• অতসী কুসুম আভা অর্জুন গোপাল
    অতসী কুসুম আভা অর্জুন গোপাল। পঙ্কজ পলাশ জিনি নয়ন বিশাল।। ধূসর বরণ বস্ত্র করে পরিধান। কটিতে কিঙ্কিণী বাজে রুনুঝুনু গান।। বীণা বেণু আর হাতে কাচনি পাঁচনি। নানা আভরণ অঙ্গে বিনোদ-সাজনি।। অনুক্ষণ করিতেছে নটন বিহার। নবনীতে সমধিক প্রীতি যে তাঁহার।। keyboard_arrow_right
  • অতি অগেয়ানী কুলের কামিনী
    অতি অগেয়ানী কুলের কামিনী সহজে আকুল-হিয়া। আঁখির ঠারে পাগল করিলে কি জানি কু মন্ত্র দিয়া।। শ্যাম বুঝিলুঁ তোমার ভাব। কুল-বৌহাড়ীরে ঘর ছাড়াইলে কি হবে তোমার লাভ।। কিসের রঙ্গে এত না ভঙ্গে অঙ্গ দোলাইয়া হাঁট। কথার ছলে ভিতরে পশিয়া পাঁজরে পাঁজরে কাট।। সদাই হাস লাজ না বাস না বুঝি তোমার কাজ। তব এই রীতে যত কুলবতীর […] keyboard_arrow_right
  • অতি অনুরাগ ভরল মন উৎসুক
    অতি অনুরাগ ভরল মন উৎসুক টূটল ধৈরজ লাজ। তনু অনুলেপন সঙ্গক পরিজন তেজল যত কিছু সাজ।। দেখ রাই চলত অতি মন্দ। নিজ অভিযোগ করত অতি নিশ্চয় বুঝিয়ে কাজক বন্ধ।। মুখ জিত শরদ-সুধাকর তনু-রুচি- কবলিত-কাঞ্চন-দণ্ড। নয়ন তিখন শর ফুলশর-মদহর ভাঙ মদন-ধনু-খণ্ড। ঐছন ভাতি ভাবিনি ভালে ভেটল মনমথ মনমথ পাশে। অনুভব লাগি গুপতহি সখি চলু কহ রাধামোহন […] keyboard_arrow_right
  • অতি অপরূপ শ্যামকান্তি চিকনিয়া
    অতি অপরূপ শ্যামকান্তি চিকনিয়া। অসিত অম্বুজ কিয়ে নীলমণি জিনিয়া।। বরণ কজ্জলকান্তি গোপাল অংশুমান। অরুণবরণ তার বস্ত্র পরিধান।। সুনীল জলদ তার দীঘল নয়ন। নাটুয়ার ঝোলা অঙ্গে নানা আভরণ।। উভ করি বাঁধে কেশ চম্পকের দাম। যার রূপ দেখিয়া মুরছে যেন কাম।। মৃগমদ তিলক কপালে মনোহর। কুঙ্কুমভূষিত তার কপোল সুন্দর।। বাম করে মুরলী সে ডাহিনে পাঁচনি। বিনোদ চলনে […] keyboard_arrow_right
  • অতি আনা গোনা বিষম বাজনা
    অতি আনা গোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত।। অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল গণক কহল মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।। কাঁদে গোপীগণ […] keyboard_arrow_right
  • অতি আনাগোনা বিষম বাজনা
    অতি আনাগোনা বিষম বাজনা শুনিয়া গোপিনী যত। হিয়া ছট্‌ ফট্‌ অতি সে ব্যথিত তাহা না সহিব কত। “অব কি করব পরাণে কি জীব কি শুনি দারুণ বাণী। যে দেখি স্বপনে সেই ফলে আসি! নিশ্চয় স্বপন মানি।। দেয়াশী জানল, গণক কহল, মিছা নহে কোন কথা। তাহা সে দেখল মনে বিচারল বিফল নহিল হেথা।।” কাঁদে গোপীগণ হইয়া […] keyboard_arrow_right
  • অতি নাগর বোলি সিনেহ বঢ়াওল
    অতি নাগর বোলি সিনেহ বঢ়াওল অবসর বুঝলি বড়াই। তেলি বড়দ থান ভল দেখিঅ পালঁব নহি উজিআই।। দূতী বুঝল তোহর বেবহার। নগর সগর ভমি জোহল নাগর ভেটল নিছছ গমার।। গুঞ্জ আনি মুকুতা তোহে গাঁথল কএলহ মন্দি পরিপাটী। কঞ্চন চাহি অধিক কএ কএলহ কাচহু তহ ভেল ঘাটী।। সব গুন আগর সব তহু সূনল তেঁ হমে লাওল নেহে। […] keyboard_arrow_right
  • অতি শীতল মলয়ানিল
    অতি শীতল মলয়ানিল মন্দ-মন্দ-বহনা। হরি-বৈমুখ হমারি অঙ্গ মদনানলে দহনা।। কোকিলা-কুল কুহু কুহরই অলি ঝঙ্করু কুসুমে। হরি লালসে তনু তেজব পাওব আন-জনমে।। সব সঙ্গিনি ঘিরি বিঠলি গাওত হরি-নামে। যৈখনে শুনে তৈখনে উঠে নব-রাগিণি গানে।। ললিতা কোরে করি বৈঠত বিশাখা ধরে নাটিয়া। শশিশেখরে কহে গোচরে যাওত জিউ ফাটিয়া।। keyboard_arrow_right
  • অতি সুমধুর মুরতি শ্যাম
    অতি সুমধুর মুরতি শ্যাম কুটিল কেশ কুন্দদাম মোরপঙ্খ শোহনি। ভাল উপরে চন্দনবিন্দু অমল শরদ পূর্ণিম ইন্দু ভুবনমরমমোহনি।। আজু পেখলুঁ তটিনী তীর মদনমোহন গতি সুধীর। মুরলীগীত কে ধরু চিত আনন্দে উলটি বহত নীর।।ধ্রু।। কম্বুকণ্ঠে কনকমাল এ গজমোতিম গাঁথি প্রবাল বিবিধ রতন সাজনি। প্রাতকমল নয়নজোড় মাঝে মধুপ রহ আগোর রমণীর মন ভাজনি।। উচ উরপর কুসুমদাম রূপ নিরুপম […] keyboard_arrow_right
  • অতি সে আকুল দেখিয়া বিকল
    অতি সে আকুল দেখিয়া বিকল সে নব কিশোরী রাই। অতি দুরন্তর মানেতে মোহিত কিছু না বোলয়ে তাই।। সে কোন কামিনী কুলের রমণী কেমন তাহার কাজ। সবারে তেজিয়া বঁধুরে লইয়া বিহরে বনের মাঝ।। একে বিরহিণী বিয়োগ বিরাগে তাহে ভেল অতিরাগী। যে আছে মরমে তাহা সে করিব যদি বা পাইয়ে লাগি।। সে এত ব্যথিত এ সব থাকিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ