহি হেলে।। কত দিন রই সেই মৃগশিশু পাইয়া হরিণী-সঙ্গ। আন বনে গেলা রতি-রসসুখে করিতে রসের সঙ্গ।। না দেখি সেই মৃগী বড়ই বিয়োগী মুনির হইল শোক। ‘হরিণী, হরিণ’,– ক্ষণে অনুক্ষণ পাইয়া বিয়ো-রোগ।। যবে সেই মুনি– কাল উপস্থিত হরিণ-ধেয়ানে মরে। হরিণ হইল আনহি জনমে দুখ […] keyboard_arrow_right
  • সেই মুনি সেই হরিণী ছাওয়াল
    সেই মুনি সেই হরিণী ছাওয়াল রাখল সে মুনিবরে। প্রতিদিন দিন ভক্ষণ সেবন করয়ে অবহি হেলে।। কত দিন বই সেই মৃগশিশু পাইয়া হরিণী-সঙ্গ। আন বনে গেলা রতি রসসুখে করিতে রসের সঙ্গ।। না দেখি সেই মৃগী বড়ই বিয়োগী মুনির হইল শোক। হরিণ হরিণ ক্ষণে অনুক্ষণ পাইয়া বিয়োগ রোগ।। যবে সেই মুনি কাল উপস্থিত হরিণ ধেয়ানে মরে। হরিণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ