• রাই রাই নাম আর সব আন
    রাই রাই নাম আর সব আন চিবুকে মুরলী দিয়া। রাধা নাম দুটি আঁখর জপিছে কোথা সে রসের পিয়া। খেণে রাধা-রূপ ধেয়ান করয়ে অন্তরে ওরূপ দেখি। খেণেক নিশ্বাসে অতি সে হুতাশে রাধা নাম তাহে লিখি।। মুদিত নয়ন সদা রাধা নাম পাইয়া আপন মনে। তেজল সকল বেশ পরিপাটী রহই একটি ধ্যানে।। করের অঙ্গুলি ধরি কত বেরি জপয়ে […] keyboard_arrow_right
  • রাধার চরিত দেখি সেই সখী
    রাধার চরিত দেখি সেই সখী চলিলা রাধার কাছে। সুধামুখী ধনী হয়েছে মানিনী অতি কোপ মনে আছে।। কহে এক সখী “শুনহে বচন যদি বা মানেতে রাধা। * * * * * * * * * * ।। তবে কিবা সুখ উঠে কত দুঃখ সে ধনি তেজিয়া কিবা। চল মোরা যাব রাধা মানাইব করিয়া তাহার সেবা।।” দুই […] keyboard_arrow_right
  • শুন ধনী রাই, তান কিছু গাই
    “শুন ধনী রাই, তান কিছু গাই রাগেতে রাগিণী মেলা। গাইতে গাইতে মুগধ হইলা নন্দের নন্দন কালা।। পুনঃ কহে শ্যাম ‘অতি অনুপাম শুনিতে মধুর ধ্বনি। রাধা রাধা বলি ডাকিছে বীণাটি মুগধ হইল শুনি।।’ এই রস তান অনেক সন্ধান শুনিল রসিক শ্যাম। অতি বড় সুখী সুখেতে মোহিত গাইতে রাধার নাম।। ভাবে গদ্‌গদ অতি সে আমোদ সে হেন […] keyboard_arrow_right
  • শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা
    শ্যাম-মন্ত্রমালা বিনোদিনী রাধা জপিতে জপিতে যায়। রসের আবেশে আনন্দ-হিল্লোলে তরল নয়নে চায়।। অপার অপার বহু বিদগধ সুন্দরী সে ধনী রাই। শ্যাম-দরশনে চলিলা ধেয়ানে শুধু শ্যাম -গুণ গাই।। মন্দ মন্দ গতি চলন মাধুরী যেমন সোনার লতা। কিবা সে তড়িৎ চলিল তুরিত কি কব তাহার কথা। চৌদিকে গোপিনী মাঝে বিনোদিনী চলে সে আনন্দ-রসে। কেহ কোন যেন সম্পদ্‌ […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ