• প্রভুর নিশ্বাষে রূপসী জন্মিল
    প্রভুর নিশ্বাষে রূপসী জন্মিল তাহার শুনহ বানি। দেব সুরপুরে পুষ্পমাল্যগন্ধে বরণ করিল আনি।। দেব শূলপানি আনি চক্রপাণি থাপিল তাহার হাথে। “ইহার পোষণ করিবে জতন দিলাঙ তোমার হাথে।। জখন সপ্তম বালক ধরিব সেই সে অসুর কংস । মায়ের বেদন বড় উপজিব করিব বালক ধ্বংস।। এ সব আগেতে উৎপাত হইব, অষ্টম গর্ভের কালে। এই সে রূপসী কাত্যায়নী […] keyboard_arrow_right
  • বঁধু তুমি নিদারুণ নয়ে
    বঁধু, তুমি নিদারুণ নয়ে। তোমার কারণে এত পরমাদ নিশ্চয় কহিলাম কয়ে।। বেদন কহিব কহিতে কহিতে দ্বিগুণ উঠয়ে দুখ। যেমন আমার ফাটিয়া পড়য়ে এমতি করয়ে বুক।। যদি কোনখানে কান্দি লোকস্থানে শাশুড়ী ননদী তারা। শ্যাম-নাম বলি কান্দে কলঙ্কিনী এমতি তাহার ধারা।। হেন করে মন শুনি কুবচন গরল ভখিয়া মরি। তার নাহি দায় শুন শ্যামরায় তোমারে ছাড়িতে নারি।। […] keyboard_arrow_right
  • বলরাম বলে–ভাই এ নহে উচিত
    বলরাম বলে–“ভাই এ নহে উচিত । তোমা না দেখিয়া ঘরে আইনু তুরিত কানুর মুরলি রাই রাই করে গান। ভাই ভাই বলিয়া……….বলরাম।। ভাই নাম শুনিয়া তুরিতে আইনু ধায়া। কেন বা এমন গতি কহত কানাঞা।। প্রভাতে উঠিয়া তুমি গেলা কন ভিতে । কাতর দৈবকি মায়ে কুজি আচম্বিতে।। ঘরে ঘরে নগর খুঁজিয়া প্রতি লোকে। তোমা না দেখিয়া মায়ে […] keyboard_arrow_right
  • ভাল ভাল বলি তবে
    ভাল ভাল বলি তবে গ * * * * বর। গোকুলে নন্দের ঘরে দেব গদাধর।। মনেতে জানিল মুনি দেব নারায়ণ। বসিলা রাখিতে * * * কিছু করণ।। করিলা জজ্ঞের কুণ্ড কাষ্ট ফেলি তথি। বেদ অধ্যায়ন পাঠ পড়েন সুকৃতি।। ঘৃতের আহুতি দিলা নানা মন্ত্র পড়ি। নানা উপাচার দব্য দিলা সারি ২।। রজত কাঞ্চন আর নানা সুত্র […] keyboard_arrow_right
  • মেল দেখি জাদু ও মুখমণ্ডল
    “মেল দেখি জাদু ও মুখমণ্ডল দেখিএ বদন চাঞা। তেব সে জানিএ পরতিত বানি হরসে * * * * * ।। বসাইঞা কোলে বদন নেহালে না দেখি কনহুঁ চিহ্ন । তটস্থ হইল নন্দরানি তবে কহেন বচন * * ।। ”* * * দেখিল মৃত্তিকা খাইল দেখিয়া না দেখি কেনে।” রোহিনিরে ডাকি — “দেখ তুমি দেখি সন্দেহ […] keyboard_arrow_right
  • রসিক নাগর বলে শুন বিনোদিনি
    রসিক নাগর বলে শুন বিনোদিনি। তোমারে শিখাব বাঁশী আমি ভালে জানি।। রাধা কহে কুটিল ছাড়িতে যদি পার। তবে গুণ শিখাইবে শুন বংশীধর।। কানু বলে কুটিল সে জানিল কেমনে। ধর বাঁশী কহে হাসি শিখাই যতনে।। রাই কহে বিনোদ নাগর রসময়। ভালমতে শিখাইতে আমার মনে হয়।। করেতে মুরলী দিলা হাসিয়া হাসিয়া। মনের হরিষে বাঁশী শিখাই বসিয়া।। কানু […] keyboard_arrow_right
  • রসিক নাগর বলে–শুন বিনোদিনি
    রসিক নাগর বলে–“শুন বিনোদিনি। তোমারে শিখাব বাঁশী আমি ভালে জানি।।” রাধা কহে–“কুটিল ছাড়িতে যদি পার। তবে গুণ শিখাইবে শুন বংশীধর।।” কানু বলে–“কুটিল যে জানিলে কেমনে। ধর বাঁশী,” কহে হাসি, “শিখাই যতনে ।।” রাই কহে —“বিনোদ নাগর রসময় । ভালমতে শিখিতে আমার মনে হয়।” করেতে মুরলী দিলা হাসিয়া হাসিয়া। মনের হরিষে বাঁশী শিখায় রসিয়া।। কানু কহে […] keyboard_arrow_right
  • রাধারূপ অতি দেখিয়া মূরতি
    রাধারূপ অতি দেখিয়া মূরতি বিকল হইল তারা। কোথা হৈতে এত রূপ লয়েছিল এমনি মাধুরী-ধারা।। যেমন নাগরী তেমন নাগর এ দুই একৈক প্রাণ। আপনার চূড়া তেমতি বান্ধিল ইথে সে নাহিক আন।। রাই বামকরে নাগর-শেখরে ধরিয়া লইল কুঞ্জে। “বস ধনী রাধা, মুরলী শিখাব এ সে কুটীর-কুঞ্জে।।” হরষ-বদনী ও মৃগনয়নী কহেন হাসিয়া রসে। “দেহ করে বাঁশী” ধনী কহে […] keyboard_arrow_right
  • রাধারূপ অতি দেখিয়া মূরতি
    রাধারূপ অতি দেখিয়া মূরতি বিকল হইল তারা। কোথা হৈতে এত রূপ লয়েছিল এমনি মাধুরী ধার।। যেমন নাগরী তেমন নাগর এ দুই একেক প্রাণ। আপনার চূড়া তেমতি বান্ধিল ইথে সে নাহিক আন।। রাইবামকরে নাগর-শেখরে ধরিয়া লইল কুঞ্জে। বস ধনী রাধা মুরলী শিখাব এই সে কুটীর-কুঞ্জে।। হরষ-বদনী ও মৃগনয়নী কহেন হাসিয়া রসে। দেহ করে বাঁশী ধনী কহে […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরী রাধা
    শুনহ সুন্দরী রাধা। যে জন পরশে লাখ সুধানিধি সে জনে কেন বা বাধা।। তোমার লাগিয়া যেমন যোগিনী ভজয়ে পরম পদ। তেন মত শ্যাম তোমার ধেয়ানে তারে কেন কর বধ।। রস রস পর আর রস পর পাঁচ রস আট মিঠ। বেদ গুণ গুণ গুণ রস পর সায়র অমিয়া বিঠ।। সে জন রসের সমুদ্র থাকিতে পিয়াসে মরয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ